1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অস্ট্রেলিয়ান ওপেনে এখনো পর্যন্ত শীর্ষে নাদাল

১৮ জানুয়ারি ২০১১

শীর্ষ টেনিস তারকা রাফায়েল নাদাল অস্ট্রেলিয়ান ওপেনে সহজেই নিজের অবস্থানকে ধরে রাখলেন৷ যে কাজটি ব়্যাঙ্কিং এর শীর্ষে থাকা অন্যান্য তারকারা মঙ্গলবার করতে পারেননি৷

https://p.dw.com/p/zz9n
রাফায়েল নাদালছবি: AP

ফ্রেঞ্চ ওপেন, উইম্বল্ডন এবং ইউএস ওপেন চ্যাম্পিয়ন নাদাল ৬-০ এবং ৫-০ সেটে জিতেন৷ যেখানে ব্রাজিলের মার্কোস ডানিয়েলের বাম হাঁটুতে সমস্যা দেখা দিলে খেলা থেকে নিজেকে গুটিয়ে নেন ডানিয়েল৷ অ্যান্ডি মারে ও কারল বেকের খেলাতেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে৷ স্লোভাকিয়ার কারল বেক কাঁধের ব্যাথার কারণে সময়ের আগেই খেলা থেকে সরে দাঁড়ান৷

১৯৬৯ সালে রড লেভার চারটি মেজর গ্র্যান্ড স্ল্যাম লাভ করে রেকর্ড গড়েছিলেন৷ অ্যামেরিকান কোয়ালিফায়ার রায়ান সুইটিং এর সঙ্গে পরবর্তী খেলায় নাদাল নামতে যাচ্ছেন এবার ‘রাফা স্ল্যাম' এর লক্ষ্য নিয়ে৷

স্প্যানিশ এই তারকাকে হাঁটুতে আঘাত পাওয়ার কারণে গত বছর কাতার ফাইনালে মারের বিপক্ষে খেলতে গিয়ে বিদায় নিতে হয়েছিলো৷ তাই মার্কোস ডানিয়েলের উদ্দেশ্যে তিনি বললেন, ‘ইনজুরির কারণে খেলা থেকে বেরিয়ে আসা সত্যি কষ্টের একটা অভিজ্ঞতা৷ আমি তার মঙ্গল কামনা করি৷ চাই তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক৷''

এদিকে, সাবেক এক নম্বর তারকা ডিনারা সাফিনাকে ৪৪ মিনিটের মধ্যে ৬-০, ৬-০ সেটে পরাজিত করেছেন কিম ক্লাইস্টাস৷ এবং প্রথম রাউন্ড থেকে মঙ্গলবার বিদায় নিয়েছেন বিশ্বের সাবেক শীর্ষ টেনিস তারকা আনা ইভানোভিচ৷ রাশিয়ার ইকাটেরিনা মাকারোভার কাছে ৩-৬, ৬-৪ এবং ১০-৮ সেটে হেরে বিদায় নেন বিশ্বখ্যাত এই টেনিস তারকা৷

অন্যদিকে, সুইডিশ তারকা রবিন পরাজিত করেন ইটালির পটিটো স্ট্রাসেকে৷ এবং ২০০৯ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন জুয়ান মার্টিন ডেল পোট্রো ২০১০ সালের দু:স্বপ্নকে পেছনে ফেলে অস্ট্রেলিয়ান ওপেনে গ্র্যান্ড স্লামের স্বপ্ন দেখছেন৷ গত বছর বেশিরভাগ সময় ইনজুরির কারণে তাঁকে মাঠের বাইরে থাকতে হয়েছে৷ তবে ইসরাইলের দুদি সেলাকে ৭-৬, ৬-৪ ও ৬-৪ সেটে হারালেন পোট্রো৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সঞ্জীব বর্মন