1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইনজীবীর সঙ্গে সাকা চৌধুরীকে দেখা করতে দেয়ার নির্দেশ

৩০ ডিসেম্বর ২০১০

যুদ্ধাপরাধ মামলায় সালাউদ্দিন কাদের চৌধুরীকে তার আইনজীবীর সঙ্গে দেখা করার সুযোগ দিতে ট্রাইবুন্যাল নির্দেশ দিয়েছে৷ ১৬ই ডিসেম্বর ভোরে তাকে গ্রেফতার করা হয়৷

https://p.dw.com/p/zrYb
Salahuddin Quader Chowdhury
সালাউদ্দিন কাদের চৌধুরীছবি: Harun Ur Rashid

বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেফতার করা হয় হরতালের সময় গাড়িতে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যার এক মামলায়৷ এরপর ১৯শে ডিসেম্বর তাকে যুদ্ধাপরাধ মামলায় গ্রেফতার দেখান হয়৷ এই মামলায় বৃহস্পতিবার তাকে ট্রাইবুন্যালে হাজির করা হয় শুনানির জন্য৷

সাকা চৌধুরী শুরুতেই বিচারকের সামনে তাকে পুলিশ হেফাজতে নির্যাতনের বর্ণনা দিতে গেলে আদালত তাকে থামিয়ে দিয়ে তার আইনজীবীকে কথা বলতে বলেন৷ সালউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী এ্যাডভোকেট ফকরুল ইসলাম দাবি করেন, তাকে তার পরিবারের সদস্য বা আইনজীবীর সঙ্গে দেখা করতে দেয়া হয়নি৷ একারণে নতুন ওকালত নামায় সই দিতে পারেননি সালাউদ্দিন কাদের চৌধুরী৷ তাকে কারগারে ঠিকমত খাবারও দেয়া হচ্ছেনা বলেও তিনি অভিয়োগ করেন৷

আদালত তার কথা শুনে সালাউদ্দিন কাদের চৌধুরীকে তার আইনজীবীর সঙ্গে দেখা ও পরামর্শ করার সুযোগ দিতে নির্দেশ দেন৷ আর কারাবিধি অনুযায়ী পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে দেয়ারও আদেশ দিয়েছেন৷ তবে যুদ্ধাপরাধ মামলার শুনানি হয়নি৷

প্রসিকিউশনের সদস্যরা বলেন, এটি সালাউদ্দিন কাদের চৌধুরী এবং তার আইনজীবীর সময়ক্ষেপণের একটি কৌশল৷ চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু বলেন, তাদের অভিযোগ ধোপে টেকেনা - ‘‘সালাউদ্দিন কাদের চৌধুরীকে দেখে কে বলবে তাকে ঠিকমত খাবার দেয়া হয়না৷''

ট্রাইবুন্যাল থেকে ৩ বিচারক উঠে যাওয়ার পর সালাউদ্দিন কাদের চৌধুরী তার আইনজীবী এবং পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন৷ আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় ‘কারজাই সরকার মানিনা' বলে শ্লোগান দেন তিনি৷ আগামী ১৭ই জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে৷ ওই দিন সাকা চৌধুরীকে আবার আদালতে হাজির করা হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক