1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আর্মেনিয়ার দাবি ‘গণহত্যা', প্রতিবাদে অনড় তুরস্ক

২৩ এপ্রিল ২০১৫

আর্মেনিয়ায় ‘হত্যাকাণ্ড' সংঘটিত হয়েছিল, নাকি ‘গণহত্যা'? এই নিয়ে আর্মেনিয়া আর তুরস্কের মধ্যে উত্তেজনা৷ আর্মেনিয়ার দাবি, ১৫ লক্ষ মানুষ হত্যা গণহত্যা'৷ তুরস্ক মানতে নারাজ৷ এ বিষয়ে অবস্থান স্পষ্ট করতে চলেছে জার্মানি৷

https://p.dw.com/p/1FDNP
Recep Tayyip Erdogan Präsident Türkei Rede
ছবি: picture-alliance/AP Photo

১৯১৫ সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় ২৪ এবং ২৫ এপ্রিল – এই দুই দিনে প্রায় ১৫ লাখ মানুষ মারা গিয়েছিল আর্মেনিয়ায়৷ সেই যুদ্ধের পর ধ্বংস হয়ে যায় তখনকার অটোমান সাম্রাজ্য৷ অটোমানদের হামলাতেই নিহত হয়েছিল ১৫ লক্ষ মানুষ৷ আর ১৯২৩ সালে অটোমান সাম্রাজ্যের ভস্মের ওপরই গড়ে ওঠে আধুনিক প্রজাতান্ত্রিক তুরস্ক৷ তাই আর্মেনিয়া আর তুরস্কের বিরোধটাও ঐতিহাসিক৷

সেই ইতিহাসকে স্মরণ করেই প্রথম বিশ্বযুদ্ধ শুরুর শতবর্ষ পূর্তি উদযাপন করতে চলেছে আর্মেনিয়া৷ সে আনুষ্ঠানিকতায় নিজেরা শতবর্ষ আগের ব্যাপক হত্যাকাণ্ডকে ‘গণহত্যা' হিসেবেই উল্লেখ করছে আর্মেনিয়া, সঙ্গে এ-ও চাইছে, সারা বিশ্বও সেই হত্যাকাণ্ডকে গণহত্যাই বলুক৷

পশ্চিমা রাষ্ট্রচিন্তাবিদ এবং ঐতিহাসিকদের অনেকে আগে থেকেই ১৯৪৫ সালের সেই ভয়াল হত্যাকাণ্ডকে ‘বিশ শতকের প্রথম গণহত্যা' হিসেবে উল্লেখ করে আসছেন৷ অন্তত ডজনখানেক পশ্চিমা সরকারও এ বিষয়ে একমত৷ সম্প্রতি পোপ ফ্রান্সিসও এক'শ বছর আগের হত্যাকাণ্ডটিকে ‘গণহত্যা' বলেছেন৷ বিষয়টি নিয়ে ইতিমধ্যে ভ্যাটিকানের প্রতি আনুষ্ঠানিকভাবে অসন্তোষ প্রকাশ করেছে তুরস্ক৷ মঙ্গলবার আর্মেনিয়ার সেই হত্যাকাণ্ডকে ‘গণহত্যা'র স্বীকৃতি দেয়ার প্রস্তাব উত্থাপন করা হয়েছে অস্ট্রিয়ার পার্লামেন্টে৷ আঙ্কারায় অস্ট্রীয় রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েও প্রতিবাদ জানিয়েছে তুর্কি সরকার৷ তবে এসবের পরও বিতর্ক এবং কথার লড়াই চলছে৷

Papst Ostern 2015 Vatikan
পোপ ফ্রান্সিসও এক'শ বছর আগের হত্যাকাণ্ডটিকে ‘গণহত্যা' বলেছেনছবি: Reuters/Max Rossi

তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এর্দোয়ান বলেছেন, আর্মেনিয়া তুরস্ককে অপমান করার জন্যই এক'শ বছর আগের হত্যাকাণ্ডকে ‘গণহত্যা' হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে৷ কিন্তু এ উদ্যোগ শুধু আর্মেনিয়া বা অস্ট্রিয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই৷ বুধবার ইউরোপীয় পার্লামেন্টেও আর্মেনিয়ার কথিত হত্যাকাণ্ডকে ‘গণহত্যা'র স্বীকৃতি দেয়ার প্রস্তাব পেশ করেছে৷ বৃহস্পতিবার এক স্মারকসভায় জার্মান প্রেসিডেন্ট ইওয়াখিম গাউক বহুল আলোচিত হত্যাকাণ্ডটিকে ‘হত্যাকাণ্ড' হিসেবে উল্লেখ করতে পারেন৷

এসিবি/এসবি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য