1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবারো আদালতের দোরগোড়ায় জুলিয়ান আসাঞ্জ

১১ জানুয়ারি ২০১১

মঙ্গলবার দিনের প্রথম ভাগে লন্ডনের আদালতে আবার দাঁড়াতে হচ্ছে উইকিলিক্স'এর প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জকে৷ তিনি এখন জামিনে মুক্ত৷ যৌন হয়রানির মামলায়, আসাঞ্জ'কে সুইডেনের কাছে হস্তান্তর ঠেকাতেই তাঁর আইনজীবীরা লড়বেন বলে খবর৷

https://p.dw.com/p/zwBE
ছবি: AP

নিশ্ছিদ্র নিরাপত্তা সঙ্গে লন্ডেনের বেলমার্স ম্যাজিস্ট্রেটস আদালতে এই বিচারকাজ শুরু হলেও, মূল বিচারকার্যক্রম আগামী মাসের প্রথমার্ধে শুরু হবে বলে মনে করা হচ্ছে৷ মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন গোপন কূটনৈতিক নথি প্রকাশ করার দায়ে, আসাঞ্জ'এর ওপর ক্ষেপে আছে যুক্তরাষ্ট্র৷ ইন্টারপোলে তিনি ‘মোস্ট ওয়ান্টেড পারসন'-দের একজন৷

এর আগে যৌন হয়রানির মামলায় আদালতে ৩ লাখ ১২ হাজার ডলার পরিশোধের মাধ্যমে শর্ত সাপেক্ষে কারাগার থেকে মুক্ত হন আসাঞ্জ৷ আদালত বলেছিল, ১১ জানুয়ারি আরেক দফা শুনানি না হওয়া পর্যন্ত জামিনে মুক্ত থাকবেন তিনি৷ তবে সেই জামিনের শর্ত অনুসারে আসাঞ্জকে থাকতে হচ্ছে লন্ডনেই, অনেকটা গৃহবন্দি অবস্থায়৷ কারণ তাঁকে ইলেকট্রনিক ট্যাগ পরিধান করতে হচ্ছে এবং প্রতিদিন রিপোর্ট করতে হচ্ছে পুলিশের কাছে৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: দেবারতি গুহ