1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আমাদেরই দোষ,’ বলেছেন সাঙ্গাকারা

১৪ মে ২০১০

ইংল্যান্ডের কাছে সাত উইকেটে হেরে বিদায় নিল শ্রীলঙ্কা৷ তাই এই আত্মধিক্কার৷ ওদিকে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তী সুনীল গাভাস্কার ভারতের দুর্দ্দশার জন্য আইপিএল'এর মোচ্ছবকে দায়ী করতে গররাজি৷

https://p.dw.com/p/NNdt
মহেন্দ্র সিং ধোনির কথা মানতে নারাজ গাভাস্কারছবি: AP

বৃহস্পতিবারের ঘটনা৷ শ্রীলঙ্কা প্রথম পাঁচ ওভারে তিনটি উইকেট হারায়৷ টোটাল আটকে থাকে ছয় উইকেটে ১২৮ রানে৷ এর পর জেতার আশা আশা নয়, আকাশকুসুম৷ ইংল্যান্ডের কেভিন পিটারসন আবার সন্তানের জন্মের পর সোজা লন্ডন থেকে ফিরে জেট ল্যাগের কোনো লক্ষণই দেখাননি: ৪২ নট আউট৷ হাতে সাত উইকেট রেখে ইংল্যান্ডের জয়৷

সাঙ্গাকারা এখন বলছেন, ‘‘যদি আমরা প্রথম ছ'ওভারে উইকেট না হারিয়ে ৪০ রান করতাম...,'' ইত্যাদি৷ নিজেও মাত্র ১৬ রান করেছেন৷ বলতে কি, এ্যাঞ্জেলো ম্যাথুস ছাড়া কেউই ১৬-র বেশী করতে পারেননি৷ করবেন কি করে? ইংল্যান্ডের সীমারদের ধীরগতির, গোলালো বাউন্সারগুলোর রহস্যই ভেদ করতে পারেনি শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা৷

Kumar Sangakkara
আত্মধিক্কার করছেন সাঙ্গাকারাছবি: AP

ভারতের প্রাক্তন ক্যাপ্টেন সুনীল গাভাস্কারও শুনেছেন, বর্তমান স্কিপার মহেন্দ্র সিং ধোনি কীভাবে আইপিএল'এর আফটার-ম্যাচ পার্টিগুলিকেই দায়ী করেছেন ভারতের অতি দুর্বল পারফর্মেন্সের জন্য৷ কিন্তু ‘সানি' সেটা মানতে রাজি নন৷ তাঁর যুক্তি: ওয়েস্ট ইন্ডিজ'এ তো কোনো পার্টি ছিল না৷ তা'হলে ভারতে পার্টি করার জন্য দল ক্যারিবিয়ানে খারাপ খেলে কীভাবে? গাভাস্কারের কাছে আইপিএল'এর ছয় সপ্তাহ ক্রিকেট কোনো বাড়তি চাপ নয়, বরং ম্যাচ প্র্যাকটিস৷ তা'হলে তো ইংল্যান্ড, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, সব দলেরই খারাপ ফলাফল করা উচিত ছিল - বলেছেন সুনীল৷

সেই অস্ট্রেলিয়া আজ শুক্রবার পাকিস্তানের বিরুদ্ধে সেমি-ফাইনালে৷ এছাড়া বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার প্রমীলা ক্রিকেটাররা মহিলাদের টোয়েন্টি-টোয়েন্টি'তে ভারতীয় মহিলাদের সাত উইকেটে হারিয়েছেন৷ অস্ট্রেলিয়া ভারতকে টাইট বোলিং এবং চমৎকার ফিল্ডিং-এর মাধ্যমে পাঁচ উইকেটে ১১৯-তে আটকে রাখে৷ তার পর ক্যাপ্টেন এ্যালেক্স ব্ল্যাকওয়েল'এর ৬১-কে ঘিরে ১২৩ রান তুলতে অস্ট্রেলিয়ার বিশেষ বেগ পেতে হয়নি৷ ব্ল্যাকওয়েল ইতিমধ্যেই জাতীয় ‘ডাবল'-এর স্বপ্ন দেখছেন, অবশ্যই ‘উইথ দ্য বয়েজ'৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: সঞ্জীব বর্মন