1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফ্রিদি সাস্পেন্ডেড, পাকিস্তান দলের নেতৃত্বে শোয়েব মালিক

২ ফেব্রুয়ারি ২০১০

অস্ট্রেলিয়ার বিপক্ষে শুক্রবারের ম্যাচে বল বিকৃত করার অভিযোগে সাস্পেন্ডেড হয়েছেন পাকিস্তানের ক্রিকেটার শহিদ আফ্রিদি৷ শাস্তি হিসেবে তিনি খেলতে পারবেন না দুটি ম্যাচ৷

https://p.dw.com/p/Lp2R
ফাইল ফটোছবি: AP

আর তাই সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরবর্তী টোয়েন্টি টোয়েন্টি ম্যাচে অধিনায়কের ভূমিকায় থাকবেন শোয়েব মালিক৷ অস্ট্রেলিয়ার মেলবোর্নে আগামী ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই ম্যাচ৷

অবশ্য অধিনায়ক হিসেবে শোয়েব মালিক একেবারে নতুন নয়৷ টেস্ট, একদিনের বা টোয়েন্টি-টোয়েন্টি - সব ধরণের ক্রিকেট ম্যাচেই নেতৃত্ব দেয়ার পূর্ব অভিজ্ঞতা রয়েছে তার৷ পাকিস্তানের টোয়েন্টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে বেশ সফলতাও দেখিয়েছেন তিনি৷ তার নেতৃত্বে ১৪টি খেলায় পাকিস্তান দল হেরেছে মাত্র দু'বার৷

প্রসঙ্গত, নিষেধাজ্ঞার কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে আবু ধাবিতে অনুষ্ঠিতব্য আসন্ন সিরিজের প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না শহিদ আফ্রিদি৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী