আমাদের স্কুল | পাঠক ভাবনা | DW | 06.10.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

আমাদের স্কুল

আজকের এই প্রজন্ম পর্বে ব্লগার আলী মাহমেদ শুভ আমাকে একটি প্রশ্নের সামনে দাঁড় করালো৷ সমাজের উপেক্ষিত শিশুদের নিয়ে ‘আমাদের স্কুল’ গড়া নিয়ে ...

তাঁর স্বপ্নের কথা জানিয়ে৷ আমাদের মত শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা কি শুভর এই উদ্যোগে আন্তরিক সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেনা? তপন কুমার ব্যানার্জী, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, ভারত৷

দিল্লিতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস নিয়ে নিয়মিত প্রতিবেদন পাচ্ছি ডয়চে ভেলের রেডিওতে এবং ওয়েবসাইটের পাতায়-যা খুব ভালো লাগছে৷ ভাইরাস নিয়ে তথ্যবহুল প্রতিবেদনটি ভালো লেগেছে৷ কৃষ্ণপদ বাইন, জলিরপাড়, গোপালগঞ্জ, বাংলাদেশ৷

সকালের অনুষ্ঠানে আলী মাহমেদ শুভর রিপোর্ট আমার কাছে খুব ভালো লেগেছে৷ আমি তাঁকে এবং ডয়চে ভেলেকে আন্তরিক ধন্যবাদ জানাই৷ আইভী, গজঘন্টা, রংপুর, বাংলাদেশ৷

পুরনো শ্রোতা প্রথম ই-মেইল৷ আমি আজকে সকালের অধিবেশন শুনে ওয়েবসাইট দেখলাম৷ ওয়েবসাইটটি নানারকম তথ্যে ভরপুর যা দেখে আমি খুবই আনন্দিত হয়েছি৷ আমি ডয়চে ভেলেকে অনেক অনেক ভালোবাসি৷ মোঃ আবদুস সালাম সৌরভ, বাংলাদেশ৷

ডয়চে ভেলের প্রতিদিনের তথ্যবহুল বিশ্বসংবাদের জন্যই রেডিও শুনে যাচ্ছি, শুনে যাবো৷ এমএইচ রনি, শম্ভুপুর, ভোলা, বাংলাদেশ৷

সুপ্রিয় বন্ধুরা, গতকাল রাতের অধিবেশনে বাংলাদেশের রাজবাড়িতে গঙ্গা ব্যারেজ নির্মাণ নিয়ে রিপোর্ট,অযোধ্যায় বাবরি মসজিদ মামলা,ইউরোপে সন্ত্রাসী হামলার আশংকা,পদার্থ বিজ্ঞানে বৃটিশ/রাশিয়ান বিজ্ঞানীর যৌথ নোবেল পুরস্কার প্রাপ্তি এবং ফিচার পর্ব হেল্থলাইনে ভাইরাস আর ক্যাম্পাসে সাবেক পূর্ব জার্মানির পটসডাম বিশ্ববিদ্যালয়ের ওপর প্রতিবেদনটি শুনে আমরা ভীষণ খুশি হয়েছি৷ মোখলেসুর রহমান, কুষ্টিয়া, বাংলাদেশ৷

আমি নিয়মিত ডয়চে ভেলের ওয়েবসাইট ভিজিট করি কারণ আমার মনে হয় ডয়চে ভেলে তরতাজা এবং সর্বশেষ তথ্য জানার চাবিকাঠি৷ ভারতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস সম্পর্কে নানা তথ্য আমার ভালো লাগছে৷ নতুন মডেলের মোবাইল ফোন, আইপড এবং নানা নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পারি এই ওয়েবসাইট থেকে৷ রিয়াজ আহমেদ খান, রওশনপুরা, শেখুপুরা, পাকিস্তান৷

ডয়চে ভেলের ফিচারগুলোর সময় এতো কম, যে শুরু না হতেই শেষ হয়ে যায় কেন? এমএ বারিক, শীবগঞ্জ, বগুড়া, বাংলাদেশ৷