1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আল্সহাইমার্স নিরাময়ে ভিটামিন বি

১১ অক্টোবর ২০১০

সারা বিশ্বে প্রায় দুই কোটিরও বেশি মানুষ আল্সহাইমার্স রোগে আক্রান্ত৷ অনেকদিন ধরেই এই রোগের কথা আমরা শুনে আসছি৷ কিন্তু এতদিনেও এই রোগ প্রতিরোধে বা রোগটি সারাতে কোন ওষুধ আবিষ্কৃত হয়নি৷

https://p.dw.com/p/Paz0
আল্সহাইমার্স এর চিকিৎসা চলছেছবি: DW-TV

তবে ব্রিটিশ গবেষকদের বিশ্বাস, তারা হয়তো এই রোগটি নিরাময়ের একটি উপায় খুঁজে পেয়েছেন৷

আল্সহাইমার্স 'এর মূল লক্ষণ হল স্মৃতিভ্রম৷ সারা বিশ্বে প্রায় দুই কোটি মানুষ এই রোগে আক্রান্ত৷ ধারণা করা হচ্ছে, আগামী ৪০ বছরে প্রতি ৮৫ জনের মধ্যে একজন এই রোগে আক্রান্ত হবে৷ রোগীর সংখ্যা বেড়েই চলেছে, কিন্তু প্রতিকারের কিছুই পাওয়া যাচ্ছে না৷ তবে বেশ কিছু ব্রিটিশ গবেষক বিশ্বাস করেন, আল্সহাইমার্স নিরাময়ের একটি উপায় তারা বের করেছেন৷ তা হল ভিটামিন বি৷ এই ভিটামিন বি-র তীব্র ডোজ রোগটি সারিয়ে তুলতে পারে৷

মস্তিষ্কের সংকোচন

বাস্তব সত্য হল, আমাদের বয়স যত বাড়বে, আমাদের মস্তিষ্ক ততই কম কাজ করবে৷ মস্তিষ্ক আকারেও ছোট হতে থাকে৷ প্রতি বছর ০.৫ শতাংশ হারে ছোট হতে থাকে মস্তিষ্ক৷ তবে তা হয় ৬০ বছর পার হওয়ার পর থেকে৷ যে কারণে মস্তিষ্ক আকারে ছোট হতে থাকে তার নাম ‘মাইল্ড কগনিটিভ ইম্পেয়ারমেন্ট' সংক্ষেপে এমসিআই৷ এর লক্ষণ হল স্মৃতির সঙ্গে ভাষা তাল মিলিয়ে চলতে পারে না৷ এটা আলজাইমারসের মূল লক্ষণ নয়৷ তবে কোন কোন ক্ষেত্রে তা হতেও পারে৷ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, ভিটামিন বি-র তীব্র ডোজ মস্তিষ্কের এই সংকুচিত হওয়াকে রোধ করতে পারে৷ প্রফেসর ডেভিড স্মিথ বললেন,‘‘ এই প্রথম একটি গবেষণার মধ্যে দিয়ে আলজাইমারসের প্রাথমিক অবস্থা নির্ণয় করা গেল৷ ধীরে ধীরে কীভাবে রোগটি মস্তিষ্ককে গ্রাস করে, তা বোঝা গেছে৷ এতদিন যত ধরণের গবেষণা চালানো হয়েছে, সেগুলো সব ব্যর্থ হয়েছে৷ শুধু এই গবেষণাই সফল হয়েছে৷''

Alzheimerpatient
আল্সহাইমার্সে আক্রান্ত রোগীছবি: dpa

অথচ গবেষণাটি ছিল খুবই সহজ এবং অল্প সময়ের৷ ১৬৮ জন এমসিআই রোগীর ওপর এই পরীক্ষা চালানো হয়৷ তাদের দুটি ভাগে ভাগ করা হয়৷ একটি দলকে ভিটামিন বি সিক্স, বি টুয়েল্ভ এবং বি নাইন বা ফোলিক অ্যাসিড দেওয়া হয়৷ অন্য দলকে দেওয়া হয় প্লাসেবো পিল – অর্থাৎ যা দেখতে ওষুধের মত হলেও আসলে তার মধ্যে ওষুধের কোনো গুণাগুণ নেই৷ দু বছর চলে এই গবেষণা৷ পরে তাদের সবার ব্রেন স্ক্যান করা হয়৷ যারা প্লাসেবো পিল সেবন করছিলে,ন তাদের সবারই মস্তিষ্ক সংকুচিত হয়েছে তা স্পষ্ট ধরা পড়ে৷ অন্যদিকে যারা ভিটামিন নিয়েছেন, তাদের ক্ষেত্রে ফলাফল হয় চমকপ্রদ৷ কারো কারো মস্তিষ্ক সংকোচন হ্রাস পেয়েছে ৩০ শতাংশের মত, কারো কারো ক্ষেত্রে তা ৫০ শতাংশ৷ ৮০ বছর বয়স্ক জন হফ ছিলেন ভিটামিনখেকোদের দলে৷ বেশ ভাল বোধ করছেন বলে তিনি জানান৷ জন বললেন,‘‘ আমার অবস্থা হয়তো আগের চেয়ে খারাপ হয়েছে, কিন্তু আমি তা কখনোই টের পাইনি৷ যদি সবকিছু আগের চেয়ে ভাল হয়, তাহলেই তা টের পাওয়া যায়৷ আমার স্ত্রী আমাকে বার বার বলছিল আমার অবস্থার উন্নতি হয়েছে৷''

সামাধান পাওয়া গেল তাহলে ?

প্রশ্ন, তাহলে কি সমাধান আমার পেয়ে গেলাম? মস্তিষ্ক সংকোচনের সঙ্গে মানবদেহের রক্তে এক ধরণের পদার্থের সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা৷ পদার্থের নাম হোমোসিস্টাইন৷ রক্তে যত বেশি হোমোসিস্টাইন থাকবে, তত দ্রুত মস্তিষ্ক সংকুচিত হবে৷ ভিটামিন বি রক্তে হোমোসিস্টাইনের মাত্রা কমিয়ে দেয়৷ এর ফলে সংকোচনও হয় অনেক ধীর গতিতে৷ প্রফেসর রবিন জ্যাকোবিও গবেষণা আর সাফল্যের আনন্দে আটখানা৷ কিন্তু তিনি নিজেকে বেশ সংযত রেখেছেন৷ প্রফেসর জ্যাকোবি জানান, ‘‘ আমরা এখনো নির্দিষ্ট করে বলতে পারছি না, এই ভিটামিনগুলোই আল্সহাইমার্সকে দূরে রাখতে সক্ষম কিনা৷ অথবা আল্সহাইমার্স নিরাময়ে সহায়ক কিনা৷ মস্তিষ্কের সংকোচন হচ্ছে অত্যন্ত ধীর গতিতে, শুধুমাত্র সেটাই আমরা দেখাতে আর প্রমাণ দিতে পেরেছি৷''

তবে অতিরিক্ত মাত্রায় ভিটামিন বি সেবনের কিছু নেতিবাচক দিকও রয়েছে৷ বয়স্কদের হাত এবং পা অবশ হয়ে আসতে পারে৷ এছাড়া অতি মাত্রায় ফোলিক অ্যাসিডের কারণে ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যেতে পারে যে কোন শরীরে৷ তাই গবেষণা চালিয়ে যাচ্ছেন গবেষকরা৷ যেভাবেই হোক আল্সহাইমার্সকে হার মানাতেই হবে৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: সঞ্জীব বর্মন