1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইপিএলে ব্যাঙ্গালোর ১০ উইকেটে হারালো রাজস্থানকে

১৯ মার্চ ২০১০

আইপিএলের দশম ম্যাচে বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১০ উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালসকে৷

https://p.dw.com/p/MWVQ
কুম্বলে ৯ রানে তিন উইকেট নেনছবি: AP

প্রভীন কুমারের হ্যাটট্রিক ও কুম্বলের দুর্দান্ত বোলিংয়ের সুবাদে বড় জয় পায় ব্যাঙ্গালোর৷

প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস মাত্র ৯২ রান সংগ্রহ করতে সক্ষম হয়৷ জবাবে ব্যাঙ্গালোর ৫৬ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে কোনো উইকেট না হারিয়ে৷ এ নিয়ে আসরে টানা তিন ম্যাচেই হারলো শেন ওয়ার্নের রাজস্থান৷ অপরদিকে তিন ম্যাচে এটি ব্যাঙ্গালোরের দ্বিতীয় জয়৷

ব্যাঙ্গালোরের চিন্নাস্বামি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা রাজস্থান ২৭ রানে প্রথম উইকেট খোয়ায়৷ ব্যাঙ্গালোরের অধিনায়ক কুম্বলে মাত্র ৯ রানে তিন উইকেট নেন৷ এছাড়া প্রভীন কুমার ১৮ রানে তিন উইকেট ও ক্যালিস ২ উইকেট নিলে রাজস্থানকে আসরের সবচেয়ে কম রানে ফেলে ব্যাঙ্গালোর৷

জবাবে দুই উদ্বোধনী ব্যাটসম্যান মনিষ পান্ডে ও জ্যাক ক্যালিসের ব্যাটে চড়ে ১০.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে ব্যাঙ্গালোর৷

আজ শুক্রবার দিল্লী ডেয়ারডেভিলস মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংসের৷ অন্য ম্যাচে ডেকান চার্জার্স লড়বে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে৷

প্রতিবেদক: জাহিদুল হক

সম্পাদনা: সাগর সরওয়ার