1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আট উইকেটে হেরেও শ্রীলঙ্কার সিরিজ জয়

৭ নভেম্বর ২০১০

অনাকাঙ্খিত রেকর্ড রুখে দিল অস্ট্রেলিয়া৷ টানা আটটি আন্তর্জাতিক ম্যাচে পরাজয়ের গ্লানি সহ্য করতে হলো না অস্ট্রেলিয়ার ক্রিকেটার আর ভক্তদের৷ শেষ পর্যন্ত ব্রিসবেনে অসিরা আট উইকেটে হারালো শ্রীলঙ্কাকে৷

https://p.dw.com/p/Q0vk
Australia, batsman, Shane, Watson, Trophy, cricket, শ্রীলঙ্কা, ক্রিকেট
ফাইল ছবিছবি: AP

এটি ছিল শ্রীলঙ্কার সাথে তৃতীয় এবং ফাইনাল একদিনের আন্তর্জাতিক ম্যাচ৷ ক্রিকেট বিশ্ব বেশ আগ্রহ ভরেই তাকিয়েছিল ব্রিসবেনের দিকে৷ কারণ একের পর এক টানা সাতটি আন্তর্জাতিক ম্যাচে হেরে শোচনীয় পরিস্থিতি সৃষ্টি করেছিল ভক্তদের সামনে৷ অসিদের হারের শুরুটা গত জুলাই মাসে৷ দীর্ঘদিনের বিশ্বজয়ী অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে টেস্ট ম্যাচে হারায় পাকিস্তান৷ তারপর ভারতের বিরুদ্ধে পরপর দুটি টেস্টে পরাজয়, একটি টোয়েন্টি টোয়েন্টি আন্তর্জাতিক আর পরপর তিনটে ওডিআই বা একদিনের আন্তর্জাতিক৷

শ্রীলঙ্কার সাথে একদিনের সিরিজের প্রথম ম্যাচে মেলবোর্নে এক উইকেটে হারে অসিরা৷ সর্বশেষ সিডনির দ্বিতীয় ম্যাচেও পরাজয় ২৯ রানে৷ ধারাবাহিকতা বজায় থাকলে শ্রীলঙ্কা সিরিজ জিতবে ৩-০ তে, এমনটিই ভাবা হচ্ছিল৷ তবে তা আর হলো না৷ ব্রিসবেনে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা৷ অস্ট্রেলিয়ার বোলারদের মারাত্মক আক্রমণে ১১৫ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস৷ ৫০ ওভারের মধ্যে মাত্র ৩২ ওভার খেলতে পেরেছে তারা৷

রান তাড়া করতে নেমে ১৭০ বল হাতে রেখে মাত্র দুই উইকেটে জয়ের লক্ষ্য টপকে যায় অস্ট্রেলিয়া৷ তাদের হারাতে হয় শুধুমাত্র ওপেনার শেন ওয়াটসন এবং ব্র্যাড হ্যাডিনকে৷ মাত্র ১৫ রান করে ষষ্ঠ ওভারে মাঠ ছাড়েন ওয়াটসন৷ আর ৩১ রান করে ফার্নান্দোর হাতে ধরা পড়েন হ্যাডিন৷ অপরাজিত মাইক হাসি ছয় এবং মাইকেল ক্লার্ক করেন ৫০ রান৷

ম্যান অফ দ্য সিরিজ শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা৷ ম্যান অফ দ্য ম্যাচ পেসম্যান ক্লিন্ট ম্যাকেই৷ ৯ ওভারে ৩৩ রান দিয়ে পাঁচটি উইকেটে পেয়েছেন ম্যাকেই৷ এছাড়া নবাগত মিচেল স্টার্কস ৯ ওভারে ২৭ রান দিয়ে তুলে নেন চারটি উইকেট৷ তবে রবিবারের বড় পরাজয়ের পরও মেলবোর্ন এবং সিডনির ম্যাচে জয়ের সুবাদে ২-১ এ সিরিজ জিতেই ঘরে ফিরছেন শ্রীলঙ্কানরা৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: রিয়াজুল ইসলাম