1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আমি রেসিস্ট নই’ : জর্জ ডাব্লু বুশ

১০ নভেম্বর ২০১০

জর্জ ডাব্লু বুশ – নামটা শুনলে এখনো অনেকে বেশ বিরক্ত হন৷ হোয়াইট হাউস ছাড়ার এত দিন পর প্রাক্তন প্রেসিডেন্ট নিজের আত্মজীবনীতে তাঁর সম্পর্কে অনেক ‘ভুল’ ধারণা ভাঙার চেষ্টা করেছেন৷

https://p.dw.com/p/Q3Ny
জর্জ ডাব্লু বুশ, হোয়াইট হাউস, অ্যামেরিকা, গুয়ান্তানামো, প্রেসিডেন্ট,George W Bush, USA, Republican, President, Racist
নিজের ভুল স্বীকার করে নিজেকে রেসিস্ট নন বলে দাবি করলেন বুশছবি: AP

ইরাক যুদ্ধ, গুয়ান্তানামো কারাগার, আর্থিক ও অর্থনৈতিক সংকট – একাধিক বিষয়ে তাঁর ভূমিকা ও সিদ্ধান্ত নিয়ে বিতর্ক আজও কাটে নি৷ তার উপর পপ তারকার মত উত্তরসূরি বারাক ওবামা ক্ষমতায় আসার পর সেই যে তিনি নীরবে হোয়াইট হাউস ত্যাগ করলেন, তারপর আর প্রায় দেখা নেই৷ মাঝে অবশ্য নতুন দিল্লিতে একবার তাঁকে ভাষণ দিতে দেখা গিয়েছিল৷ এখন পরিস্থিতি বেশ বদলে গেছে৷ ‘মিড টার্ম' নির্বাচনে ওবামা বেশ ধাক্কা খেয়েছেন৷ এমনই এক সময় আবার জর্জ ডাব্লু'র আবির্ভাব ঘটল৷

‘ডিসিশন পয়েন্টস' নামের প্রায় ৫০০ পাতার আত্মজীবনীতে বুশ অতীতের অনেক সিদ্ধান্ত সম্পর্কে মুখ খুলেছেন৷ বইটি পাঠকের হাতে পৌঁছানোর আগেই দেশজুড়ে একের পর এক টেলিভিশন অনুষ্ঠানে ডাক পড়ছে সাবেক প্রেসিডেন্টের৷ ফলে তাঁর নিজের কণ্ঠেই বইয়ের বিষয়বস্তু সম্পর্কে অনেক মন্তব্য শোনা যাচ্ছে৷

ইরাকে গণবিধ্বংসী মারণাস্ত্র পাওয়া যায় নি, সাদ্দাম হুসেনের বিরুদ্ধে এমন অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে৷ বুশ লিখেছেন, এটা জানতে পেরে তিনি নিজেই সবচেয়ে বেশি ক্ষুব্ধ ও বিরক্ত হয়েছিলেন৷ আজও সেই বিতৃষ্ণা দূর হয় নি৷ তবে ক্ষমা চাইতে প্রস্তুত নন তিনি৷ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল ভুলের কারণ খুঁজে বের করা এবং তা দূর করা৷ তবে সাদ্দাম হুসেনকে উৎখাত করায় ইরাক ও গোটা বিশ্বের উপকার হয়েছে বলে এখনো মনে করেন বুশ৷ বন্দিদের উপর অত্যাচারের চরম বিতর্কিত ‘ওয়াটারবোর্ডিং' পদ্ধতি প্রয়োগের অনুমতি দিয়েও কোনো অনুশোচনা নেই তাঁর৷ তাঁর দাবি, এই পদ্ধতি কাজে লাগিয়ে ব্রিটেনে মারাত্মক হামলা প্রতিরোধ করা সম্ভব হয়েছিল৷

আত্মসমালোচনা যে একেবারেই করেন না, তা নয়৷ হারিকেন ক্যাটরিনা সংকটের সময় নিজের ভূমিকা সম্পর্কে একেবারেই সন্তুষ্ট নয় বুশ৷ বাইরে থেকে সমালোচনা সত্ত্বেও নিজের বিশ্বাস অনুযায়ী কাজ করে গেছেন তিনি৷ তবে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন, যখন ব়্যাপ সংগীত তারকা কেন ওয়েস্ট অভিযোগ করে বলেন, বুশ আসলে কৃষ্ণাঙ্গদের নিয়ে মাথা ঘামান না৷ সেই অভিযোগের কথা ভেবে বুশ আজ বলেন, ‘‘আমাকে রেসিস্ট বললো! আমার কাজ সম্পর্কে সমালোচনা করা একটা বিষয়, কিন্তু ‘এই লোকটি রেসিস্ট' – একথা বলা একেবারে অন্য বিষয়৷ আমি এর তীব্র বিরোধিতা করি৷'' প্রেসিডেন্ট হিসেবে কার্যকালে এই মুহূর্তটি বুশের কাছে অত্যন্ত বিষাদ ঠেকেছে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক