1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আমি আবার আসব: মেসি

৫ জুলাই ২০১০

চট্টগ্রামে জামায়াত-শিবির চোরাগোপ্তা হামলা চালাচ্ছে বলে অভিযোগ৷ ঢাকার জাতীয় জাদুঘরের দুর্লভ ২৬টি পদক-মুর্তি চুরি হয়েছে৷ রয়েছে আর্জেন্টিনার পরাজয় নিয়ে নানা বিশ্লেষণ৷ সঙ্গে চাল নিয়ে কারসাজির খবর৷

https://p.dw.com/p/OAde
messi, argentina, dhaka, maradona, বিশ্বকাপ
মেসিছবি: AP

শিবিরের চোরাগোপ্তা হামলা

‘‘চট্টগ্রামে জামায়াত-শিবিরের চোরাগোপ্তা হামলা-ভাঙচুর'' - দৈনিক প্রথম আলো দিচ্ছে এই খবর৷ পত্রিকাটির কথায়, জামায়াতের শীর্ষ তিন নেতার মুক্তির দাবিতে রবিবার চট্টগ্রামে হঠাৎই বিক্ষোভ মিছিল এবং ভাঙচুর করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা৷ এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয় কমপক্ষে ২০ জন৷

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে আরেক খবর৷ শিরোনাম, ‘‘জাতীয় জাদুঘরের দুর্লভ ২৬টি পদক-মুদ্রা চুরি''৷ জাতীয় জাদুঘর থেকে এসব জিনিস চুরি হয়েছে৷ কিন্তু তা সত্ত্বেও এগুলো হারিয়ে গেছে বলে চালানোর চেষ্টা করা হচ্ছে৷ থানায়ও নাকি সেভাবেই জিডি করে হয়েছে৷

আমি আবার আসব

‘‘কান্নায় ভেজা, লজ্জায় নত মেসি বললেন, আমি আবার আসব''৷ দৈনিক কালেরকন্ঠের শিরোনাম এটাই৷ বিশ্বকাপে জার্মানির কাছে পরাজয়ের পর এটাই ছিল মেসির মন্তব্য৷ কালেরকন্ঠ এই প্রতিবেদনে মূলত মেসি এবং মারাদোনার দিকেই আলোকপাত করেছে৷ এছাড়া দৈনিক ইত্তেফাকের শিরোনাম, ‘‘অঘটনের বিশ্বকাপ''৷ পত্রিকাটির কথায়, বিশ্ব ফুটবলের বড় দুই শক্তি ব্রাজিল এবং আর্জেন্টিনা বাদ পড়ায়, বিশ্বকাপের জৌলুস অনেকটাই কমে গেছে৷

তবে, বিশ্বকাপ নিয়ে শুধু পত্রিকা নয় বরং বিভিন্ন ব্লগ সাইট এবং ফেসবুক-টুইটারও সরগরম৷ ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকরা একে অপরকে বিভিন্নভাবে খোঁচানোর চেষ্টা এখনো অব্যাহত রেখেছে৷ সঙ্গে অবশ্য জার্মান দলের নতুন নতুন ভক্তেরও সন্ধান পাওয়া যাচ্ছে এসব সাইটে৷

চাল নিয়ে কারসাজি

দৈনিক সমকাল দিয়েছে এই খবর৷ সরকার চালের সংগ্রহমূল্য বাড়িয়ে দেওয়ায় ব্যবসায়ীরা কারসাজির মাধ্যমে খুচরা বাজারে চালের দামও বাড়িয়ে দিয়েছে৷ এসংক্রান্ত সরকারি ঘোষণাটি নিয়ে বিভ্রান্তি রয়েছে বলেও জানিয়েছে সমকাল৷

নির্মম হত্যাকান্ড

দৈনিক সমকালেরই আরেকটি খবর চোখে পড়েছে৷ শিরোনাম, ‘‘আরেকটি নির্মম হত্যাকান্ড''৷ ঢাকায় এক গার্মেন্টস কর্মীকে হত্যা করা হয়েছে৷ তবে, ঠিক কি কারণে এই হত্যাকান্ড তা এখনো জানা যায়নি৷ বিষয়টির তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়