1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবার মুখোমুখি সরকার ও বিরোধী দল

৩ ফেব্রুয়ারি ২০১১

বিএনপি বাধ্য হয়ে সোমবারের হরতাল ডেকেছে বলে জানিয়েছেন বিএনপি নেতা ড. মঈন খান৷ তারা সংসদেও যাবেন না৷ জবাবে আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন বলেছেন, খালেদা জিয়ার নির্দেশেই আড়িয়ল বিলের সহিংস ঘটনা ঘটেছে৷

https://p.dw.com/p/109bw
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া (ফাইল ফটো)ছবি: AP/DW

ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, তারা হরতাল দেয়ার জন্যই এই ইস্যু সৃষ্টি করেছে৷

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান ডয়চে ভেলেকে জানিয়েছেন, সরকারের অত্যাচার নির্যাতন সীমা ছাড়িয়ে গেছে৷ তাই তারা বাধ্য হয়ে হরতাল দিয়েছেন৷ আড়িয়ল বিলের ঘটনায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে সরকার চরম অগণতান্ত্রিক মনোভাবের পরিচয় দিয়েছে৷ তিনি বলেন, হরতাল দেয়া ছাড়া আর কোন পথ সরকার খোলা রাখেনি৷ তিনি আরও জানান, বিরোধী দল বিএনপি সংসদে যোগ দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল৷ কিন্তু এই ঘটনার মধ্য দিয়ে বিএনপির সংসদে যোগ দেয়া আবারো অনিশ্চিত হয়ে পড়েছে৷ তিনি বলেন সরকার ও বিরোধী দলের মধ্যে এখন সমঝোতার আর কোন পথ খোলা নাই৷

জবাবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ডয়চে ভেলেকে বলেন, খালেদা জিয়ার নির্দেশেই আড়িয়ল বিলে বিমানবন্দর স্থাপন নিয়ে সহিংস ঘটনা ঘটেছে৷ তাই স্বাভাবিক ভাবেই তার বিরুদ্ধে মামলা হয়েছে৷

তিনি বলেন কোন ইস্যু না থাকায় বিরোধী দল আড়িয়ল বিল নিয়ে একটি ইস্যু তৈরি করেছে৷ তারা সংসদে গিয়ে আলোচনা করলে সমস্যার সমাধান হতে পারত৷ তারা যদি সংসদে গিয়ে যুক্তি তুলে ধরতে পারে তাহলে আড়িয়ল বিলে বিমানবন্দর স্থাপনের সিদ্ধান্ত বাতিল হতে পারে৷ কিন্তু তাদের উদ্দেশ্য ভিন্ন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন