1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অস্কার বাছাইয়ে এবার নায়িকাদের প্রাধান্য

১৮ অক্টোবর ২০১০

চলতি বছরের অস্কার পুরস্কারের জন্য ইতিমধ্যেই বাছাইয়ের কাজ শুরু হয়েছে৷ তবে এবার অভিনেতা নয় অভিনেত্রীদের মধ্যে দেখা যাচ্ছে তুমুল প্রতিযোগিতা৷

https://p.dw.com/p/PgQ4
Actress Nicole Kidman
নিকোল কিডম্যানছবি: AP

আগস্ট এবং সেপ্টেম্বর মাসে ভেনিস, টেলুরাইড এবং টরন্টোতে যে চলচ্চিত্র উৎসব হয় তার পর থেকে অস্কারের জন্য বাছাই শুরু হয়ে যায়৷ এবারও তাই হয়েছে, যার চূড়ান্ত ফলাফল জানা যাবে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে৷ কিন্তু প্রতিবার দেখা যায় যে সেরা নায়িকার চেয়ে সেরা নায়কদের মধ্যেই থাকে মূল প্রতিদ্বন্দ্বিতা৷ সেরা পাঁচ বাছাই করতে গিয়েই গলদঘর্ম হতে হয় চলচ্চিত্র বোদ্ধাদের৷ কিন্তু এবার দেখা যাচ্ছে উল্টোটি৷ অর্থাৎ সেরা পাঁচ বাছাইয়ের লড়াইয়ে দেখা যাচ্ছে অনেক নায়িকাকেই৷ এদের মধ্যে যেমন রয়েছেন নিকোল কিডম্যান ও অ্যানেটে বেনিং এর মত জনপ্রিয় অভিনেত্রী, রয়েছেন জেনিফার লরেন্স এর মত একেবারে নতুন নায়িকাও৷

Sally Hawkins
ব্রিটিশ অভিনেত্রী স্যালি হকিন্সছবি: TOBIS Film

ছবির জগতে এই পরিবর্তনের কারণ কি? বিশেষজ্ঞরা বলছেন, একটা সময় ছিল যখন নায়িকাদের ভূমিকা ছিল অনেকটা নায়কের ছায়ার মধ্যে৷ কিন্তু দিন পাল্টেছে৷ এখন অনেক ছবিতে নায়িকার ভূমিকাটাই দেখা যাচ্ছে প্রধান৷ এর ফলে অস্কারে আগে যেমন সেরা পাঁচ বাছাইয়ের বেলায় অনেক নায়ককে দেখা যেত, এখন দেখা যাচ্ছে নায়িকাদের ভিড়৷ গত বছরের কথা ধরা যাক, দ্য ব্লাইন্ড সাইড ছবিতে অভিনয় করে অস্কার জেতেন অভিনেত্রী সান্ড্রা বুলক৷ তার আশেপাশে আসার মত তেমন কোন অভিনেত্রীকে পাওয়া যায়নি গত বছর৷ আর এই বছর রয়েছেন অন্তত দশজন অভিনেত্রী, যাদের অস্কারে মনোনয়ন লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে৷ আগের কয়েকজনের কথা তো আগেই বলেছি, এর বাইরেও রয়েছেন ব্রিটিশ অভিনেত্রী স্যালি হকিন্স, নাতালিয়া পোর্টম্যান, মিশেল উইলিয়ামস, অ্যানি হ্যাথেওয়ে, গিনেথ প্যাল্ট্রো, লেসলি ম্যানভিলে ও নাওমি ওয়াটস৷ তাই সেরা পাঁচে কারা থাকছেন সেটার চেয়ে এবার কারা বাদ পড়ছেন সে আলোচনাই বেশি শোনা যাচ্ছে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আরাফাতুল ইসলাম