1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অস্কারের পথে তোতলা রাজার গল্প ‘দ্য কিংস স্পিচ’

৩১ জানুয়ারি ২০১১

ব্রিটিশ ঐতিহাসিক ছবি ‘দ্য কিংস স্পিচ’ বা রাজার ভাষণ ছবিটি জিতে নিলো স্ক্রিন অ্যাক্টর গিল্ড বা এসএজি পুরস্কার৷ মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে হলিউডের শীর্ষ দু’টি পুরস্কার পাওয়ার ফলে এই ছবিটির অস্কার পুরস্কার পাওয়ার সম্ভাবনা৷

https://p.dw.com/p/107iW
‘দ্য কিংস স্পিচ’ ছবির একটি দৃশ্যছবি: centralfim

টম হুপার এর পরিচালনায় ছবিটিতে তোতলা রাজা ষষ্ঠ জর্জ'এর ভূমিকায় অভিনয় করেছেন কলিন ফার্থ৷ আর এই অভিনয়ের জন্য তিনি রবিবার সেরা অভিনেতা হিসেবে ‘এসএজি' পুরস্কার পেয়েছেন৷ এর আগে শনিবার রাতে টম হুপার সেরা পরিচালক হিসেবে জিতে নেন ডিরেক্টর্স গিল্ড অফ অ্যামেরিকা বা ডিজিএ পুরস্কার৷

অস্কারের জন্য এই ছবিটি বারোটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে৷ আর ফেব্রুয়ারি মাসের ২৭ তারিখে দেওয়া হবে অস্কার পুরস্কার৷ তাই বলা হচ্ছে, এসএজি পুরস্কার ‘রাজার ভাষণ' ছবিটির অস্কার পাওয়ার সম্ভাবনা অনেকটা বাড়িয়ে দিয়েছে৷

রাণী মা'র ভূমিকায় এই ছবিতে কাজ করেছেন হেলেনা বনহ্যাম কার্টার৷ এতে ব্রিটিশ রাজার অস্ট্রেলীয় চিকিৎসক হিসেবে অভিনয় করেছেন জেফরি রাশ৷ এর আগে ছবিটি টোরন্টো উৎসবেও পুরস্কার পেয়েছিল৷

অন্যদিকে ‘ব্ল্যাক সোয়ান' ছবিতে অভিনয়ের জন্য এসএজি এ সেরা অভিনেত্রী হিসেবে ঘোষণা করা হয় নাটালি পোর্টম্যান এর নাম৷ সহ-অভিনেতা এবং অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ক্রিস্টিয়ান বেল এবং মেলিসা লিও৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সঞ্জীব বর্মন