1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সব জানে ফেসবুক!

আরাফাতুল ইসলাম১৬ জুলাই ২০১৪

না, ভাববেন না আপনার ব্যক্তিগত সব বিষয়াদি বুঝি ফাঁস করে দিল ফেসবুক৷ সেসব বিষয় এখনো গোপনই আছে৷ তবে ব্রাজিলের ফুটবল ভক্তরা কিভাবে রাতারাতি দল বদল করেছে সেটা প্রকাশ করেছে ফেসবুক৷

https://p.dw.com/p/1CdYE
WM 2014 Bosnien-Herzegowina-Iran Frauen Fans
ছবি: picture-alliance/dpa

বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হারে ব্রাজিল৷ এমন জয় আসলে কোন পক্ষেরই প্রত্যাশায় ছিল না৷ অনেকে ফেসবুকে হয়ত মজা করে লিখেছিলেন, ‘আজ এক হালি গোল দেবে জার্মানি৷' কিন্তু দেখা গেলো সেই মজা করা প্রত্যাশাও টপকে গেল জার্মানি৷ আর এমন হারের পর অনেকেই ব্রাজিলের সঙ্গ ত্যাগ করেছেন৷ তাহলে গেছেন কোথায়?

ফেসবুকের ডাটা সায়েন্স টিম এই বিষয়ে গবেষণা করেছে৷ তাদের দেয়া হিসেব অনুযায়ী, সেমিফাইনালের পর ব্রাজিলের ৭১ শতাংশ সমর্থক জার্মানিকে সমর্থন দিতে শুরু করেছে৷ বাকি একুশ শতাংশ গিয়েছে আর্জেন্টিনার দিকে৷ এই হিসেবে অবশ্য বিস্মিত হওয়ার কিছু নেই৷ কেননা আর্জেন্টিনা এবং ব্রাজিলের ফুটবল ভক্তদের মধ্যকার বৈরি সম্পর্কের কথা বাঙালি মাত্রই জানেন৷

সামগ্রিকভাবে কিন্তু বিষয়টি একটু ভিন্ন ছিল৷ সাধারণত যে দল যার কাছে হেরেছে, সেদলের সমর্থকরা পরবর্তীতে বিজয়ী দলের প্রতিদ্বন্দ্বী দলের প্রতি সমর্থন জানিয়েছে৷ যেমন দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলের কাছে হেরে যাওয়া চিলির ৬১ শতাংশ সমর্থক কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে কলম্বিয়াকে সমর্থন করেছে৷

প্রসঙ্গত, বিশ্বকাপ ফেসবুকে নতুন রেকর্ড গড়েছে৷ সামাজিক যোগাযোগ সাইটটির ইতিহাসে সবচেয়ে আলোচিত বিষয় বিশ্বকাপ৷ টুর্নামেন্ট চলাকালে ৩৫০ মিলিয়ন ফেসবুক ব্যবহারকারী প্রায় তিন বিলিয়ন ইন্টাব়্যাকশনে (লাইক, কমেন্ট, শেয়ার) অংশ নিয়েছেন৷ আর ফাইনালে জার্মানি এবং আর্জেন্টিনার স্ব স্ব দেশের ৯৫ শতাংশ ফুটবল সমর্থক তাদের নিজেদের দলকে সমর্থন জানিয়েছে৷

বিশ্বকাপ দেখেন এমন ফেসবুক ব্যবহারকারীদের ৫৫ শতাংশ ধারণা করেছিলেন ফাইনালে জার্মানি জয়ী হবে৷ আর বাকিরা ছিলেন আর্জেন্টিনার পক্ষে৷ এমনকি সেমিফাইনালে দু'বার বিশ্বকাপ জয়ীদের কাছে পরাজিত নেদারল্যান্ডসের ফুটবল ভক্তদের ৮১ শতাংশ গিয়েছে জার্মানির দলে৷ বাকিরা সমর্থন জানিয়েছে আর্জেন্টিনাকে৷

Brasilianische Fußballfans
ছবি: picture alliance/augenklick

প্রশ্ন করতে পারেন, ফেসবুক এসব তথ্য কিভাবে যোগাড় করেছে? আসলে একাজে সহায়তা করেছেন ফেসবুক ব্যবহারকারীরাই৷ খেলা চলাকালে অনেকেই স্ট্যাটাসে প্রিয় দলের পতাকার ইমোটিকসহ জানিয়েছেন খেলা দেখার কথা কিংবা লিখেছেন ‘গো টিম ইউএসএ' কিংবা ‘ভাই ব্রাজিলের' মতো বিভিন্ন বার্তা৷ পাশাপাশি ‘ট্রেন্ডিং ওয়ার্ল্ড কাপ' পাতাতেও বিভিন্ন সমীক্ষার আয়োজন করেছিল ফেসবুক৷ এসব কিছুই পর্যালোচনা করেছে ডাটা সায়েন্স টিম৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য