1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইপিএল’এ যোগ হচ্ছে দুটি নতুন দল

৯ মার্চ ২০১০

মঙ্গলবার ‘ইন্ডিয়ান প্রিমিয়াম লিগ’ বা আইপিএল’এর চেয়ারম্যান ললিত মোদি জানালেন, আগামী বছর থেকে দুটি নতুন দলের যুক্ত হওয়ার কথা৷ তবে এর ফলে ম্যাচের সংখ্যা বাড়লেও, অতিরিক্ত সময় লাগবে না৷

https://p.dw.com/p/MOBC
আইপিএল’এর চেয়ারম্যান ললিত মোদি (ফাইল ফটো)ছবি: AP

ললিত মোদি জানান, ‘‘ক্রিকেটের অন্য আঙ্গিকের ক্ষতি হতে পারে - এমন কিছুই করবে না আইপিএল৷'' অর্থাৎ, মাত্র সাত সপ্তাহের মধ্যেই শেষ করা হবে টুর্নামেন্ট৷ মোদি আরও বলেন, ‘‘বর্তমানে আমরা যে নিয়মে যাচ্ছি, তাতে সবাই মোটামুটি সন্তুষ্ট৷ কিন্তু, টুর্নামেন্টের সময়সীমা যদি আরও বাড়ানো হতো, তাহলে ক্রিকেটের অন্য ফর্মাটগুলির ক্ষতি হতে পারতো৷ তাই আমরা চাই না এই সময়সীমা থেকে বেড়িয়ে আসতে৷''

সাধারণত ভারতে ক্রিকেটের অফ-সিজন এপ্রিল থেকে মে মাস পর্যন্ত৷ তাই এ সময়টাকেই আইপিএল'এর জন্য বেছে নিয়েছেন ‘ইন্ডিয়ান প্রিমিয়াম লিগ'এর চেয়ারম্যান ললিত মোদি৷ তাঁর কথায়, খুব শীঘ্রই সরকারি ভাবে ম্যাচের তালিকা ঘোষণা করবে আইপিএল কমিটি৷

প্রসঙ্গত, অতিরিক্ত দুটি দল যুক্ত হওয়ায় ২০১১ সালের আইপিএল'এ ম্যাচের সংখ্যা হবে ৯৪৷ আর বর্তমানে ৪৬ দিনের টুর্নামেন্ট হলেও, শোনা যাচ্ছে আগামী বছর থেকে ৫১ দিনে শেষ করা হবে ঐ টুর্নামেন্ট৷

প্রতিবেদক : দেবারতি গুহ

সম্পাদনা : সঞ্জীব বর্মন