1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আজ জুঁইফুল বিপ্লবের ডাক দিয়েছে চীন

২০ ফেব্রুয়ারি ২০১১

মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়া বিপ্লবের আগুন উদ্বুদ্ধ করছে চীনকেও৷ চীনের তেরোটি বড় শহরে আজ রবিবার জুঁই ফুলের বিপ্লবের ডাক দেওয়া হয়েছে ইন্টারনেটের মাধ্যমে৷ দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সরকার৷

https://p.dw.com/p/10Ke5
গত মার্চে হওয়া চীনের একটি বিক্ষোভছবি: AP

আজ রবিবার চীনের তেরোটি বড় শহরের প্রধান চত্বরে বিপ্লবে যারা অংশ নিতে চায় তাদের জড়ো হতে বলা হয়েছে ইন্টারনেট বার্তায়৷ নানারকমের বার্তা, কিন্তু সকলের বক্তব্য একই ধাঁচের৷ যেমন একটি বার্তা বলছে, আমরা স্বাগত জানাব ছাঁটাই হওয়া কর্মীদের, নিজেদের জমি থেকে জোর করে উচ্ছেদ করে দেওয়া মানুষদের, আমরা দাবি করব গণতন্ত্রের, প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কারের এবং একদলীয় শাসনব্যবস্থার অবসানের৷

চীনের অভ্যন্তরে এই জুঁই বিপ্লবকে রুখতে যথারীতি জোরদার ব্যবস্থা নিয়েছে চীন সরকার৷ ইন্টারনেটের নিষেধাজ্ঞা আরোপ করায় অনেক বড় সার্চ এঞ্জিনে খুঁজে পাওয়া যাচ্ছে না জেসমিন বিপ্লব নিয়ে পোস্ট৷ কিছু কিছু ওয়েবসাইটে অন্য নামে সেগুলোকে প্রচারের প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বিপ্লবের আহ্বানকারীরা৷ একধরণের ওয়েব যুদ্ধই চলছে তাদের সঙ্গে সরকারের৷

আর দেশের ভিতরের বন্ধুদের সাহায্য করতে তাই এগিয়ে এসেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্বাসনে থাকা চীনা বুদ্ধিজীবিরা৷ তাঁরা চালাচ্ছেন প্রচার৷ বলা হচ্ছে, সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে সাংহাই, বেইজিং, গুয়াংঝাউ সহ চীনের ১৩টি বড় শহরের প্রধান চত্বরে সকলে জড়ো হন রবিবার৷ ফলে বিপ্লবের ডাক ছড়িয়ে পড়েছে চীন জুড়ে৷ আজ সারাদিন তাই নজর রাখা দরকার এই বিপ্লব কোনদিকে যাচ্ছে৷ সরকার তাকে দমন করতে কোন পন্থা বেছে নিচ্ছে৷ শেষে মধ্যপ্রাচ্যের বিপ্লবের ডাক চীনের ওপরেও প্রভাব ফেলতে পারে কিনা, এই সবই৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দোপাধ্যায়

সম্পাদনা: জাহিদুল হক