1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অস্ট্রেলিয়া দলে খেলোয়াড়ের অভাব!

২৬ জানুয়ারি ২০১১

টানা তিনবারের বিশ্বকাপ বিজয়ী অস্ট্রেলিয়া এবারও বিশ্বকাপ জয় করতে পারবে কিনা সেটি নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে বেশ সন্দেহ রয়েছে৷ কারণ একসময়ের অপরাজেয় অসি দলে এখন সেই মানের খেলোয়াড়ের অভাব৷

https://p.dw.com/p/10556
ফাইল ফটোছবি: picture alliance/empics

ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া৷ সোনালী সবুজ শিবিরে একসময় সাফল্য নিয়মিতই ধরা দিতো৷ সত্তর ও আশি দশকের শক্তিমান ওয়েস্ট ইন্ডিজের পর এই ধরণের প্রতাপ অস্ট্রেলিয়া ছাড়া এখন পর্যন্ত আর কোন দল দেখাতে পারেনি৷ বিগত শতকের নব্বই দশকের শেষ থেকে অস্ট্রেলিয়ার জয়যাত্রা শুরু৷

'৯৬ এর বিশ্বকাপ ফাইনালে মার্ক টেইলরের দল শ্রীলংকার কাছে হেরে যায়৷ কিন্তু এরপর থেকে এখন পর্যন্ত টানা তিনটি বিশ্বকাপ জিতে নিয়ে অসিরা নিজেদের ধরা ছোঁয়ার বাইরে নিয়ে গেছে৷ ১৯৮৭তে অ্যালান বোর্ডার এবং ১৯৯৯তে স্টিভ ওয়াহর নেতৃত্বে দ্বিতীয়বারের মত বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া৷ এরপর গত দুটি বিশ্বকাপ এসেছে রিকি পন্টিং এর নেতৃত্বে৷ এবারও নেতৃত্ব দিচ্ছেন পন্টিং৷ তবে সাফল্য পাওয়ার জন্য যে মানের খেলোয়াড় দরকার তা এবার দলে নেই৷ তারপরও সহ অধিনায়ক মাইকেল ক্লার্ক, অলরাউন্ডার শেন ওয়াটসন, ফাস্ট বোলার শন টেইট, মিশেল জনসন এবং ব্রেট লি যে কোন ম্যাচ একাই জিতিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন৷ তাদের সঙ্গে রয়েছে মাইক হাসির মত নির্ভরযোগ্য ব্যাটসম্যান৷ তাই অজেয় অস্ট্রেলিয়ার সামর্থ্য আগের মত না হলেও বিশ্বকাপে তাদের সাফল্য যে আসবে না সেটা নিশ্চিত করে বলা যায় না৷ তার ওপর অসিদের আরও একটি বৈশিষ্ট্য হলো, যত বড় ম্যাচ ততো ক্ষুরধার পারফরম্যান্স৷ আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বাড়তি একটি অনুপ্রেরণা তো থাকছেই৷

স্কোয়াড: রিকি পন্টিং (অধি.), মাইকেল ক্লার্ক (সহ অধি.), ডাউগ বোলিংগার, ব্র্যাড হ্যাডিন (উই.) জন হেস্টিংস, নাথান হরিটৎস ডেভিড হাসি, মাইক হাসি, মিশেল জনসন, ব্রেট লি, টিম পেইন (উই.), স্টিভেন স্মিথ, শন টেইট, শেন ওয়াটসন, ক্যামেরন হোয়াইট৷

সাফল্য: চ্যাম্পিয়ন ১৯৮৭, ১৯৯৯, ২০০৩ ও ২০০৭৷

রানার্স আপ ১৯৭৫, ১৯৯৬৷

ওডিআই অবস্থান: ১