‘আপনাদের ওয়েবসাইট খুবই সাজানো গোছানো, ছবিগুলি খুবই বাস্তব’ | পাঠক ভাবনা | DW | 08.04.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘আপনাদের ওয়েবসাইট খুবই সাজানো গোছানো, ছবিগুলি খুবই বাস্তব’

বাংলা অনুষ্ঠানের আমি একজন নতুন শ্রোতা৷ অনুষ্ঠান এতো ভালো লাগছে যে, প্রতিদিন শুনতে বাধ্য হচ্ছি৷ এমনকি মাঝে মাঝে সাইবার ক্যাফেতে গিয়েও অনুষ্ঠান শুনি৷ এছাড়া, ওয়েবসাইটটিও আমাকে মোহিত করে৷ মোঃ টোটন মোল্লা, চুপী, বর্ধমান৷

Deutsche Welle Bengali service is celebrating 35 years of its broadcasting. Bild: Arafatul Islam

বাংলা বিভাগের কর্মীরা

১৯৩০ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম সবাক ছবি ‘নীলপরী' সম্পর্কে ডয়চে ভেলের ওয়েবসাইটে লেখা প্রতিবেদনটি পড়লাম এবং জানলাম ছবিটি সম্পর্কে৷ কানন রানী টিকাদার, ভয়েস অফ জার্মানি লিসনার্স ক্লাব, জলিরপাড়, গোপালগঞ্জ৷

পরিবারের সবাই মিলে আজ খুলনা থেকে সম্প্রচারিত এফএম ব্যান্ডের অনুষ্ঠান শুনলাম ডয়চে ভেলে থেকে পাওয়া গ্রুন্ডিগ রেডিওতে৷ গমগম আওয়াজে একদম পরিষ্কার শুনলাম অনুষ্ঠানটি৷ পশ্চিমের জানালা, সবুজ পৃথিবী, বলিউড চিত্রতারকাদের খবর, বিশ্বসংবাদ এবং চলতি ঘটনাসহ সবই খুব ভালো লাগলো, ধন্যবাদ৷ ডয়চে ভেলের অনুষ্ঠান শুনে মন প্রাণ ভরে গেলো৷ প্রতিদিন যদি এরকম শুনতে পেতাম, পাবো কি ? পরিতোষ চট্টোপাধ্যায়, কাজরী চট্টোপাধ্যায় ও সায়ান চট্টোপাধ্যায়৷ জঙ্গীপুর, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ৷

আমি কপিলমুনি থেকে ১২ কিলোমিটার দূরে তালায় শহীদ মুক্তিযোদ্ধা কলেজে পড়াশোনা করি৷ এখানে বন্ধুদের মোবাইলেও আপনাদের অনুষ্ঠান বেশ ভালো শোনা যায়৷ সত্যি বলতে কি, এমনটা বাড়িতে কল্পনাও করা যায়না৷ আরও একটু ভালো হলে ভীষণ সুন্দর হতো৷ সজল রঞ্জন ঘোষ, কপিলমুনি, খুলনা৷

বাংলা বিভাগের সবার প্রতি রহিল প্রীতি ও শুভেচ্ছা৷ আমি ডয়চে ভেলের একজন নিয়মিত শ্রোতা৷ দীর্ঘ ২৪ বছর ধরে অনুষ্ঠান শুনছি৷ বিগত বছর থেকে বর্তমানে অনুষ্ঠানের মান অনেক অনেক উন্নত হয়েছে একথা সকল শ্রোতা স্বীকার করতে বাধ্য৷ এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা জার্মানিসহ বিশ্বের নানা ভাষা, শিল্প, সাহিত্য, সাংস্কৃতি, জীবনযাত্রা , দর্শনীয় স্থান, তথ্য প্রযুক্তি, অর্থনীতি, রাজনীতিসহ সকল বিষয় জানতে পারছি - যা বিশ্বের অন্য বেতার থেকে পাওয়া যায়না৷ তথ্য প্রযুক্তির উন্নতির সাথে সাথে আমরাও তার সাথে যুক্ত হচ্ছি৷ এখন ঘরে বসে কম্পিউটার ও মোবাইলের মাধ্যমে আপনাদের ওয়েবপেজ দেখতে পাচ্ছি৷ প্রতিটি অনুষ্ঠান অত্যন্ত চমকপ্রদ, নিরপেক্ষ, বাস্তবধর্মী, শিক্ষণীয় ও আনন্দদায়ক ৷ যা সকল বয়সের শ্রোতাদের আকৃষ্ট করে৷ আমরা আমাদের এলাকাতে শ্রোতা সংখ্যা বাড়ানোর জন্য কাজ করে চলেছি৷ মাইকের মাধ্যমে আপনাদের অনুষ্ঠান প্রচার করছি ও অনুষ্ঠানসূচি বিতরণ করছি৷ দেওয়ান রফিকুল ইসলাম রানা, ফ্রেন্ডস রেডিও ক্লাব, নওগাঁ৷

আমি ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠানের একজন নতুন শ্রোতা৷ আমার জন্য অনুষ্ঠান সূচি পাঠাবেন৷ কুমুদ রঞ্জন সরকার, গাছা, সাতক্ষীরা৷

ডয়চে ভেলে থেকে প্রচারিত প্রতিটি অনুষ্ঠান নিয়মিত শুনছি৷ বাংলাদেশের সংবাদপত্রের শিরোনাম আমার খুব ভালো লাগে৷ একেএম নাসির উদ্দিন, সৈয়দপুর, নবাবগঞ্জ, ঢাকা৷

খুলনা বেতার থেকে সম্প্রচারিত ডয়চে ভেলের অনুষ্ঠান খুব ভালো শোনা যাচ্ছে আর সেটা জানাতেই আমার এ চিঠি লেখা৷ বৈচিত্র্যপূর্ণ পরিবেশনাগুলো খুব ভালো লাগছে৷ সুনীল কৃষ্ণ বিশ্বাস, মহিষ ডাঙ্গা, সাতক্ষীরা৷

বন্ধুরা, ৬ এপ্রিল রাতের অধিবেশনে ঢাকা কেন্দ্র থেকে সম্প্রচারিত এফএম ৯৬.৬ মেগাহার্তসে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসের ওপর রিপোর্ট, লিবিয়ার সর্বশেষ পরিস্থিতির ওপর রিপোর্ট, সৌদি আরবে সিয়া-সুন্নি পন্থিদের ওপর রিপোর্ট, জার্মান পত্র-পত্রিকায় প্রকাশিত গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনুসের ওপর খবর, কবির সুমনের কণ্ঠে ‘সকাল বেলার রোদ্দুর' গান এবং ফিচার পর্ব সবুজ পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের ফলে উত্তরাঞ্চলে বরফ গলে যাচ্ছ - এ সম্পর্কে প্রতিবেদনটি ও বিশ্বকাপ ক্রিকেটের খবর শুনে আমরা ক্লাবের সবাই ভীষণ মুগ্ধ হয়েছি৷ কিন্তু ইনবক্সে শ্রোতাদের চিঠি, এসএমএস, ই-মেলের জবাবের পরিবর্তে ব্লগ প্রতিযোগিতার ওপর প্রতিবেদনটি প্রচার করা মোটেও উচিত হয়নি৷ ব্লগ প্রতিযোগিতার ওপর লেখাটি আমরা তো অনেক আগেই ওয়েবসাইট থেকে পড়ে নিয়েছি৷ তা হলে ইনবক্সে এই প্রতিবেদনটি প্রচার করার কি যুক্তি ? বাংলা বিভাগের সবাইকে ধন্যবাদ৷ মোখলেসুর রহমান, বাংলাদেশ ডিএক্স ক্লাব ইন্টারন্যাশনাল, কুষ্টিয়া৷

প্রিয় বন্ধুরা, প্রথমেই দুঃখ প্রকাশ করছি বেশ কয়েকদিন লিখতে না পারার জন্য৷ আমি আগেই বলেছি যে, এসএসসি পরীক্ষার খাতা দেখার কারণে কয়েকদিন ব্যস্ত থাকতে হচ্ছে৷ তাই আরো কয়েকদিন তেমন লেখা হবে না৷ তবে খাতা দেখা শেষ হলেই, পুণরায় ফিরে আসব সবার মাঝে৷মোঃ ওবায়দুল্লাহ পিন্টু রেইনবো শ্রোতা সংঘ, আমলা, মিরপুর, কুষ্টিয়া৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ