1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জলমানবের ২১তম স্বর্ণ

১০ আগস্ট ২০১৬

রিও অলিম্পিকের চতুর্থ দিনে স্বর্ণ পদক জিতেছে জার্মানি৷ তবে সবার প্রত্যাশা মিটিয়েছেন মাইকেল ফেল্পস৷ সাঁতারে ২১ তম স্বর্ণ পদক জিতেছেন তিনি৷ আর সেরেনা উইলিয়ামসকে বিদায় নিতে হয়েছে অলিম্পিক থেকে৷

https://p.dw.com/p/1Jf74
Rio Momente 08 08 Schwimmen Michael Phelps
ছবি: Getty Images/AFP/ R. Heathcote

ফেল্পসের ২১

২০০ মিটার বাটারফ্লাইয়ের স্বর্ণ পদকটা জিতেই সতীর্থদের সঙ্গে জিতলেন ৪x২০০ মিটার ফ্রিস্টাইল রিলের সোনা৷ সব মিলিয়ে মার্কিন এই সাঁতারুর ঝুলিতে জমা পড়লো ২১টি স্বর্ণপদক৷ রিও অলিম্পিকে তিনটি সোনা হলো জলমানবের৷ রূপা জিতেছে যুক্তরাজ্য আর জাপানের সাঁতারুরা পেয়েছে তৃতীয় স্থান৷ এই ইভেন্টে টানা চারটি অলিম্পিকে সেরা হলো যুক্তরাষ্ট্রের সাঁতারুরা৷ ২০০ মিটারে ফেল্পস সময় নিয়েছিলেন এক মিনিট ৫৩.৩৬ সেকেন্ড৷ দ্বিতীয় অবস্থানে থাকা জাপানের সাকাই নিয়েছে এক মিনিট ৫৩.৪০ সেকেন্ড৷

ক্যারিয়ারের শেষপ্রান্তে এসে ৩১ বছর বয়সি ফেল্পসের ঝুলিতে এখন অলিম্পিকের ২১টি সোনা, দু'টি রূপা ও দু'টি ব্রোঞ্জ নিয়ে মোট ২৫টি পদক৷

জার্মানির প্রথম সোনা

অবশেষে জার্মানির ভাগ্যে শিকে ছিড়েছে৷ রিও অলিম্পিকে স্বর্ণ জিতেছে জার্মানি৷ মিশায়েল ইয়ুং ‘ইকুয়েস্ট্রিয়ান' ঘোড়দৌড়ের একক ইভেন্টে স্বর্ণ জিতেছেন৷ ইয়ুং-এর অলিম্পিকে এটি তৃতীয় স্বর্ণ৷ এই ইভেন্টে ৪০.৯০ পয়েন্ট পেয়ে জিতেছেন তিনি৷

Michael Jung Rio 2016 Reiten Vielseitigkeit
মিশায়েল ইয়ুং ‘ইকুয়েস্ট্রিয়ান' ঘোড়দৌড়ের একক ইভেন্টে স্বর্ণ জিতেছেনছবি: Getty Images/M. Haffey

সেরেনার পরাজয়

রিও অলিম্পিকে বিশ্বের এক নম্বর টেনিস তারকা সেরেনা উইলিয়ামস উমেনস সিঙ্গেলস-এ ৬-৪, ৬-৩ গেমে ইউক্রেনের এলিনা স্ভিতোলিনার কাছে হেরেছেন৷ এই গ্রীষ্মেই সেরেনা ষষ্ঠ উইম্বলডন চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন৷

Rio Momente 09 08 Tennis Serena Williams
সেরেনা উইলিয়ামসের বিদায় রিও অলিম্পিকেছবি: Reuters/T. Melville

জিমন্যাস্টিক

১৯ বছরের মার্কিন জিমন্যাস্টিক সেনসেশন সিমোন বিলস-এর দৌরাত্মে যুক্তরাষ্ট্রের দল দলীয় জিমন্যাস্টিকে স্বর্ণ জিতেছে৷ সর্বকালের সেরা জিমন্যাস্ট বলা হচ্ছে বিলসকে৷ ১৮৪.৮৯৭ স্কোর করেছে তারা, দ্বিতীয় অবস্থানে থাকা রাশিয়ার চেয়ে যা আট পয়েন্ট বেশি৷

জার্মানির নারী ফুটবল দল

দু'বারের ফুটবল বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি৷ দেশটির নারী ফুটবল দল রিও অলিম্পিকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে৷ ২০০০ থেকে ২০০৮ পর্যন্ত অলিম্পিকে ব্রোঞ্জ মেডেল ছাড়া আর কিছুই জোটেনি দলটির ভাগ্যে৷

Rio Momente 09 08 Frauenfußball Deutschland vs. Kanada
কানাডার বিপক্ষে জার্মানির জয়ছবি: picture-alliance/AP Photo/E. Peres

ভারোত্তোলন

ভারোত্তোলনে চীনের ডেঙ ওয়াই ৬৩ কেজি ওজন ক্যাটাগরিতে স্বর্ণ জিতেছেন৷ পাশাপাশি গড়েছেন বিশ্ব রেকর্ড৷ প্রতিক্রিয়ায় ডেঙ বলেন, যেহেতু এটা তার প্রথম অলিম্পিক তাই একটু ভয় পাচ্ছিলেন, কিন্তু তার লক্ষ্য ছিলো বিশ্ব রেকর্ড গড়ার৷ তাই এটা অপ্রত্যাশিত ছিল না৷

জার্মানির রৌপ্য পদক

জার্মানির মনিকা কার্শ ২৫ মিটার শ্যুটিং-এ রৌপ্য পদক জিতেছেন৷ এই ইভেন্টে স্বর্ণ জিতেছেন গ্রিক শ্যুটার আনা কোরাকাকি৷

এপিবি/ডিজি (এপি, এএফপি, ডিপিএ)