1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগানিস্তানে বিদেশি সেনা মৃত্যুর নতুন রেকর্ড

২২ সেপ্টেম্বর ২০১০

আফগানিস্তানে মঙ্গলবার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছে ৯ সেনা৷ এবছর সেদেশে বিদেশি সেনা মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫২৯৷ এদিকে, সাম্প্রতিক আফগান নির্বাচনেও ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে৷

https://p.dw.com/p/PIlF
আফগানিস্তানে সেনা মৃত্যুর সংখ্যা বাড়ছে (ফাইল ফটো)ছবি: picture-alliance/ dpa

দুর্ঘটনা নাকি তালেবান হানা?

তালেবান জঙ্গিদের দাবি হেলিকপ্টারটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে৷ তবে, আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনী বা আইসাফ এই দাবি মানতে রাজি নয়৷ কেননা, হেলিকপ্টারটি বিধ্বস্ত হবার আগে কোন গুলির শব্দ শোনা যায়নি৷ তাই এটি কী নিছক দুর্ঘটনা নাকি তালেবান আক্রমণের ফসল তা এখনই বলা যাচ্ছেনা৷ তবে, আফগানিস্তানের দক্ষিণে এই ঘটনায় ৯ সেনা প্রাণ হারিয়েছে, এবং তাদের সবাই মার্কিনি বলেই খবর৷

বাড়ছে প্রাণহানি

২০১০ সালে এখন পর্যন্ত আফগানিস্তানে প্রাণ হারিয়েছে ৫২৯ বিদেশি সেনা৷ গত বছর সবমিলিয়ে এই সংখ্যা ছিল ৫২১৷ আর ২০০১ সালে আফগান যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত নিহত হয়েছে ২,০৯৭ জন বিদেশি সেনা৷ তাদের মধ্যে ৬০ শতাংশই মার্কিনি৷

Marder Schützenpanzer in Afghanistan
২০০১ সালে আফগান যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত নিহত হয়েছে ২,০৯৭ জন বিদেশি সেনা (ফাইল ফটো)ছবি: picture-alliance/ dpa

নিরাপত্তা পরিস্থিতির অবনতি

তালেবান জঙ্গিরা কৌশল বদলাতে শুরু করেছে৷ আগে সেদেশের দক্ষিণে আর পূর্বে তালেবানের আধিক্য থাকলেও এখন উত্তর এবং পশ্চিমাঞ্চলেও জঙ্গিদের উৎপাত শুরু হয়েছে৷ ফলে নিরাপত্তা পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে৷ আইসাফ বাহিনী হেলমান্দ এবং কান্দাহার প্রদেশ তালেবানমুক্ত করতে সক্ষম হলেও এখনো তাদেরকে বহুপথ পাড়ি দিতে হবে৷

অভিযোগ তিন হাজার

২০০১ সালের পর চারটি নির্বাচন অনুষ্ঠিত হয় আফগানিস্তানে৷ এরমধ্যে এবারের নির্বাচনেই ভোটারদের উপস্থিতি ছিল সবচেয়ে কম৷ এই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ করেছেন পর্যবেক্ষকরা৷ এখন পর্যন্ত নির্বাচনকেন্দ্রিক অভিযোগ জমা পড়েছে প্রায় তিন হাজার৷ এমন নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই