1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আপিল শুনানি ১৫ই মার্চ, ড. ইউনূসের দায়িত্ব পালন নিয়ে বিতর্ক

৯ মার্চ ২০১১

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে অব্যাহতির আদেশের কার্যকারিতা স্থগিতের আপিল আবেদনের শুনানি হবে ১৫ই মার্চ৷ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই শুনানি হবে৷

https://p.dw.com/p/10VyL
নোবেল বিজয়ী ড. ইউনূসছবি: AP

ড. ইউনূস আজ হাইকোর্ট এবং বাংলাদেশ ব্যাংকের আদেশের কার্যকারিতা স্থগিতের জন্য আপীল করেন৷ তবে শুনানির আগে পর্যন্ত ড. ইউনূস গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করতে পারবেন কিনা, তা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে৷

Muhammad Yunus bei Maybrit Illner
এই হাঁসি অম্লান থাকবে কি?ছবি: picture-alliance / dpa

ড. ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অব্যাহতির আদেশ দেয় বাংলাদেশ ব্যাংক ২রা মার্চ৷ পরদিনই তিনি এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন৷ হাইকোর্ট গতকাল বাংলাদেশ ব্যাংকের আদেশ বহাল রাখে ৷ সেই আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে তিনি আজ সুপ্রিম কোর্টের চেম্বার জজ সৈয়দ মাহমুদ হোসেনের আদালতে আবেদন করেন৷ আদালত আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেন আগামী ১৫ই মার্চ৷ শুনানি হবে আপিল বিভাগে৷ ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ দাবি করছেন, শুনানি না হওয়া পর্যন্ত তিনি গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে বহাল থাকবেন৷

তবে এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ড. ইউনূস আর গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পদে বহাল নেই৷ হাইকোর্টের আদেশে তা পরিষ্কার৷ আর চেম্বার জজও কোন স্থগিতাদেশ দেননি৷ এরপর ড. ইউনূস দায়িত্ব পালন করলে তা হবে বেআইনী৷

Dhaka Bangladesch 9 von 19
পরবর্তী শুনানী ১৫ই মার্চছবি: DW/Harun Ur Rashid Swapan

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, গ্রামীণ ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের জন্য শিগগিরই সার্চ কমিটি গঠন করা হবে৷

অন্যদিকে বাংলাদেশ ব্যাংক ক্ষুদ্রঋনের সুদ সর্বোচ্চ শতকরা ২৭ ভাগ নির্ধারণ করে দিয়েছে, যা আগামী জুন থেকে কার্যকর হবে৷ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান আজ ঢাকায় ক্ষুদ্রঋণ নিয়ে এক কর্মশালায় এ তথ্য জানিয়ে ক্ষুদ্রঋণদানকারী প্রতিষ্ঠানগুলোকে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেছেন পরিচালনা পর্ষদে শুধু উপকারভোগী নয়, ব্যাংকের বাইরে থেকেও বিশেষজ্ঞদের রাখতে হবে৷

হারুন উর রশীদ স্বপন

ডয়চে ভেলে , ঢাকা

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান