1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অসুস্থ মাকে দেখতে ঢাকায় সাকিব

২ মে ২০১১

মহান মে দিবসে রবিবার ঢাকায় পত্রপত্রিকার কার্যালয় বন্ধ ছিল৷ ফলে সোমবার বাংলাদেশের অধিকাংশ পত্রিকাই প্রকাশ হয়নি৷ তবে কয়েকটি সংবাদসংস্থা এবং দৈনিকের ইন্টারনেট সংস্করণে সর্বশেষ সংবাদ দেখা যাচ্ছে৷

https://p.dw.com/p/117NL
Bangladesh’s Shakib Al Hasan bats as Sri Lankan wicketkeeper Kumar Sangakkara looks on during the match between the two teams in the triangular limited-overs international cricket series that also features Zimbabwe, in Dhaka, Bangladesh, Wednesday, Jan. 14, 2009. All rounder Shakib Al Hasan hit an unbeaten 92 to guide Bangladesh to a comfortable five-wicket win over Sri Lanka on Wednesday and a place in the final of their triangular one-day series. (AP Photo/Pavel Rahman)
সাকিব আল হাসান (ফাইল ফটো)ছবি: AP

বিরোধীদের আন্দোলনের ডাক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর শিরোনাম, ‘আন্দোলনের হুমকিকে ভয় পাই না: বলেছেন শেখ হাসিনা'৷ ঢাকায় এক আলোচনা সভায় একথা বলেন তিনি৷ প্রধানমন্ত্রী বিরোধী দলের উদ্দেশ্যে বলেন, ‘‘আমাদের আন্দোলনের হুমকি দিয়ে লাভ নেই৷ আন্দোলন আমরাই করেছি৷ আমরা জানি, কীভাবে আন্দোলন করতে হয়''৷ এছাড়া বর্তমান নির্বাচন কমিশনের সংস্কার চান বিরোধী নেত্রী, জানাচ্ছে দ্য ডেইলি স্টার৷ মহান মে দিবস উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে এই দাবি করেন খালেদা জিয়া৷ তিনি বলেন, দেশে এখন কোনো সংবিধান নেই৷ বর্তমান সরকারকে ইঙ্গিত করে তাঁর বক্তব্য, ‘‘শহীদ জিয়া যে সব সংশোধনী এনেছেন, যেমন আল্লাহর ওপর আস্থা ও গণভোটের বিধান সহ বিভিন্ন সংশোধনী তারা বাতিল করে দিতে চায়৷ আমরা এ সংবিধান রক্ষায় রাজপথে আন্দোলনে নামবো''৷

এসইসি'র নতুন চেয়ারম্যান

সোমবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর মূল শিরোনাম ছিল এটি৷ সংবাদ সংস্থাটি লিখেছে, ‘নতুন চেয়ারম্যান পেয়েছে এসইসি'৷ তাঁর নাম চাকলাদার মনসুরুল আলম৷ তিনি যুক্তরাজ্য থেকে সিএ পাস করেন৷ স্নাতকোত্তর ডিগ্রি নেন লন্ডনের স্কুল অব ইকোনোমিকস থেকে৷ যুক্তরাজ্য, সৌদি আরব এবং বাহারাইনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে মনসুরুল আলম-এর৷ সরকারি বিভিন্ন সূত্রের বরাতে বিডিনিউজ এই সংবাদ প্রকাশ করেছে৷ তবে সরকারিভাবে এই নিয়োগ সম্পর্কে কিছু জানানো হয়নি৷

ঢাকায় ফিরলেন সাকিব

অসুস্থ মাকে দেখতে রবিবার সন্ধায় ঢাকা ফিরে আসেন সাকিব আল হাসান৷ তাঁর মা বর্তমানে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সাকিব কলকাতা নাইট রাইডার্সের পক্ষে খেলছেন৷ এই লিগে ইতিমধ্যে বেশ সাফল্য দেখিয়েছেন তিনি৷ তবে, কবে নাগাদ আবারো ভারতে ফিরে যাবেন, সেটা জানাননি সাকিব আল হাসান৷ খবর দৈনিক প্রথম আলো'র৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক