1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আমি আশাবাদী, সতর্কভাবে আশাবাদী: ওবামা

২ সেপ্টেম্বর ২০১০

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় আবার সরাসরি আলোচনায় অংশ নিচ্ছেন ইসরায়েল এবং ফিলিস্তিনি নেতারা৷ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শান্তি প্রতিষ্ঠার এই সুযোগকে কাজে লাগাতে মধ্যপ্রাচ্যের শীর্ষ নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন৷

https://p.dw.com/p/P2Dj
মার্কিন মধ্যস্থতায় শান্তি আলোচনাছবি: picture-alliance/dpa

বৃহস্পতিবার শুরু আলোচনা

মার্কিন মধ্যস্থতায় মধ্যপ্রাচ্য বিষয়ে সরাসরি শান্তি আলোচনা বৃহস্পতিবার শুরু হচ্ছে৷ ইতিমধ্যেই এই বিষয়ে মন্তব্য করেছেন একাধিক শীর্ষ নেতা৷ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার হোয়াইট হাউসে ইসরায়েল এবং ফিলিস্তিনি নেতাদের বলেছেন, শান্তি প্রতিষ্ঠার এই সুযোগ হাতছাড়া করা উচিত হবে না৷ তিনি বলেন, এই ধরণের সুযোগ হয়তো অদূর ভবিষ্যতে আর পাওয়া যাবে না৷ বুধবার ওবামা আলাদা আলাদাভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেন৷ বৈঠক শেষে ওবামা বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে আমি আশাবাদী, সতর্কভাবে আশাবাদী৷

Collage Barack Obama, Benjamin Netanjahu und Mahmud Abbas
এবার কী শান্তি আসবে?ছবি: AP/DW

দীর্ঘ মেয়াদী শান্তি চান নেতানিয়াহু

নেতানিয়াহু মাহমুদ আব্বাসকে তাঁর ‘শান্তির সহযোগী' হিসেবে আখ্যা দিয়েছেন৷ একইসঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ‘ঐতিহাসিক সমঝোতায়' পৌঁছাতে আব্বাসের সহযোগিতা কামনা করেছেন নেতানিয়াহু৷ তিনি বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে দীর্ঘ মেয়াদী এবং নিরাপদ শান্তি প্রতিষ্ঠা৷

সমঝোতা সম্ভব: আব্বাস

মাহমুদ আব্বাস বুধবার জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে এক বছরের মধ্যেই সমঝোতা সম্ভব৷ তবে তিনি ইসরায়েলকে পশ্চিম তীরে সকল প্রকার বসতি নির্মাণ বন্ধ রাখার আহ্বান জানান৷ আব্বাস বলেন, সময় এসেছে শান্তি প্রতিষ্ঠার, ইসরায়েলের দখলদারিত্ব বন্ধের এবং পৃথক ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার৷

শান্তি প্রতিষ্ঠা কী অনেকটাই সন্নিকটে?

এখনই এমনটা বলা মুশকিল৷ কেননা, ইসরায়েল এবং ফিলিস্তিনি নেতারা শান্তির কথা বললেও এক জায়গায় অনড় অবস্থানে তাঁরা৷ ফিলিস্তিন চায় পশ্চিম তীরে ইসরায়েল সব ধরণের বসতি নির্মাণ বন্ধ করতে, কিন্তু ২৬ সেপ্টেম্বরের পর ইসরায়েল বসতি নির্মাণ বন্ধ রাখার কোন প্রতিশ্রুতি এখনো দেয়নি৷ তাই, যদি ইসরায়েল আবারো বসতি নির্মাণ শুরু করে, তাহলে এই শান্তি আলোচনা ভেস্তে যাবার আশঙ্কা ব্যাপক৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: ফাহমিদা সুলতানা