আমাদের কথা | পাঠক ভাবনা | DW | 04.02.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

আমাদের কথা

আমাদের অনুষ্ঠান ও ওয়েবসাইট নিয়ে আমরা প্রতিদিন অনেক শ্রোতা ও পাঠকের মতামত পাই৷ এবার তাদের মতামতের নিয়মিত জবাব আপনারা পাবেন এখানে...

আমি নিউজলেটারের গ্রাহক হতে চাই, কত টাকা কোন ঠিকানায় পাঠাবো জানাবেন আশা মোঃ রাসেল শিকদার৷ শ্রীনাথদী, কেন্দুয়া, মাদারীপুর৷

নিউজলেটার পেতে চাইলে আমাদের ওয়েবসাইটে প্রথম পাতার ডানদিকে ‘Newsletter’ -এ ক্লিক করুন৷ সেখানে যে ফর্মটি রয়েছে সেটা পূরণ করলেই আপনি নিয়মিত নিউজ লেটার পেতে থাকবেন৷ নিউজ লেটারের জন্য কোন চাঁদার প্রয়োজন হয়না৷ ফর্ম পূরণ করার নিয়মাবলী সেখানে দেওয়া আছে৷

আমি আগে নিয়মিত ডয়চে ভেলে থেকে পাঠানো টিউন ইন Tune in ম্যাগাজিন পেতাম, সেটা কি এখন বন্ধ করে দিয়েছেন ? মোল্লা আনোয়ারুল হক

উত্তর: বহু আগেই এই পত্রিকা বন্ধ হয়ে গেছে৷ তবে এখন রয়েছে নিউজ লেটার৷ আপনি কি এই পত্রিকার গ্রাহক হয়েছেন ? না হয়ে থাকলে আমাদের ওয়েবসাইটের নিউজ লেটার-এ ক্লিক করলেই বিস্তারিত জানতে পারবেন৷

মোঃ আছলাম হোসেন, ব্লু স্কাই রেডিও লিসনার্স ক্লাব৷ চৌধুরী পাড়া, আজমপুর, মিরপুর, কুষ্টিয়া, বাংলাদেশ থেকে লিখেছেন,

‘ছবি খুঁজুন, পুরস্কার জিতুন’ কুইজে বিজয়ী হওয়ার সুবাদে আমার ঠিকানায় প্রেরিত সুদৃশ্যমান ব্যাগটি পেয়েছি৷ ব্যাগটি নেওয়ার জন্য আমাকে ১৭২ টাকা ডাকমাসুল দিতে হয়েছে৷ কুইজে উল্লেখ রয়েছে কাধে ঝোলানো ব্যাগ দেওয়া হবে৷ ৩ দিনের পুরস্কারের অবস্থা যদি এই হয় তাহলে ১ দিনের কি অবস্থা৷ নিজের ঘরের কথা নাকি পরকে বলতে হয়না,কিন্তু বলতেই হচ্ছে, ডয়চে ভেলের বাংলা বিভাগের পুরস্কার যে নিম্নমানের - তা যত দিন যাচ্ছে তত পরিস্কার হয়ে যাচ্ছে আমাদের সামনে৷ এখন প্রশ্ন হচ্ছে, বাংলা বিভাগের পুরস্কারের মান কেন এমন? আমরা বাঙালিরা কি চিরকাল অবহেলিত থাকবো? না কি ডয়চে ভেলে বাংলা বিভাগ দায় এড়ানোর জন্য এমন পুরস্কারের ব্যবস্থা করেছে৷ দয়া করে শ্রোতাদের সাথে কোন প্রকার ছলনা না করাই শ্রেয়৷ মোঃ আছলাম হোসেন, ব্লু স্কাই রেডিও লিসনার্স ক্লাব৷ চৌধুরী পাড়া৷ আজমপুর, মিরপুর, কুষ্টিয়া, বাংলাদেশ৷

উত্তর-জার্মানির আন্তর্জাতিক বেতার কেন্দ্র ডয়চে ভেলে তাঁর ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য চালু করলো বিশেষ ইন্টারনেট কুইজ 'ছবি খুঁজুন, পুরস্কার জিতুন'৷ সপ্তাহে পাঁচ বার পাঁচজন বিজয়ী পাবেন সারপ্রাইজ গিফট (হতে পারে পিঠে বহনযোগ্য ব্যাগ, হাত ঘড়ি, রাইটিং প্যাড, টি শার্ট কিংবা বেইজ বল ক্যাপ)৷

লক্ষ্য করে দেখবেন ভাই আছলাম, ঠিক এই কথাটিই লেখা আছে কুইজ প্রতিযোগিতায়৷ সারপ্রাইজ গিফট এবং হতে পারে পিঠে বহনযোগ্য ব্যাগ৷ তার অর্থ -এই প্রতিযোগিতায় পুরস্কারের ব্যাপারটি পুরোপুরি সারপ্রাইজ৷ ভুল বোঝার কোন সুযোগ নেই আর একটু ভালো করে পড়লেই বুঝতে পারবেন যে অভিমানেরও কোন কারণ নেই৷ আপনি নিয়মিত অংশগ্রহণ করলে হয়তো কখনো পেয়েও যেতে পারেন আপনার পছন্দের পুরস্কার!

মোঃ আমিনুল এহসান, কারমাইকেল কলেজ, রংপুর, বাংলাদেশথেকে লিখেছেন, আমি জুন মাসের ধাঁধায় অংশগ্রহণ করে রেডিও পুরস্কার বিজয়ী হই৷ আমি দীর্ঘদিন অসুস্থ হয়ে হাসপাতালে ছিলাম৷ সুস্থ হওয়ার পর শুনলাম আমার পুরস্কার রেডিও পাঠানো হয়েছিলো৷ আমি না থাকায় রেডিও অনেকদিন এখানে থাকার পর আবার জার্মানিতে ফেরত পাঠানো হয়েছে৷ তাই আবারো আগের ঠিকানায় ডয়চে ভেলেকে রেডিও পাঠানোর অনুরোধ করছি৷

উত্তর - আমাদের কাছে রেডিও ফেরত আসেনি৷ আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, দ্বিতীয়বার রেডিও পাঠানো সম্ভব নয়৷

আপনারা সব সময় বলে থাকেন যে, আমরা শ্রোতাদের কাছ থেকে সমালোচনামূলক চিঠি চাই, কিন্তু আমি বারবার এ ধরনের চিঠি দিয়েও তার কোন উত্তর পাই না, কেন? আর হ্যাঁ, আমরা নিয়মিতভাবে মতামত পাঠাই৷ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে, মাঝে মাঝে আমাদের লেখাগুলো প্রকাশ করা হয় না কেন?

প্রশ্ন করেছেন, মোঃ ওবায়দুল্লাহ পিন্টু, রেইনবো শ্রোতা সংঘ আমলা, মিরপুর, কুষ্টিয়া, বাংলাদেশ থেকে৷

উত্তর: প্রায় প্রতিটি ইমেইল আমাদের ওয়েবসাইটে আপনাদের মতামত পাতায় তুলে দেওয়া হয়, মাঝে মাঝে তো বাদ যেতেই পারে, তাইনা?

আমার একটি প্রশ্ন,

আচ্ছা আপনাদের তালিকাভুক্ত শ্রোতা না হলে কি কুইজ এর উত্তর দিলে তাকে বিজয়ী ঘোষণা করা হয় না? কুইজ কি শুধু তালিকাভুক্ত শ্রোতার জন্য ? নতুন শ্রোতা কি কুইজ এর উত্তর দিতে পারবে? আর যদি বিজয়ী হয় তাহলে কি তাকে পুরস্কার দেওয়া হয়? মোঃ সালেহ যাকের, পেকের থাল,গোয়াইন ঘাট, সিলেট, বাংলাদেশ৷

উত্তরঃ ধাঁধা প্রতিযোগতায় নতুনবন্ধু পুরনো বন্ধু যে কেউ অংশগ্রহণ করতে পারেন আর তার জন্য তালিকাভুক্ত শ্রোতা হওয়ার কোন প্রয়োজন হয়না৷ আর ধাঁধা প্রতিযোগিতায় বিজয়ী নির্ধারণ করা হয় লটারির মাধ্যমে৷ বিজয়ী বন্ধুদের পুরস্কার পাঠানো হয় রেজিষ্ট্রিডাকে৷

আপনাদের অনুরোধে ওয়েবসাইটের বিশেষ ধাঁধার উত্তর ২৭৭৭ এই এসএমএস নম্বরে পাঠালে সেটা আবার ফেরত আসছে, কারণ কি ?

এই প্রশ্ন করেছেন, ভয়েসমেইল, টেলিফোন, এসএমএস ও ফেসবুকে - শ্রোতাবন্ধু অমিত কুমার বসু, তালা, সাতক্ষীরা থেকে, আবু সাঈদ , বাগমারা, রাজশাহী , আবদুল কুদ্দুস মাষ্টার, কুড়িগ্রাম এবং শ্রোতাবন্ধু মোখলেসুর রহমান, খাদিমপুর কুষ্টিয়া থেকে৷

উত্তর: সংশ্লিষ্ট বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে প্রথমদিকে এ ব্যাপারে সমস্যা ছিলো বটে তবে এখন সে সমস্যার সমাধান হয়ে গেছে৷ আপনারা আবার ২৭৭৭ এ এসএমএস পাঠাতে পারেন৷

একটি বিষয় জানতে চাই, শর্টওয়েভে সম্প্রচার বন্ধ হবার সাথে সাথেই কি ক্লাব কর্মকান্ডের পুরস্কার প্রদান বন্ধ হয়ে যাবে? মোখলেসুর রহমান, কুষ্টিয়া, বাংলাদেশ৷

উত্তর - অবশ্যই না ৷ ক্লাব কর্মকান্ডের মূল্যায়ন আগের মতোই করা হবে৷

রকিবুল, তানোর, কৃষ্ণনগর থেকে আমি একজন নতুন শ্রোতা৷ আমি জানতে চাইছি কখন ধাঁধা বিজয়ীদের নাম বলা হয় ?

উত্তরঃ আগামী রোববার ২৪অক্টোবর সকালের ইনবক্স-এ, মে মাসের ধাঁধা এবং রাতের ইনবক্স –এ, বিশ্বকাপ ফুটবল উপলক্ষে অনুষ্ঠিত জুন মাসের বিশেষ ধাঁধার ফলাফল জানানো হবে৷

আপনারা ওয়েবসাইটে যে ধাঁধা দিয়েছেন তার সঠিক জবাব পাঠানোর জন্য এসএমএস নম্বর দিয়েছেন ২৭৭৭৷ এই নম্বরে এসএমএস পাঠালে তা আবার ফেরত আসছে, এর কারণ কি জানাবেন৷ অমিত কুমার বসু, ঘোষনগর, তালা, সাতক্ষীরা, বাংলাদেশ৷

উত্তরঃ একটু সমস্যা ছিলো তবে এখন সমাধান হয়ে গেছে ৷ আপনারা আবার ২৭৭৭ এ বিশেষ ধাঁধার উত্তর পাঠাতে পারেন৷

মোখলেসুর রহমান, বহলবাড়িয়া, কুষ্টিয়া এবং মো: গোলাম রসুল ,হরিপুর, খড়িখালী ঝিনাইদহ৷

প্রশ্নঃ সংলাপ নিয়মিত আপডেট করা হচ্ছে না কেন ?

উত্তরঃ নিয়মিত প্রশ্ন এলেই উত্তর দেওয়া হবে, আপডেট করা হবে৷

চিন্ময় রায়, পদমপুর, বীরভূম৷

প্রশ্নঃ ফেসবুক সম্পর্কে জানতে চাই এবং এর মাধ্যমে যোগাযোগ করতে আগ্রহী৷

উত্তরঃ খুবই সহজ , প্রথমেই ফেসবুকে আপনার একাউন্ট খুলে নিন, তারপর ক্লিক করুন আমাদের ওয়েবসাইটে ডানদিকের ফেসবুকে ৷ ঠিকানা তো জানেনই dw world.de/bengali৷ সেখানে নিজের নাম সাইনআপ করে ঢুকে পড়ুন আমাদের ফেসবুক পাতায় ৷ সেখানে নানা তথ্য তো পাবেনই, তাছাড়াও সরাসরি আমাদের সাথে আপনাদের আলোচনা হতে পারে৷ এরই মধ্যে কিন্তু আমাদের অনেক ফেসবুক বন্ধু হয়ে গেছে৷

মোঃ হারুন অর রশীদ, কালীগঞ্জ , গাজীপুর, বাংলাদেশ ৷

প্রশ্নঃ বিশেষ ধাঁধাঁর উত্তর পাঠাতে কি শুধু শহরের নাম লিখে এসএমএস করলেই চলবে ?

উত্তরঃ বিশেষ ধাঁধা এবং শহরের নাম, এই ধাঁধার উত্তরই যথেষ্ট৷ তবে নিজের নাম ঠিকানা অবশ্যই লিখবেন৷ কারণ লটারীতে বিজয়ী হলে পুরস্কার পাঠাতে কিন্তু সঠিক ঠিকানা লাগবে৷

প্রদ্যোত কুমার বারিক, নওগাঁ, বাংলাদেশ৷

প্রশ্ন: ধাঁধার ফলাফল কখন জানানো হয়?

উত্তর: ধাঁধা প্রতিযোগিতা হয়ে যাবার কয়েক সপ্তাহ পর ফলাফল জানানোর চেষ্টা করা হয়ে থাকে৷ সেভাবে দিন-তারিখ ঠিক করা নেই, নিয়মিত অনুষ্ঠান শুনলেই তা বুঝতে পারবেন৷ ডাকে আসা উত্তরপত্রের জন্য বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের অপেক্ষা করতে হয়৷

সিদ্ধার্থ ভট্টাচার্য্য, বেলদা, নবোদয় পল্লী, ভারত৷

প্রশ্ন: অনুষ্ঠানসূচি কবে পাঠাবেন ?

উত্তর: আমাদের ওয়েবসাইটে ঢুকে বাঁ দিকে অনুষ্ঠান সূচি লেখাতে ক্লিক করলেই পেয়ে যাবেন আমাদের বর্তমান অনুষ্ঠান কাঠামো৷ প্রয়োজনে ডাউনলোড করে নিতে পারেন৷

মোখলেসুর রহমান, খাদিমপুর, কুষ্টিয়া, বাংলাদেশ৷

প্রশ্ন: বাংলা বিভাগের প্রাক্তন প্রধান ডোরিস গোয়েটিং এবং ব্যার্নড ভেগমায়ার এখন কোথায় আছেন?

উত্তর: দুজনই ডয়চে ভেলে থেকে অবসর গ্রহণ করেছেন৷

রওনক, রাজশাহী, বাংলাদেশ৷

প্রশ্ন: আমি ভয়েস মেলের মাধ্যমে মতামত জানাতে চাই, আমার সাথে আপনারা যোগাযোগ করবেন৷

উত্তর: নিজেদের কণ্ঠে মতামত জানাতে আমাদের শ্রোতাবন্ধুরাই আমাদের ভয়েসমেল নম্বরে (+49.228.429-164158) ফোন করে তাঁদের মতামত জানিয়ে রাখেন৷ সময় সুযোগ মতো তা অনুষ্ঠানে বাজিয়ে শোনানো হয়৷

খাদিমপুর, কুষ্টিয়ার শ্রোতাবন্ধু মোখলেসুর রহমানের প্রশ্নের উত্তর: বাংলা বিভাগের কর্মীদের নতুন গ্রুপ ছবি রয়েছে, আপনাদের মতামতের পাতায় একেবারে ডানদিকে ওপরে৷ আপনি যাঁদের নাম উল্লেখ করেছেন তাঁদের সবাইকে দেখা যাবে এই ছবিতে৷

অনেক শ্রোতাবন্ধু আমাদের কাছে এসএমএস পাঠিয়ে উত্তর আশা করেন আমাদের কাছ এসএমএস এ৷ শ্রোতাবন্ধুদের পাঠানো এসএমএস আমরা কম্পিউটারের মাধ্যমে পেয়ে থাকি৷ আমরা চেষ্টা করি, আমাদের অনুষ্ঠানের মাধ্যমে সেসব এসএমএস-এর উত্তর দিতে৷ সময়ের স্বল্পতার কারণে স্বাভাবিকভাবেই সব এসএমএস-এর উত্তর দেয়া সম্ভব নয় অনুষ্ঠানে৷ এখন থেকে এই পাতায় কিছু এসএমএস-এর উত্তর বা প্রাপ্তি স্বীকার করার চেষ্টা করা হবে৷

সবার কাছে অনুরোধ এসএমএস পাঠানোর সময় অবশ্যই লক্ষ্য রাখবেন, নিজের নাম ও পুরো ঠিকানা লেখার কথা৷

আবু সাঈদ মোঃ নাজমুল হায়দার৷ সাহাদাত হোসেন৷ কেএম সাইফুর রহমান৷ আহসান হাবীব আকন্দ৷ ফকরুল ইসলাম মজুমদার৷ খায়রুল রোহান – আপনারা সবাই জার্মানিতে উচ্চ শিক্ষার জন্য আসতে আগ্রহী লিখেছেন৷

আপনাদের অনুরোধ করবো, studyingermany.de – এই ওয়েবসাইটে ক্লিক করলেই জার্মানিতে পড়াশোনা বিষয়ে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন৷ যে যে বিষয়ে পড়তে আগ্রহী তার জন্য নির্ধারিত বিশ্ববিদ্যালয় বেছে নিয়ে সেখানে ইংরেজিতে ই-মেল করতে পারেন৷