1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবারো সংবাদ শিরনামে সানিয়া-শোয়েব

২১ এপ্রিল ২০১০

না, এবার আর বিবাহ সংক্রান্ত কোন ঝামেলা নয়৷ বরং শোনা যাচ্ছে, ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জা এবং তাঁর ক্রিকেটার স্বামী শোয়েব মালিক পাকিস্তানের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের ব্র্যান্ড অ্যামব্যাসাডর পদে নিযুক্ত হতে চলেছেন৷

https://p.dw.com/p/N1mV
সাংবাদিকদের প্রশ্নের সামনে সানিয়া-শোয়েব জুটিছবি: AP

তাই তাঁরা পাকিস্তানে পৌঁছলেই এই সম্মানজনক পদে দুজনকে যৌথভাবে নিযুক্ত করা হবে বলে জানিয়েছে পাকিস্তান৷ মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আদতে দেশের জনবৃদ্ধির হার ঠেকাতেই এই ‘সুপারষ্টার' জুটিকে বেছে নিয়েছে তারা৷ মন্ত্রণালয়ের উন্নয়ন মন্ত্রী ফিরদৌস আশিক আওয়ান একটি সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ‘‘ভারত থেকে ফিরে আসলে সানিয়া-শোয়েব'কে নতুন এই সম্মানজনক পদে নিযুক্ত করা হবে''৷

এছাড়াও, আওয়ান জানান যে, মুম্বই হামলার পর পাকিস্তান ও ভারত - এ'দুটি দেশের মধ্যে যে ‘বরফ' জমাট বেঁধে ছিল - সানিয়া-শোয়েবের বিবাহের মধ্যে দিয়ে তা নাকি আবারো গলতে শুরু করেছে৷

ওদিকে, বিয়ের পর সানিয়া পাকিস্তানের না ভারতের হয়ে খেলবে - এ প্রশ্ন করা হলে আওয়ান জানান যে, খেলার বিষয়টি সম্পূর্ণভাবে সানিয়ার ওপরই ছেড়ে দেওয়া উচিত৷ উল্লেখ্য, বর্তমানে কবজির একটি চোট থেকে সেরে উঠতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলছেন সানিয়া৷ এই চোটের কারণেই বিশ্ব ব়্যাংকিং-এ ২৭ নম্বর থেকে এখন ৮৯ নম্বরে পৌঁছেছেন সানিয়া মির্জা৷

প্রতিবেদক : দেবারতি গুহ

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক