1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবার ফিরে এসেছে পলিথিন

২৯ এপ্রিল ২০১০

পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পলিথিন ব্যাগ আবার ফিরে এসেছে বাংলাদেশে৷ ঢাকাসহ সারাদেশে প্রকাশ্যে এখন এর ব্যবহার চলছে৷ প্রচলিত আইনে লঘু শাস্তির বিধান থাকায় পলিথিন বন্ধ হচ্ছেনা৷

https://p.dw.com/p/N9ma
দেশকে পলিথিন ব্যাগ মুক্ত ঘোষণা করা হলেও, পলিথিন ব্যাগের ব্যবহার কমেনি বাংলাদেশেছবি: DW-TV

২০০২ সালের ১লা ডিসেম্বর থেকে বাংলাদেশে পলিথিন নিষিদ্ধ করে দেশকে পলিথিন ব্যাগ মুক্ত ঘোষণা করা হয়৷ শপিং ব্যাগ হিসেবে ব্যবহৃত এই পলিথিন ব্যাগ দেশে পরিবেশ দূষনের সবচেয়ে বড় কারণ হয়ে দাড়িয়েছিল৷ কিন্তু সেই পলিথিন আবার ব্যবহার করা হচ্ছে দেদার৷ দোকানিরা নানা অজুহাতে পলিথিন ব্যাগ ব্যাবহার করেন৷ তবে তাদের দাবি, যারা পলিথিন ব্যাগ উৎপাদন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে৷ অবৈধ উৎপাদন বন্ধ না করলে পলিথিনের ব্যবহার বন্ধ করা যাবে না৷

যেসব ক্রেতা পলিথিনের ব্যাগে পণ্য নিয়ে যান তারাও একই ধরণের কথা বললেন৷ তাদের দাবি, এর উৎপাদন বন্ধ করতে হবে৷ তারা চান পলিথিনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা৷ তারাও জানেন, পলিথিন পরিবেশের জন্য ক্ষতিকর৷ পলিথিন ব্যাগের বিরুদ্ধে মাঝে মধ্যে অভিযানও হয়৷ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে এরকম একটি অভিযান চালান পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলরুবা বিলকিস৷

তবে আইনে পলিথিন ব্যাগ বিক্রির সর্বোচ্চ শাস্তি ৫ হাজার টাকা জরিমানা অথবা ৬ মাসের কারাদন্ড৷ যা পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে যথেষ্ট নয় বলে মনে করেন বিশ্লেষকরা৷

প্রতিবেদক : হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক