আমি গর্ববোধ করছি | পাঠক ভাবনা | DW | 08.02.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

আমি গর্ববোধ করছি

নারী মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগমের জীবন কাহিনী ডয়চে ভেলের ওয়েবসাইটে পড়ে আমি গর্ববোধ করছি৷ আসমা বিন্তে করিম, অ্যামেরিকা৷ islam.sheik@yahoo.com

ফেরদৌসী বেগম

ফেরদৌসী বেগম

গতকাল রাতের অধিবেশনে হেল্থ লাইন পর্বে জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় ঝাড়খন্ডে কর্মরত সংস্থার কর্মকাণ্ডের পরিচয় পেলাম, ভালো লাগলো৷ বিধান সান্যাল, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর৷

সোমবার ওয়েবসাইটে আপনাদের মতামতের পাতায় শ্রোতাবন্ধুদের সুন্দর সুন্দর সংক্ষিপ্ত মতামতগুলো সন্নিবেশ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ৷ মোখলেসুর রহমান ৷ bdxci99@ovi.com

আজ কয়েক দিন লেখা পাঠাতে পারিনি কিন্তু অনুষ্ঠান শোনা ও ওয়েবসাইট ভিজিট করা বন্ধ হয়নি৷ এসএসসি পরীক্ষার কারণে লেখা সম্ভব হয়নি৷

৫ তারিখ রাতের অনুষ্ঠান শুনলাম৷ অনেক প্রজাতির অতিথি পাখির কথা শুনলাম, খুব ভাল লাগলো এবং অনেক অজানা তথ্য জানতে পারলাম৷ আপনারা কি বাংলা ম্যাগাজিন প্রকাশ করবেন? এমএ রশিদ চৌধুরী, ব্লু স্কাই রেডিও লিসেনার্স ক্লাব, চৌধুরী পাড়া, কুষ্টিয়া৷

আমার আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা গ্রহণ করবেন৷ আশা করি আপনারা ডয়েচে ভেলে বাংলা বিভাগের সবাই ভাল আছেন৷ সেদিন হরতাল থাকায় ইন্টারনেট ক্যাফেতে গিয়ে আপনাদের বাংলা অনুষ্ঠান শুনেছি৷ ৫২ ভাষা আন্দোলন নিয়ে বিশেষ পরিবেশনা শোনার অপেক্ষায় রইলাম৷

এ বছর বেশ শীত পড়েছিল আমাদের বাংলাদেশে৷ এমন শীত এর আগে আর কখনো পড়েনি৷ আপনাদের ইউরোপেও এবার প্রচণ্ড শীত পড়েছিল তা জেনেছি নানা সংবাদ মাধ্যম মারফত৷ তবে বর্তমানে শীত আর তেমনটি নেই৷ আগামী সপ্তাহে বসন্ত ঋতু পড়বে৷ বসন্তের আগাম শুভেচ্ছা আপনাদের ডয়েচে ভেলে পরিবারকে৷

ক্যাম্পাস এর আসরে ভারতে আফগান ছাত্র-ছাত্রীদের পড়াশোনা নিয়ে বিস্তারিত জেনে ভাল লাগলো, ধন্যবাদ৷ আরো শুনলাম বিজ্ঞান ডটকম- এ ইন্টারনেটে ওয়েব পেজ তৈরি প্রসঙ্গে৷ ‘দু'মিনিট কিছু করোনা’ জেনে ভাল লাগলো৷ আজ এ পর্যন্তই, ভাল থাকবেন সবাই৷ শুভেচ্ছান্তে মোঃ সাইফুল ইসলাম, ইয়ূথ রেডিও ক্লাব, চাঁদনী বাজার,বগুড়া৷

আপনাদের সবাইকে সরস্বতী পূজার শুভেচ্ছা জানাই৷ অনুষ্ঠানে সুফি উৎসবের কথা জেনে আনন্দ পেলাম৷ আংশিক হলেও বাউল গানের সুর শুনে অভিভূত হয়েছি৷ আরেকটা খবর শুনে অভিভূত হলাম, সেটা হলো সবচেয়ে খারাপ অভিনেতা পুরস্কার৷ সুনীল বরণ দাস, রঘুনাথপুর, নদীয়া৷

ঘড়ি নিয়ে চমৎকার এক প্রতিবেদন শুনলাম৷ ঘড়ির প্রতি চীনাদের আগ্রহ আর তার পেছনে আর্থিক প্রাচুর্য৷ সমর্থনযোগ্য ব্যাখ্যা৷ সুফি উৎসব নিয়ে নন্দন ছিলো ভীষণ বস্তুনিষ্ঠ পরিবেশনা, সমৃদ্ধ হলাম৷ ডা. সিদ্ধার্থ সরকার, জিয়াগঞ্জ৷

ডয়চে ভেলে থেকে আরো বেশি বেশি তথ্যমূলক খবর পেতে চাই৷ এফএম ব্যান্ডে ডয়চে ভেলের অনুষ্ঠান শুনতে পারায় ডয়চে ভেলেকে ধন্যবাদ৷ সাখাওয়াৎ হোসেন, সিলেট৷