1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আট বছরের শিশুর ফেনসিডিল বহন

২১ মে ২০১১

সংসদের নবম অধিবেশন, পশ্চিমবঙ্গে মমতার শপথ, আট বছরের শিশুর ফেনসিডিল বহন - এসবই শনিবারের ঢাকার পত্রপত্রিকার প্রধান খবর৷

https://p.dw.com/p/11KlD
Weitere Schlagworte, die bei einer späteren Suche behilflich sein könnten (optional): Betreff: rohingya photos from mizan, july 18 Von: "mizanur rahman khan" ins Adressbuch An: southasia@dw-world.de Cc: burman@dwelle.de Datum: 18.07.05 15:32:16 Betreff: rohingya photos from mizan, july 18 Von: "mizanur rahman khan" declaration: This is to declare that the enclosed photographs have been taken by myself and I am the owner of this photograph. They can be included in the DW-Online data bank for use in any of the services of DW-Online. This refers to the photos titled esko and rohingya. Mizanur Rahman Khan Dhaka, Bangladesh
ছবি: DW

আগামীকাল সংসদ অধিবেশন

এই সংসদেই সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির প্রতিবেদন উপস্থাপনের কথা রয়েছে বলে জানিয়েছে প্রথম আলো৷ এছাড়া এই অধিবেশনেই সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিল পাস হওয়ার সম্ভাবনা রয়েছে৷ এই অধিবেশনে বাজেটও পাস হবে৷ তাই সব মিলিয়ে একটা গুরুত্বপূর্ণ অধিবেশনই বলা যায়৷ তবে অধিবেশনের প্রথম দিন বিএনপি সংসদে যাবে না বলে নিশ্চিত করেছে প্রথম আলো৷ আর বিডিনিউজ টোয়েন্টিফোর সহ আরও কয়েকটি পত্রিকা বলছে, এক শর্তে বিএনপি সংসদে যেতে পারে৷ সেটা হচ্ছে তাদের মধ্যবর্তী নির্বাচনের দাবি মেনে নেয়া৷ এদিকে সমকাল বলছে এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকবে না৷ এছাড়া বিদ্যুতের দাম বাড়ানোর মাধ্যমে এ খাতের লোকসান কমানো হবে বলে জানিয়েছে সমকাল৷

মমতার শপথ

সমকালের আজকের প্রধান প্রতিবেদন এটিই৷ শিরোনাম ‘দিনবদলের মুখ্যমন্ত্রী মমতা'৷ এছাড়া অন্যান্য পত্রিকায়ও বেশ গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে খবরটি৷ কোনো কোনো পত্রিকায় মমতার ছবিও ছাপা হয়েছে৷ মমতার শপথ গ্রহণের সময় বিপুল মানুষের উপস্থিতির বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেছে পত্রিকাগুলো৷ শিরোনামগুলো দেখলেই সেটা বোঝা যাচ্ছে৷ যেমন প্রথম আলোর শিরোনাম ‘জনজোয়ারে ভেসে মহাকরণে ‘জনতার মুখ্যমন্ত্রী' মমতা'৷ বিডিনিউজের শিরোনাম ‘ ভালোবাসায় ভেসে ভেসে মহাকরণে মমতা'৷ কালের কন্ঠের শিরোনাম ‘জনজোয়ারে ভেসে মমতা মহাকরণে'৷

শিশুর ফেনসিডিল বহন

আট বছরের শিশুটির নাম নাম ইয়াছিন৷ দ্বিতীয় শ্রেণিতে পড়ে৷ সমকাল বলছে ফেনসিডিল বহনের সময় ব়্যাব তাকে আটক করে৷ এর আগে ব়্যাবের একটি দল গোয়েন্দাগিরি করে মাদক ব্যবসায়ীদের সম্পর্কে কিছু তথ্য জানতে পারে৷ ঐ শিশুকে আটক করার পর তার তথ্যের উপর ভিত্তি করেই দুজনকে আটক করে ব়্যাব৷ তারা বলছে, সামান্য টাকা আর ভাল খাবারের প্রলোভন দেখিয়ে অনেকদিন থেকেই শিশুদের দিয়ে মাদক বহনের কাজ করা হচ্ছে৷

গ্রন্থনা: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম