1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবহাওয়ার দুর্যোগে লুইজিয়ানায় কাজ বন্ধের যোগাড়

২ মে ২০১০

প্রচন্ড দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মেক্সিকো উপসাগরে ডুবে যাওয়া রিগ থেকে বেরুনো তেল নি:সরণের কাজ বন্ধের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে৷ সেখানে বইছে প্রচন্ড বাতাস৷ সমুদ্রে থাকতে পারছে না তেল সরানোর কাজে নিয়োজিত জাহাজগুলো৷

https://p.dw.com/p/NCid
ছবি: AP

উড়তে পারছে না সমুদ্রের তৈলাক্ত এলাকা চিহ্নিতকরণের কাজে নামানো বিমানও৷

হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ওবামা আজ বরিবারই যে কোন সময় পৌঁছবেন লুইজিয়ানায়৷ অন্যদিকে, এই তেলের কারণে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকা সংলগ্ন পাঁচটি মার্কিন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা খুব শিগগিরই বিশেষ এক বৈঠকে বসবেন বলে জানা গেছে৷ এই বৈঠকেই তাঁরা ঐ রিগ স্থাপনের কাজে নিয়োজিত ব্রিটিশ পেট্টোলিয়াম বা বিপির বিরুদ্ধে কি কি আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায়, সেই সিদ্ধান্ত নেবেন৷

গত ২০ এপ্রিল মেক্সিকো উপসাগরে নির্মানাধীণ ঐ তেল রিগে আগুন লেগে যায়৷ এখানেই প্রাণ হারান বিপির ১১ কর্মী৷ ২২ এপ্রিল অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত রিগটি সাগরের অতলে ডুবে যায়৷ এরপরেই ঐ রিগের অন্তত তিনটি ফুটো দিয়ে তেল বের হতে শুরু করে৷ প্রথমে ধারণা করা হয়েছিল যে, দৈনিক সেখান থেকে ২ লাখ গ্যালন তেল সাগরে মিশে যাচ্ছে৷ অবস্থার ভয়াবহতা দেখে পরে জানানো হয়, এই পরিমাণ ধারণার চেয়েও বেশী৷ ইউনিভার্সিটি অফ মায়ামির অধ্যাপক হ্যানস গ্রেবার জানিয়েছেন, তেল ছড়িয়ে পড়ছে প্রচন্ড গতিতে৷ প্রায় তিন হাজার ৮৫০ বর্গ কিলোমিটার এলাকায় জমেছে এই তেল৷

NO FLASH Ölteppich vor der Küste von Louisiana USA
ছবি: AP

অবশ্য বিপির দাবি, তারা যে কোন সমযের চেয়ে সবচেয়ে বড় অপারেশন পরিচালনা করছে এই সংকটজনক অবস্থা থেকে পরিত্রাণ পাবার জন্য৷ তারা ইতিমধ্যেই তেল নি:সরণ বন্ধে একটি ত্রাণ কূপ খনন শুরু করে দিয়েছে বলেই জানা যাচ্ছে৷

বন্যপ্রাণী এবং পরিবেশবাদীরা তেলের কারণে অসুস্থ পরিযায়ী পাখিগুলোকে চিকিৎসা দিচ্ছেন৷ তবে সেখানে আরো পশু চিকিৎসকের প্রয়োজন রয়েছে বলে জানানো হয়েছে৷

প্রতিবেদন- সাগর সরওয়ার

সম্পাদনা- সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়