1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আরবি শিখতে গেলে মাথা খাটবে বেশি বেশি

৫ সেপ্টেম্বর ২০১০

ভাষা শিখতে গেলে মানুষের মস্তিষ্কের যে ব্যবহার হয়, তাতে সবচেয়ে বেশি কঠিন নাকি আরবি ভাষা শেখা৷ ইসরায়েলি বৈজ্ঞানিকরা বিষয়টি আবিষ্কার করেছেন একেবারে সদ্যসদ্য৷

https://p.dw.com/p/P4ZH
আরবি, ভাষা, বিজ্ঞান, বৈজ্ঞানিক, ইসরায়েল, মস্তিষ্ক, আবিষ্কার, মাথা, neuropsychology,Arabian, Language, Science, Scientist,
আরবি ভাষাতেও রয়েছে ডয়েচে ভেলের টিভি চ্যানেলছবি: Montage AP/DW

নিউরোসাইকোলজি৷ শুনতে একটু খটোমটো হলেও ব্যাপারটা তেমন জটিল নয়৷ ব্যাপারটা হল মস্তিষ্কের ব্যবহার৷ বিশেষ করে ভাষা শিক্ষার ক্ষেত্রে৷ তো, ইসরায়েলের হাইফা বিশ্ববিদ্যালয়ের এই নিউরোসাইকোলজি বিভাগের বৈজ্ঞানিকদের একটি বিশেষ গবেষকদল সম্প্রতি আবিষ্কার করেছেন যে ভাষা শেখার জন্য মস্তিষ্কের যে ধরণের ব্যবহার প্রয়োজন, তাতে আরবি ভাষা শেখা যথেষ্ট কঠিন কাজ৷

কেমন কঠিন? বিজ্ঞানীদের জবাব, যখন কেউ নতুন কোন ভাষা আমরা শিখতে চেষ্টা করি, আমাদের মস্তিষ্কের বাঁ এবং ডান এই দুটো দিকেরই ব্যবহার হয় সমান সমান ভাবে৷ কিন্তু আরবি এমনই একটি ভাষা যার চিহ্নগুলিকে চিনতে গেলে মস্তিষ্কের বাঁদিকের অংশের ওপর চাপ পড়ে রীতিমত বেশি৷ তার অন্যতম কারণ হল বাঁদিকের মস্তিষ্কের কাজই হল চিহ্নকে চেনা এবং মনে রাখা৷ আর আরবি ভাষা শিক্ষার্থীকে এত বেশি চিহ্ন চিনতে হয় আর সেগুলোকে মনে রাখতে হয় যে মস্তিষ্কের বাঁদিকের অংশ সেই কাজে রীতিমত ক্লান্ত হয়ে পড়ে৷

ক্লান্ত হয় কেন? তারও জবাব দিয়েছেন এই বিজ্ঞানীদের প্রতিনিধি অধ্যাপক জোহার এভিয়েতার৷ এভিয়েতারের মতে, আরবি ভাষায় রয়েছে অসংখ্য ছোট্ট ছোট্ট বিন্দু বা ডট৷ এইসব ডটের প্রতিটির রয়েছে ভিন্ন ভিন্ন অর্থ এবং ভিন্ন ভিন্ন ব্যবহার৷ মস্তিষ্ক যখন সেগুলোকে শিখতে চায় আর চিনতে চায়, তখন তার পক্ষে সহজে সেসব আয়ত্ত্ব করাটা বেশ কঠিন হয়ে যায়৷ অন্যান্য ভাষার ক্ষেত্রে যেটা হয় না বলেই হাইফা বিশ্ববিদ্যালয়ের নিউরোসাইকোলজি বিভাগের বক্তব্য৷

ব্যাপারটা নিয়ে দীর্ঘ সময় নিরীক্ষার পরেই এই সমাধানে পৌঁছেছেন ইসরায়েলি বিজ্ঞানীরা৷ তাঁরা মোট চল্লিশজনকে নিয়ে বেশ দীর্ঘ সময়ের পরীক্ষা চালিয়েছেন৷ তারপরেই পৌঁছেছেন এই সমাধানে৷

সুতরাং আপনার যদি আরবি শেখার ইচ্ছে থাকে বা যদি ইতিমধ্যেই আপনি আরবি শিখতে শুরু করে থাকেন, সেক্ষেত্রে নিজের গুরুত্বপূর্ণ মস্তিষ্ককে আগেভাগেই সাবধান করে দিন এই বলে, ‘ওহে মাথা, বেশি বেশি খাটনির জন্য প্রস্তুত হও৷'

প্রতিবেদনঃ সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনাঃ অরুণ শঙ্কর চৌধুরী