1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অসুস্থ বাচ্চাদের সাহায্য

আনা ভেরেনা পেটারসেন/আরবি২৬ ফেব্রুয়ারি ২০১৪

স্বদেশে যাদের চিকিৎসা সম্ভব নয়, সেই রকম কিছু আহত ও অসুস্থ বাচ্চাকে সংকটপূর্ণ নানা দেশ থেকে চিকিত্সার জন্য জার্মানিতে নিয়ে আসে ফ্রিডেন্সডর্ফ ইন্টারন্যশনাল৷ সুস্থ হলে আবার যার যার দেশে ফেরত পাঠানো হয় তাদের৷

https://p.dw.com/p/1BFGY
এক অসুস্থ বাচ্চাকে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছেন ফ্রিডেন্সডর্ফ ইন্টারন্যশনালের কর্মীরাছবি: Anna Verena Petersen/die-journalisten.de GmbH

২০১৩ সালের গ্রীষ্মে ড্যুসেলডর্ফ পৌঁছায় হুসেইন৷ অসুস্থ শিশুদের নিয়ে বিশেষ বিমানটি তাজিকিস্তান থেকে যাত্রা শুরু করে৷ মাঝখানে আফগানিস্তান, আর্মেনিয়া, জর্জিয়ায় থেমে সেখান থেকে আরো কয়েকজন অসুস্থ বাচ্চাকে ওঠায়৷

হুসেইন কাবুল থেকে উঠেছে প্লেনে৷ অনেক বাচ্চা কাঁদতে থাকে৷ কারো কারো অঙ্গপ্রত্যঙ্গ কাটা কিংবা ভয়ানকভাবে শরীর পুড়ে গিয়েছে৷ অনেককে কোলে করে নামাতে হয়৷ বেশ কিছু অ্যাম্বুলেন্স অপেক্ষা করে এই সব বাচ্চার জন্য৷ ওবারহাউসেনের ফ্রিডেন্সডর্ফ বা ‘শান্তিপল্লী' কিংবা সরসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের৷

Friedensdorf International Hilfsaktion für Kinder
ছবি: Anna Verena Petersen/die-journalisten.de GmbH

সাথে কোনো কিছু নেই

১০ বছর বয়সি হুসেইন ও ১৩ বছরের মোহাম্মদ রেজাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ সাথে কোনো মালপত্র নেই তাদের৷ মা-বাবার সঙ্গে কবে দেখা হবে জানেনা তারা৷ এটা নির্ভর করে তাদের সেরে ওঠার ওপর৷

এই দুইজনের অপারেশনটা জরুরি ছিল৷ তারা অস্থিমজ্জার সংক্রমণে ভুগছে৷ হুসেইন খেলাধুলা করার সময় গাছ থেকে পড়ে যায়৷ দেশে অপারেশন করার পর সংক্রমিত হয় ক্ষতটি৷ ‘‘এই অবস্থায় খুব খারাপ হলে হাঁটুর নীচের অংশ কেটে বাদ দিতে হয়৷ সংক্রমণ বেড়ে গেলে মৃত্যুও হতে পারে৷'' বলেন এই প্রকল্পে সম্পৃক্ত ড. ব্যার্নহার্ড পাট৷

মানসিক যন্ত্রণাও কম নয়

শারীরিক সমস্যার সাথে মানসিক যন্ত্রণাতেও ভোগে বাচ্চারা৷ অনেক শুধু মাইনের আঘাতে পা-টিই হারায়নি৷ বাবাকেও হারিয়েছে৷ ‘‘অবশ্য খেলাধুলার সময় এসব ভুলেও যায়৷ তারা তো শিশু৷'' বলেন ভারপ্রাপ্ত কর্মী ইয়াই গিসেন৷

Friedensdorf International Hilfsaktion für Kinder
ছবি: Anna Verena Petersen/die-journalisten.de GmbH

‘শান্তিপল্লী' প্রকল্পটি শুরু হয় ১৯৬৭ সালে অসুস্থ ও আহত বাচ্চাদের ভিয়েতনাম থেকে আনার মধ্য দিয়ে৷ কিন্তু সংকট, যুদ্ধ বিগ্রহ তো থেমে নেই৷ তাই আজও চলছে প্রকল্পটি৷

আজ এই সমিতি বছরে চারটি মিশনে ৫০০ পর্যন্ত বাচ্চাকে সাহায্য করে থাকে৷ হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হয়৷ প্রতিদিন স্বেচ্ছাসেবীরা তাদের দেখতে আসেন৷ ভাষার বাধা সত্ত্বেও সম্পর্ক গড়ে তুলতে চান৷

প্রথম দিকে হুসেইন ও রেজা চুপচাপ থাকতো৷ হুসেইন কম্বলের নীচে কয়েকবার কান্নাকাটি করেছে৷ লক্ষ্য করেছেন হাসপাতালের কর্মীরা৷ কিন্তু ধীরে ধীরে সুস্থ হতে থাকলে এই দুই কিশোর হাসপাতালকে মাতিয়ে রাখে৷

Friedensdorf International Hilfsaktion für Kinder
ছবি: Anna Verena Petersen/die-journalisten.de GmbH

বছরব্যাপী বেশ কিছু বাচ্চা থাকে

ওবারহাউসেনের শান্তিপল্লীতে বছরজুড়ে ১৫০ জনের মতো বাচ্চা বসবাস করে৷ হুসেইন ও রেজাকেও সেখানে আনা হবে৷ স্বদেশ থেকে আসা ছেলেমেয়েদের সঙ্গে মিলিত হতে পারবে তারা৷ নিজেদের ভাষায় কথা বলতে পারবে৷ শান্তিপল্লীর কর্মী ইয়াসমিন পেটার্স বলেন, ‘‘আমরা এখানে যার যার দেশীয় খাবার রান্না করি৷ তাদের দেশ, পরিবার পরিজন নিয়ে কথাবার্তা বলি৷ দেশের জন্য একটু মন কেমন করা ক্ষতিকর নয়৷ কেননা তাদের তো একদিন ফিরে যেতে হবে৷'' বাবা-মার কাছ থেকে আলাদা হওয়াটা একেক একেক বাচ্চা একেক রকমভাবে নেয়৷ বিশেষ করে ঘুমাতে যাওয়ার আগে অনেকের চোখ ভিজে যায়৷ জানান পেটার্স৷ তবে সমবয়সিদের সঙ্গে একত্রে থাকায় দুঃখটা ভাগাভাগি করে নিতে পারে তারা৷

Friedensdorf International Hilfsaktion für Kinder
ছবি: Anna Verena Petersen/die-journalisten.de GmbH

শান্তিপল্লীর একটি কক্ষে বিশ্বের একটি ম্যাপ ঝুলছে৷ অ্যাঙ্গোলা থেকে আসা রোমুলু বার বার ম্যাপে আঙুল দিয়ে জার্মানির সঙ্গে তার দেশের দূরত্বটা দেখানোর চেষ্টা করে৷ সে কি দেশকে মিস করে? এই প্রশ্নের উত্তরে রোমুলু বলে ‘‘হ্যাঁ অনেক বেশি'', কিছুদিন আগে ১০ বছরের জন্মদিন পালন করে সে৷ তারপর তার বন্ধু অ্যারমেনগিল্ডো-কে ডাক দিয়ে বলে আমি এখানে নতুন ভাই খুঁজে পেয়েছি৷ এই দুই বালকের পরস্পরের সঙ্গে পরিচয় হয়েছে প্লেনে৷ অপারেশনের আগে তারা প্রায় হাঁটতেই পারতো না৷ কিন্তু এখন তারা হুটোপুটি করে৷

জটিল সমস্যা থাকলে বেশিদিন রাখা হয়

বেশিরভাগ বাচ্চাই মাস ছয়েক জার্মানিতে থাকে৷ অবশ্য এর ব্যতিক্রমও রয়েছে৷ জটিল সমস্যা থাকলে বেশিদিনও রাখা হয় সেই সব বাচ্চাকে৷ বর্তমানে এখানে বসবাসরত ৮০টি বাচ্চার মধ্যে ২৫ থেকে ৩০ জন বেশ কিছুদিন ধরে রয়েছে৷ ‘‘আমাদের এখানে একটি ছেলে তো তার মাতৃভাষাই ভুলে গিয়েছে, কেননা এখানে আসার সময় সে খুব ছোট ছিল৷'' বলেন দায়িত্বপ্রাপ্ত কর্মী ইয়াই গিসেন৷

দীর্ঘদিন জার্মানিতে থাকলে স্বদেশের স্মৃতি বিলীন হতে থাকে৷ যেমনটি হয়েছে ১২ বছর বয়সি গুলরাহমানের ক্ষেত্রে৷ তিন বছরের বেশিদিন ধরে সে জার্মানিতে আছে৷ বাবা গ্রাম থেকে কাবুলে নিয়ে এসেছিল তাকে চিকিৎসার জন্য৷ পাঁয়ে জটিল এক ক্ষত ছিল তার৷ অনেকবার অপারেশন করা হয়েছে৷ প্রায়ই হুইল চেয়ারে বসতে হয়েছে৷ এখন সে স্বাভাবিকবভাবেই হাঁটতে পারে৷ অনর্গল জার্মান ভাষায় কথা বলতে পারে৷ মা-বাবাকে ৩০ মাসেরও বেশিদিন ধরে চিঠি লিখছে সে৷ ‘‘আমার শুধু বাবার কথাই মনে আছে৷ ভাইবোনদের কথা খুব একটা মনে নেই৷'' বলে এই আফগান বালক৷ তবুও সে তাড়াতাড়ি দেশে ফিরতে চায়৷ তার আলমারিতে একটি পারিবারিক ছবি রয়েছে৷ যেটি সে মাঝে মাঝে দেখে৷

কেউ কেউ দেশে ফিরতে চায় না

তবে সবাই যে দেশে ফিরতে চায় তা নয়৷ ১৩ বছরের রেজা যখন দেশের কথা বলে, তখন বিষণ্ণ এক ছবিই ফুটে ওঠে তার বর্ণনায়৷ মা ও ছোট বোনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেখানে৷ বাবা অতি বৃদ্ধ৷ সবসময় ধূমপান করেন৷ না দেশে ফিরতে চায় না সে৷ রাগের সুরে জানায় রেজা৷ শান্তিপল্লীর কর্মী ইয়াসমিন পেটার্স জানান, ‘‘এই ধরনের কথা রোগীদের কাছ থেকে খুব কমই শোনা যায়৷ তবে বিমানে উঠলে অন্যদের আনন্দটা তাদের মধ্যেও ছড়িয়ে যায়৷''

বড় ধরনের উত্তেজনা ও হতাশা এড়ানোর জন্য যাত্রার অল্প আগে বাচ্চাদের জানানো হয় যে তারা দেশে ফিরছে৷ এবার মোহাম্মদ রেজা ও হুসেইনও ফিরছে৷ কাবুলে রেড ক্রিসেন্টের কর্মীরা তাদের মা-বাবাকে বুঝিয়ে বলবেন, কীভাবে জার্মানিতে তাদের চিকিৎসা করা হয়ছে৷ থেরাপি কিংবা ওষুধপত্র তাদের আর লাগবে না৷ ইতিমধ্যে দুজনই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে৷ ছয় মাস জার্মানিতে থাকার পর আবার তারা স্বদেশে ফিরবে৷ মিলিত হবে আপন সংস্কৃতি, বাড়িঘর ও পরিবারের সাথে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য