1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবার শুরু হয়েছে শৈত্য প্রবাহ

১৮ জানুয়ারি ২০১১

বেশিরভাগ পত্রিকার আজকের মূল খবর ঢাকা বিভাগের পৌর নির্বাচন৷ কোনো কোনো পত্রিকায় তিন-চারটি করে খবর রয়েছে পৌর নির্বাচন নিয়ে৷

https://p.dw.com/p/zyyu
ছবি: AP

শুধু ঢাকা বিভাগের নির্বাচনের ফলাফলই নয়, এখন চট্টগ্রামে ও সিলেট বিভাগে যে নির্বাচন হচ্ছে তার প্রস্তুতি বিষয়ক খবরও আছে পত্রিকাগুলোতে৷

ঢাকার ফলাফলকে দুই দলের জন্যই ভাল বলছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷ আর সব মিলিয়ে এখন পর্যন্ত পৌর নির্বাচনে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে বলে জানিয়েছে ঐ অনলাইন সংবাদ সংস্থাটি৷ কারণ এখন পর্যন্ত ঘোষিত ফলাফলে বিএনপি সমর্থিত মেয়ররা জিতেছেন ৬৮টি পৌরসভায়, আর আওয়ামী লীগ সমর্থিতরা জিতেছেন তার চেয়ে মাত্র একটি কম পৌরসভায়৷ কালের কন্ঠ বলছে, ঢাকা বিভাগে আওয়ামী লীগের দুর্গ বলে খ্যাত শেরপুর, কিশোরগঞ্জসহ বেশ কিছু এলাকায় এবার ভালো করেছে বিএনপি৷ এদিকে ‘‘চট্টগ্রামে ‘বিদ্রোহী' ভারাক্রান্ত আওয়ামী লীগ'' এই শিরোনামে বিডিনিউজ বলছে, চট্টগ্রাম জেলার নয় পৌরসভার সাতটিতেই আওয়ামী লীগের ‘বিদ্রোহী' প্রার্থীরা নির্বাচন করছেন৷

প্রধানমন্ত্রীর আবুধাবি সফর

সেখানে একটি জ্বালানি সম্মেলনে প্রধানমন্ত্রীর দেয়া ভাষণের বক্তব্য বেশ গুরুত্ব দিয়ে ছেপেছে পত্রিকাগুলো৷ সঙ্গে রয়েছে সম্মেলনে অংশ নেয়া বিশ্ব নেতাদের সঙ্গে হাসিনার ছবি৷ ডেইলি স্টারে প্রকাশিত এমনই এক ছবিতে দেখা যাচ্ছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী দাঁড়িয়ে আছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের পাশে৷ এছাড়া সম্মেলনের বাইরে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী হাসিনা৷ প্রথম আলো এই বিষয়টিকেই গুরুত্ব দিয়েছে৷ আর প্রধানমন্ত্রীর যে বক্তব্যটি সব পত্রিকায় শিরোনাম হয়েছে সেটা হচ্ছে, একটা কার্বনমুক্ত বিশ্ব গড়তে তিনি বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন৷

শৈত্য প্রবাহ

ইত্তেফাক বলছে শৈত্য প্রবাহ আবার এসেছে৷ তারা বলছে, রাজশাহী-ঈশ্বরদী এবং বগুড়া-রংপুর-যশোর-চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্য প্রবাহ৷ অন্যদিকে ময়মনসিংহ-টাঙ্গাইল-ফরিদপুর-সৈয়দপুর ও দিনাজপুরের উপর দিয়ে মৃদু ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে৷ আগামী দুই থেকে তিনদিন এই অবস্থা বিরাজ করবে বলে ধারণা করা হচ্ছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম