1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আগামীকাল ভেনিসের দিন

৩১ আগস্ট ২০১০

ইটালির ভেনিস শহরটি নাকি খুব সুন্দর! সমুদ্রে ঘেরা! আগামীকাল থেকে সেই ভেনিসে শুরু হচ্ছে চলচ্চিত্র উৎসব৷ বছরের এই দিনটির জন্য বোধ হয় অপেক্ষা করে থাকেন চলচ্চিত্রবোদ্ধা আর দর্শকরা৷

https://p.dw.com/p/P0z3
ভেনিস, চলচ্চিত্র, উৎসব, Venice, Film, Festival
ছবি: DW-TV

আর কয়েক ঘণ্টা পর সেই অপেক্ষার অবসান হতে চলেছে৷ এবারের উৎসবে স্বল্প-মাঝারি-পূর্ণদৈর্ঘ্য মিলিয়ে ১০২টি দেশের ৪,২৫১টি চলচ্চিত্র জমা পড়েছে বলে জানা গেছে৷

এর মধ্যে অফিশিয়াল অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে ৩৫টি দেশের ৪৫টি পূর্ণদৈর্ঘ্য এবং ৩৭টি স্বল্পদৈর্ঘ্য ছবি৷ আর ‘গোল্ডেন গ্লোব'এর জন্য ২৪টি ছবি রয়েছে প্রতিযোগিতায়৷ এবারের প্রতিযোগিতায় বিচারকমণ্ডলীর সভাপতি থাকছেন মার্কিন চলচ্চিত্র পরিচালক কোয়েন্টিন টেরেন্টিনো এবং ইরানের চিত্রনির্মাতা শিরিন নেশাত৷

বাংলাদেশের চলচ্চিত্রমোদিদের জন্য এবারে একটা সুখবর আছে৷ আর তা হলো ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো মনোনীত হয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘৭২০ ডিগ্রি'৷ ছবিটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক জিকো৷ পাঁচ মিনিট দৈর্ঘের সংলাপহীন এই ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ভেনিসেই৷

অন্যদিকে, ৬৭তম এই চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের কথা ছিল বলিউডের ঐশ্বরিয়া রাই এবং অভিষেক বচ্চনের৷ তাঁদের অভিনীত ‘রাবণ' ছবিটি প্রদর্শন করা হবে সেখানে৷ কিন্তু বিধি বাম! তাঁরা তাতে যোগ দিতে পারছেন না৷ কারণ হিসাবে জানানো হয়েছে, দুটি পণ্যের বিজ্ঞাপনের সুটিং এ অংশ নিতে দুইজনই থাকবেন ব্যস্ত৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সঞ্জীব বর্মন