1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগান স্বরাষ্ট্র মন্ত্রী এবং গোয়েন্দা প্রধানের পদত্যাগ

৭ জুন ২০১০

আফগানিস্তানে জির্গা সম্মেলনে রকেট হামলার ঘটনায় পদত্যাগ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী ও গোয়েন্দা প্রধান৷ তবে, তারপরও থেমে নেই সহিংসতা৷ রবিবারও পৃথক পৃথক হামলায় প্রাণ হারিয়েছে কমপক্ষে ৫ ন্যাটো সেনা৷

https://p.dw.com/p/Njd4
ফাইল ফটোছবি: AP

গত সপ্তাহে কাবুলে অনুষ্ঠিত শান্তি সম্মেলন জির্গায় নিরাপত্তা প্রদানে ব্যর্থ হওয়ায় পদত্যাগ করেছেন দুই আফগান কর্মকর্তা৷ সেদেশের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের কার্যালয় থেকে রবিবার জানানো হয়েছে এই তথ্য৷

পদত্যাগকারীদের একজন আফগান স্বরাষ্ট্র মন্ত্রী হানিফ আতমার৷ সংবাদমাধ্যমকে তিনি পদত্যাগের কারণ ব্যাখ্যা করেন এভাবে, জাতীয় অনুষ্ঠানাদিতে নিরাপত্তা প্রদানে আমাদের ক্ষমতার উপরে আর ভরসা করতে পারছেন না আফগান প্রেসিডেন্ট৷ জির্গা সম্মেলনে নিরাপত্তা প্রদানে আমাদের কর্মসূচি এবং পরবর্তিতে হামলার সঙ্গে জড়িতদের নিহত হওয়া অথবা গ্রেপ্তার সত্ত্বেও প্রেসিডেন্টের এই মনোভাবে কোন পরিবর্তন আসেনি৷

অবশ্য পরিবর্তন আসার কথাও নয়৷ কারণ গত বুধবার হামিদ কারজাই জির্গায় যখন বক্তব্য রাখছিলেন, ঠিক তখনই রকেট হামলা চালায় তালেবান জঙ্গিরা৷ ফলে, নিরাপত্তা নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েন আফগান প্রেসিডেন্ট৷ আর এই ঘটনার বলি হতে হয়েছে জাতীয় গোয়েন্দা প্রধান আমিরুল্লাহ সালেহ-কেও৷ রবিবার পদত্যাগের পর তিনি বলেন, রকেট হামলা সম্পর্কে আমার বক্তব্যে প্রেসিডেন্ট সন্তুষ্ট হননি৷ তবে তিনি নিরাপত্তা বাহিনী বিশেষ করে আফগান পুলিশের কর্মকান্ডের প্রশংসা করেন৷ কিন্তু আমার নেতৃত্বের ওপরে তাঁর আর আস্থা নেই৷

এদিকে, আফগানিস্তানে রবিবার একাধিক হামলায় প্রাণ হারিয়েছে ৫ ন্যাটো সেনা৷ ন্যাটো নেতৃত্বাধীন আইসাফ বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন মার্কিন সেনা৷ তবে অপর সেনাদের নাগরিকত্ব প্রকাশ করা হয়নি৷

বিবৃতি অনুযায়ী, রবিবার দক্ষিণ আফগানিস্তানে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান তিন ন্যাটো সেনা৷ এছাড়া দক্ষিণ আফগানিস্তানে বেতার-সঙ্কেত চালিত বোমা বিস্ফোরণে প্রাণ হারান এক সেনা৷ আর পূর্ব আফগানিস্তানে জঙ্গি হামলায় নিহত হন অপর একজন সেনা৷

তবে, ন্যাটো সেনা ছাড়াও রবিবার আফগানিস্তানে পথ বোমা ও জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছে আরো ৬ জন, আহত কমপক্ষে ২৬ জন৷

প্রসঙ্গত, গত বছর আফগানিস্তানে রেকর্ডসংখ্যক ৫২০ বিদেশী সেনা প্রাণ হারায়৷ এবছর এখন পর্যন্ত সেদেশে নিহত বিদেশী সেনাদের সংখ্যা ২৩৫, যাদের মধ্যে দুই-তৃতীয়াংশই মার্কিন সেনা৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী