1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আমাদের চাঁদ ছোট হয়ে চলেছে!

২২ আগস্ট ২০১০

মস্করা নয়, চাঁদ সত্যি ছোট হয়ে যাচ্ছে৷ মার্কিন মহাকাশ সংস্থা নাসা'র বিজ্ঞানীরা মাপজোক করে এই চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছেন৷

https://p.dw.com/p/Otdo
চাঁদের আকারে কোনো পার্থক্য চোখে পড়ছে কি?ছবি: AP

চাঁদের আয়তনের এই পরিবর্তন আচমকা ঘটছে না – বহুকাল ধরেই নাকি ঘটে চলেছে৷ তবে সম্প্রতি যেন এই পরিবর্তনের গতি কিছুটা বেড়ে গেছে৷ আসলে জন্মের পর থেকে চাঁদের তাপমাত্রা কমে চলেছে৷ শীতে চাঁদ কুঁকড়ে যাচ্ছে৷ প্রথমে বিজ্ঞানীরা মনে করতেন, যে চাঁদের ভূ-তাত্ত্বিক কার্যকলাপ বহুকাল আগেই বন্ধ হয়ে গেছে৷ কোটি কোটি বছর আগে যা হয়েছিল, তার পর নতুন করে আর কিছু ঘটছে না৷ কিন্তু বাস্তবে চাঁদ আজও সক্রিয় রয়েছে৷

নাসার ‘লুনার রিকনোসেন্স অর্বিটার' এই মুহূর্তে চাঁদের মানচিত্র তৈরি করছে৷ সেই ছবি থেকে দেখা যাচ্ছে, যে চাঁদের বুকে নতুন করে কিছু টিলা জেগে উঠছে৷ কয়েক মিটার উঁচু এই সব টিলা কয়েক জায়গায় এমনকি কয়েক কিলোমিটার চওড়া৷ মাটির তলা থেকে চাপের ফলেই এদের জন্ম হচ্ছে৷ এর মধ্যে সবচেয়ে বড় টিলার উচ্চতা ৯১ মিটার৷ মানুষ যখন থেকে চাঁদে যান পাঠানো শুরু করেছে, তখন থেকেই এই ধরণের টিলার অস্তিত্ব জানা ছিলো বটে৷ কিন্তু ইদানিং অনেক অজানা টিলার সন্ধান পাওয়া গেছে৷

Moon Rover
চন্দ্র অভিযানের সূচনার সময় থেকে তোলা ছবির তুলনা করে পার্থক্য বোঝার চেষ্টা চলছেছবি: NASA

প্রশ্ন উঠতে পারে, এদের বয়স কীভাবে জানা যেতে পারে? চাঁদের বুকে প্রায় সর্বত্র উল্কাপাতের চিহ্ন দেখা যায়৷ অথচ বেশ কয়েকটি টিলা সেই সব চিহ্নের কিছুটা উপরেই তৈরি হয়েছে৷ অর্থাৎ উল্কাপাতের পর টিলা সৃষ্টি হয়েছে৷ সাধারণত উল্কাপাতের চিহ্ন বেশিকাল অক্ষত থাকে না৷ ফলে বোঝা যাচ্ছে, টিলা বেশ দ্রুত তৈরি হয়েছে৷

তবে চিন্তার কারণ নেই – কয়েকদিন পর চাঁদ মোটেই লোপ পাবে না৷ এই প্রক্রিয়া এতই সূক্ষ্ম, যে কোটি কোটি বছর পর আয়তন কয়েক মিটার কমতে পারে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই