‘আইপড পেয়ে আনন্দিত' | পাঠক ভাবনা | DW | 22.08.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘আইপড পেয়ে আনন্দিত'

নাটোরের পাঠক রাজীব কুমার মন্ডল তাঁর পুরস্কার হাতে পেয়ে মনের ভাব প্রকাশ করেছেন ঠিক এইভাবে, ‘‘সুপ্রিয় ডয়চে ভেলে বাংলা, আমার আন্তরিক স্নেহাসিক্ত ভালোবাসাময় শুভেচ্ছা নেবেন৷ আশাকরি সপরিবারে সব্বাইকে নিয়ে ভালো আছেন...৷''

তিনি আরো লিখেছেন, ‘‘আমিও ডয়চে ভেলের সাথে ভালোই আছি৷ আপনারা জেনে খুশি হবেন যে অন্বেষণ কুইজ বিজয়ী হিসেবে আপনাদের পাঠানো ‘আইপডটি' কোনো প্রকার কাস্টম চার্জ ছাড়াই ভালোভাবে হাতে পেয়েছি৷ আগামীতেও উভয়ের মাঝে সুসম্পর্ক বজায় থাকবে এই শুভকামনা করি৷ রাজীব কুমার মন্ডল, হাসিমপুর, সালামপুর, লালপুর, নাটোর, বাংলাদেশ৷''

সেনেরহুদা, চুয়াডাঙ্গা, বাংলাদেশ থেকে পুরনো বন্ধু হায়দার মাস্টার গতকাল টেলিফোনে তাঁর আইপডের প্রাপ্তিসংবাদ জানিয়েছেন৷ তিনিও কোনো প্রকার কাস্টম চার্জ ছাড়াই আইপডটি হাতে পেয়েছেন, যা জেনে আমাদের খুবই ভালো লাগলো৷ আইপডের প্রাপ্তিসংবাদ জানানোর জন্য দু'জনকেই অনেক ধন্যবাদ৷

পরের ই-মেলটি পাঠিয়েছেন প্রদীপ বসাক, হাট সিমলা, সমুদ্র গড়, বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত থেকে৷ তিনি লিখেছেন, ‘‘খেলাধুলা পাতায় বিশ্ব সেরা জার্মানির বুন্ডেসলিগা শুরু হচ্ছে শিরোনামে লেখাটি পড়ে জানতে পারলাম শুক্রবার থেকে শুরু হচ্ছে বুন্ডেসলিগা৷ প্রতিবেদনটি পড়ে অনেক তথ্য জানতে পারলাম৷ জানতে পারলাম সুন্দর ছবিঘরের মাধ্যমে বুন্ডেসলিগার সাবেক তারকা উভে জেলারসহ সবার খবর৷ ভালো লাগলো, আপনাদের সকলকে এ জন্য ধন্যবাদ৷''

এম এ বারিক, ভাটরা, সিহালী, শিবগঞ্জ, বগুড়া, বাংলাদেশ থেকে লিখেছেন, ‘‘আজ ডয়চে ভেলের আঙুর ফলের গুণাগুণ নিয়ে লেখা প্রতিবেদন আমার ভালো লাগলো৷ এই প্রতিবেদন থেকে আঙুর ফল সম্পর্কে তথ্য জানালাম৷ ভালো লাগলো ‘‘আঙুর খান, সুন্দর থাকুন''৷

ডা. অসিত কুমার দাস মিন্টুর মন্তব্য এ রকম: ‘‘বাংলাদেশের উপার্জিত বৈদশিক মুদ্রার সিংহ ভাগ আসে গার্মেন্টস শিল্প থেকে৷ কিন্তু সেই গার্মেন্ট শ্রমিকরা তাঁদের ন্যায্য বেতন-ভাতা সঠিক ভাবে পান না৷ মালিকরা কাজ করান, কিন্তু বেতন-ভাতা দিতে গড়ি-মসি করেন৷ যার ফলে শ্রম-অসন্তোষ বৃ্দ্ধি পায়, উৎপাদন ব্যহত হয়৷ সরকার এই ব্যাপারে ব্যবস্থা নিলে ভালো ফল আসবে৷ এ বিষয়ে তথ্যপূর্ণ প্রতিবেদন প্রকাশ করায় ডয়চে ভেলেকে ধন্যবাদ৷ ডা. অসিত কুমার দাস মিন্টু, চট্টগ্রাম, বাংলাদেশ৷''

- মতামত জানানোর জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ৷ আপনাদের সুচিন্তিত মতামত নিয়ে এই পাতায় আমরা আবারো ফিরে আসবো আগামী সোমবার৷ সপ্তাহান্ত সবার ভালো কাটুক, এই কামনাই করছি৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ


নির্বাচিত প্রতিবেদন