1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আন্তর্জাতিক জার্মান অলিম্পিক

সুজানা কর্ডস/আরবি১৫ আগস্ট ২০১৪

হাইজাম্প বা রেসের বদলে ভাষায় দক্ষতা পরীক্ষা করা হয় ‘আন্তর্জাতিক জার্মান অলিম্পিকে’৷ ফ্রাংকফুর্টে আয়োজিত প্রতিযোগিতায় ৫০টি দেশের স্কুল-ছাত্রছাত্রীরা অংশ গ্রহণ করছে৷ সকলেই এসেছে জার্মান ভাষা শিখে৷

https://p.dw.com/p/1CukI
Symbolbild Deutschunterricht
ছবি: Fotolia/HandmadePictures

যোগ্যতার বলে অংশগ্রহণ

তারা এসেছে ব্রাজিল, ক্যানাডা, ভারত কিংবা জর্জিয়া থেকে৷ স্বদেশের স্কুলে সবচেয়ে ভালো জার্মান শিক্ষার্থী বলে গণ্য তারা৷ এই অসামান্য যোগ্যতার বলেই ফ্রাংকফুর্টের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারছে তারা, পেয়েছে জার্মানিতে আসার টিকেট৷ আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের জার্মান ভাষাজ্ঞান পরীক্ষা করা হচ্ছে এই প্রতিযোগিতায়৷

বিভিন্ন দেশে ১২.৮ মিলিয়ন ছাত্রছাত্রী জার্মান শিখছে৷ প্রতিটি দেশ দুই জন প্রতিযোগী পাঠাতে পারে ‘জার্মান অলিম্পিকে'৷ যে দেশের ভাষা শিখছে, সেই দেশে আসা অনেকের কাছে এই প্রথম৷

Internationale Deutscholympiade IDO in Frankfurt 2012
বিভিন্ন দেশে ১২.৮ মিলিয়ন ছাত্রছাত্রী জার্মান শিখছেছবি: DW

‘‘এটা আমাদের একটা নতুন দিক খুলে দিয়েছে৷'' আনন্দের সুরে বলে তাতিয়ানা ইলেনা সুরডু৷ রুমানিয়ায় প্রাক প্রতিযোগিতায় টিকে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিতে জার্মানিতে এসেছে সে৷ ‘‘আমি অনুপ্রাণিত ও উপযুক্ত৷ চ্যালেঞ্জ নিতে আনন্দ বোধ করছি৷'' উচ্ছ্বসিত হয়ে বলে তাতিয়ানা৷

শুধু ভাষাজ্ঞানই আসল নয়

৩ থেকে ১৬ই আগস্ট পর্যন্ত নানা দেশের ছাত্র-ছাত্রীরা বিশ্বের সবচেয়ে বড় জার্মান ভাষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে৷ এতে রয়েছে ভাষার বিভিন্ন বিভাগ৷ শুধু ব্যাকরণ পরীক্ষা দিলেই কাজ হবে না৷ ছাত্র-ছাত্রীদের একটি দেওয়াল পত্রিকা বের করতে হবে, টিম ওয়ার্ক করতে হবে, ধাঁধার রহস্য ভেদ করতে হবে৷

তবে এই প্রতিযোগিতায় শুধু ভাষাজ্ঞানই আসল নয়, বলেন প্রকল্পের পরিচালক ব্যার্ন্ড স্নাইডার৷ আন্তর্জাতিক ক্ষেত্রে পারস্পরিক আদানপ্রদানও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ৷ এত দেশের ছেলে-মেয়েদের ভাবের আদান-প্রদানের সুযোগ খুব কমই রয়েছে৷ তরুণ-তরুণীরা অন্য সংস্কৃতি সম্পর্কে সহিষ্ণুতা অর্জন করতে পারে, পরস্পরকে ভালোভাবে বুঝতে পারে৷ বিজয়ী হতে হলে আন্তঃসাংস্কৃতিক দক্ষতা ও টিমে কাজ করার পারদর্শীতাও থাকতে হয়৷

২০০৮ সাল থেকে জার্মানিতে

জার্মানিতে ২০০৮ সাল থেকে আন্তর্জাতিক ‘জার্মান অলিম্পিক' অনুষ্ঠিত হয়ে আসছে৷ আন্তর্জাতিক জার্মান শিক্ষকসংঘ ও গ্যোটে ইন্সটিটিউটের উদ্যোগে যাত্রা শুরু হয় এই প্রকল্পের৷ ‘জার্মান অলিম্পিক' কথাটি এসেছে সাবেক পূর্ব ব্লকের দেশগুলি থেকে৷ বলেন এই বছরের প্রকল্পের পরিচালক ব্যার্ন্ড স্নাইডার৷

তাঁর কথায়, ‘‘সেখানে গণিত, পদার্থ বিদ্যা, দাবা অলিম্পিক ও বিদেশি ভাষাজ্ঞানের দক্ষতা যাচাই করে ছাত্র-ছাত্রীদের যোগ্যতার বিচার করা হতো৷''

২০০০ সালে ক্লোয়েশিয়ায় সর্বপ্রথম ‘জার্মান অলিম্পিক' অনুষ্ঠিত হয়৷ আট বছর পর জার্মানিতে স্থান করে নেয় প্রতিযোগিতাটি৷ প্রতি দুই বছর অন্তর অন্তর জার্মানির বিভিন্ন শহরে অনুষ্ঠিত হচ্ছে এই আয়োজন৷ স্বাগতিক শহরগুলি ছিল ড্রেসডেন, হামবুর্গ ও ফ্রাংকফুর্ট৷ মাইন নদীর তীরবর্তী শহর ফ্রাংকফুর্ট দ্বিতীয়বারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করছে৷ প্রতিযোগিতার পাশাপাশি থিয়েটার ও মিউজিয়ামে যাওয়া ও স্বাগতিক দেশের আচারানুষ্ঠানের সাথে পরিচিত হওয়াটাও অংশগ্রহণকারীদের জন্য কম আনন্দের নয়৷

এই বছর আয়োজকরা ‘বিশেষ' উপহার দেওয়ার চেষ্টা করছেন৷ এর নাম দেওয়া হয়েছে ‘সংস্কৃতির আনন্দ মেলা'৷ ফ্রাংকফুর্টের অনেকেই ছুটি কাটাতে গিয়েছেন বলে অনুষ্ঠানটি বিমানবন্দরের কাছে আয়োজন করা হয়েছে৷

Deutschunterricht in Indien
আয়োজকরা ‘বিশেষ' উপহার দেওয়ার চেষ্টা করছেনছবি: picture-alliance/dpa

সেখানে কিছু না কিছু ঘটছেই৷ এই কর্মসূচিতে ‘জার্মান অলিম্পিকে' অংশগ্রহণকারীরা যার যার দেশের জাতীয় পোশাক পরে দর্শকদের সামনে উপস্থিত হবেন৷ এছাড়া আয়োজন করা হয়েছে নানা ধরনের কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানের৷ অলিম্পিকে অংশগ্রহণকারীদের সঙ্গে তাদের জার্মান শিক্ষকরাও দেশ থেকে এসেছেন৷ এই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য শিক্ষকদেরও পড়ানোর ক্ষেত্রে তাঁদের যোগ্যতা প্রমাণ করতে হয়েছে৷

জার্মান ভাষা শেখায় আগ্রহ বৃদ্ধি পাচ্ছে

বিশ্বে জার্মান ভাষা শেখায় আগ্রহ বৃদ্ধি পাচ্ছে বলে মনে করেন প্রকল্পের পরিচালক স্নাইডার৷ সাধারণত পূর্ব ইউরোপীয় দেশগুলিতে জার্মান শেখার আগ্রহ লক্ষ্য করা যায়৷ পোল্যান্ডে ২০ লক্ষের বেশি মানুষ জার্মান ভাষা শিখছেন৷ এদিক দিয়ে শীর্ষে রয়েছে দেশটি৷ ইদানীং ভারত, তুরস্ক এমনকি ভিয়েতনামেও জার্মান ভাষার চাহিদা লক্ষ্য করা যাচ্ছে৷

ব্যার্ন্ড স্নাইডার বলেন, ‘‘আমরা সীমান্ত ছাড়ানো সেতু গড়ে তুলছি৷ একই সাথে শিক্ষা ও কর্মক্ষেত্র হিসাবে জার্মানিকে তুলে ধরছি৷ হয়ত একদিন জার্মানপ্রেমী ছাত্র-ছাত্রীরা জার্মানিরই কোনো প্রতিষ্ঠানে কাজ শুরু করবে৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য