1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবুজায় জোড়া গাড়িবোমা, হত আট

১ অক্টোবর ২০১০

নাইজিরিয়ার রাজধানী আবুজায় আইনমন্ত্রকের সামনে দুটি গাড়িবোমা বিস্ফোরণে আটজন মারা গেছেন বলে জানা গেছে এ পর্যন্ত৷ দুটি বিস্ফোরণে আহত অর্ধশতাধিক৷

https://p.dw.com/p/PSZg
হামলায় ক্ষতিগ্রস্ত একটি গাড়িছবি: AP

নাইজিরিয়ার রাজধানী আবুজার আইনমন্ত্রকের সামনে শুক্রবার দুটি বড়মাপের গাড়িবোমা বিস্ফোরণে অন্তত আটজনের মৃত্যু হয়েছে৷ ব্রিটিশ শাসন থেকে নাইজিরিয়ার স্বাধীনতার পঞ্চাশবর্ষ পূর্তি উপলক্ষ্যে গোটা দেশজুড়ে উৎসবের ব্যবস্থা করা হয়েছিল৷ তার মধ্যেই এই ঘটনা নতুন করে সন্ত্রাসবাদী সমস্যার আতঙ্কের জন্ম দিয়েছে৷ তৈলসমৃদ্ধ নাইজার ব-দ্বীপের দখলের দাবিদার জঙ্গি সংগঠন ‘মেন্ড' - আগাম হুমকি দিয়ে রেখেছিল, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে হামলা চালাবে তারা৷ সেই হুমকির পরেই এই হামলা আবুজা প্রশাসনকে বেশ নাড়িয়ে দিয়েছে যে তাতে কোন সন্দেহ নেই৷

তৈলসমৃদ্ধ হলেও দুর্নীতির কারণেই নাইজিরিয়ার সাধারণ মানুষ যথেষ্ট দরিদ্র৷ নাইজার ব-দ্বীপের তেলের থেকে দেশের আয়ের একটি অংশের দাবি রয়েছে মেন্ড-এর৷ নাইজিরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জোনাথন সহ বেশ কিছু প্রথম সারির নেতা যেখানে স্বাধীনতা দিবস উদযাপন করছিলেন, তার থেকে খানিক দূরেই ঘটেছে এই বোমা হামলা৷ তবে সেখানে কোন ক্ষয়ক্ষতি হয়নি৷

নাইজিরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জোনাথন এই হামলার নিন্দা করে বলেছেন, চক্রান্তকারী আর খুনির মতই এই হামলা৷ এর নিন্দার কোন ভাষা নেই৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আরাফাতুল ইসলাম