1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবার আসছে টুম রেইডার, তবে জোলি আর নয়

৯ মার্চ ২০১১

২০০০ সালের শুরুর দিকে জন্ম যে ছবিটির, তারপর বিপুল জনপ্রিয়তা- সেই ছবিটিরই নাম টুম রেইডার৷ এই ছবিটি আবারো দেখা যাবে রূপালি পর্দায়৷ তবে কথা উঠেছে কে হচ্ছেন এই ছবির নায়িকা?

https://p.dw.com/p/10Vb6
অ্যাঞ্জেলিনা জোলিছবি: AP

অ্যাঞ্জেলিনা জোলি ছাড়া টুম রেইডার! কল্পনাই করতে পারেন না অনেকে৷ সেই ২০০১ সালের কথা৷ প্রথম ‘লারা ক্রফট: টুম রেইডার' ছবিতে লারা ক্রফট চরিত্রে অভিনয়ের মাধ্যমে জোলি হয়ে ওঠেন হলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া তারকাদের মধ্যে একজন৷ ছবিটি সারা বিশ্বে ২৭৪ মিলিয়ন ডলার আয় করে৷ এ ছবি থেকেই পরবর্তী সময় চালু হয় জনপ্রিয় ভিডিও গেম ‘টুম রেইডার-এর৷ পরে ২০০৩ সালে জোলি লারা ক্রফট: টুম রেইডার ছবির সিক্যুয়াল ‘লারা ক্রফট: টুম রেইডার-দ্য ক্রেডল অব লাইফ' ছবিতে অভিনয় করেন, যা সারা বিশ্বে ১৫৬ মিলিয়ন ডলার আয় করে!

যাহোক, জোলি বন্দনা ছেড়ে এবার আসল কথা বলি৷ গতকাল মঙ্গলবারই এই ছবির প্রযোজনা প্রতিষ্ঠান হলিউডের জিকে ফিল্মসের প্রধান গ্রাহাম কিং ঘোষণা করেছেন, আবার আসছে টুম রেইডার৷ তবে এখনো ঠিক হয়নি কে হবেন এই ছবির পরিচালক৷

আর নায়িকা, মানে লারা ক্রাফট কে হচ্ছেন? কোন কোন বার্তা মাধ্যম বলছে এবারে এই ছবিতে থাকছেন না অ্যাঞ্জেলিনা জোলি৷ কারণ দেখতে দেখতে জোলির বয়স হয়ে গেছে ৩৫ বছর৷ আর এ বয়সটি নাকি ঐ চরিত্রের জন্য মোটেই মানানসই নয়৷ তাই খোঁজা হচ্ছে কোন তন্বীকে৷ যে বয়সে কম, কিন্তু অভিনয়ে অভিজ্ঞ আর যার রয়েছে যৌন আবেদনময়ী একটি চেহারাও৷ দেখা যাক কোন সে জন!

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আরাফাতুল ইসলাম