1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আর্জেন্টিনার কাছে ব্রাজিলের হার!

১৬ ডিসেম্বর ২০১০

আর্জেন্টিনা হারিয়ে দিল ব্রাজিলকে! না, কোনো খেলায় নয়৷ এই হার খেলোয়াড় বিক্রিতে৷ মানে দেশ থেকে খেলোয়াড় বিক্রির ক্ষেত্রে ব্রাজিলের এতদিনের রাজত্বে হানা দিয়েছে আর্জেন্টিনা৷

https://p.dw.com/p/QckL
আর্জেন্টিনার মেসিকে অল্প বয়সেই স্পেনে নিয়ে যায় বার্সেলোনাছবি: AP

২০০৯ ও ২০১০ সালে এখন পর্যন্ত প্রায় ১,৮০০ খেলোয়াড় আর্জেন্টিনা থেকে পাড়ি জমিয়েছে ইউরোপ সহ উন্নত বিশ্বের দেশগুলোতে৷ আর ব্রাজিল থেকে বিক্রি হয়েছে ১,৪৪০ জন খেলোয়াড়৷ অথচ এর আগে ১০ বছর ধরে খেলোয়াড় বিক্রিতে ব্রাজিলই ছিল শীর্ষে৷

কিন্তু কেন? উত্তর খুঁজতে গিয়ে জানা গেল, আর্জেন্টিনায় ক্লাব ও প্রাইভেট স্কুল, এই দুই কর্তৃপক্ষই খেলোয়াড় বিক্রির কাজটি করছে৷ আর ব্রাজিল সহ অন্যান্য দেশ শুধু ক্লাবের বিনিময়েই এই কাজটি করে থাকে৷

লাতিন অ্যামেরিকার এই দুই দেশের ক্লাবগুলোর আয়ের একটা বড় উৎস হলো খেলোয়াড় বিক্রি৷ ঋণ পরিশোধ থেকে শুরু করে লাভের মুখ দেখা, যাবতীয় সবকিছুই করা হয় খেলোয়াড় বিক্রি অর্থ দিয়ে৷

সাধারণত ১৫-১৬ বছরের খেলোয়াড়রাই বিক্রি হয়ে থাকে৷ অর্থাৎ নিজেদের দেশের শীর্ষ পর্যায়ে খেলার আগেই মেধার জোরে তারা চলে যায় ইউরোপে৷ সেখানে গিয়ে প্রথম জুনিয়র পর্যায়, পরে ধীরে ধীরে মূল দলে খেলা শুরু করে৷

আর্জেন্টিনা কিংবা ব্রাজিল, দুটোই উন্নয়নশীল দেশ৷ এবং সেখানে সাধারণত গরিব ঘরের সন্তানেরাই ফুটবল খেলে থাকে৷ ফলে পরিবারের একটা আশা থাকে তাদের সন্তানরা একসময় ইউরোপে পাড়ি জমাবে৷ আর ঘরে আসবে সুখ৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: ফাহমিদা সুলতানা