1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অলিম্পিক্স: মারিয়া রীশ আবার সোনা জিতলেন

২৭ ফেব্রুয়ারি ২০১০

গত সপ্তাহে সুপার-কম্বাইন্ড-এ সোনা জেতার পর শুক্রবার মহিলাদের শেষ এ্যালপাইন দৌড় স্লালোমেও নিজের আধিপত্য বজায় রাখলেন জার্মানির মারিয়া রীশ৷ জেতার পর বন্ধু লিন্ডসে ভন’কে আলিঙ্গন৷

https://p.dw.com/p/MDea
স্লালোমের প্রথম পর্বে মারিয়া রীশছবি: AP

২৫ বছর বয়সী রীশ স্লালোমে বিশ্ব চ্যাম্পিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের লিন্ডসে ভনের বহুকালের প্রতিদ্বন্দ্বী৷ রীশই একমাত্র স্কি খেলোয়াড়, যিনি এবার ভ্যাঙ্কুভার গেমসে দুটি এ্যালপাইন দৌড়ে সোনা জিতলেন৷ অপরদিকে ভন তাঁর ভাঙা কড়ে আঙুলে ব্রেস বেঁধেই দৌড়ে নেমেছিলেন, কিন্তু প্রথম পর্বেই ক্র্যাশ করে রেস থেকে বিদায় নেন৷ দ্বিতীয় পর্বে আবহাওয়া খারাপ হতে শুরু করে: বরফ পড়তে থাকে, স্কি'র ঢাল প্রায় দেখাই যাচ্ছে না৷ এ' সব সত্ত্বেও রীশ এবং তাঁর নিকট প্রতিযোগীদের চঞ্চল হতে দেখা যায়নি৷ রীশের সোনার পর রুপো জেতেন অস্ট্রিয়ার মার্লিস শিল্ড এবং ব্রোঞ্জ নেন চেক প্রজাতন্ত্রের সার্কা জারোবস্কা৷

‘ড্রিম ফাইনাল'

ওদিকে আইস হকি এগোচ্ছে তার ‘ড্রিম ফাইনালের' দিকে৷ মার্কিনিরা এবার গতবারের রৌপ্যজয়ী ফিন'দের দাঁড়াতেই দেয়নি৷ গেট থেকে বেরিয়ে ফার্স্ট পিরিয়ডেই ছ'টি বিদ্যুতের মতো গোল! মাত্র ১৩টি শটে৷ ফিনদের গোলটেন্ডার কিপ্রুসফ একবার সাতটি শটে চারটি গোল খেয়েছে, তাদের মধ্যে আবার দু'টি মাত্র ৩২ সেকেন্ডের ব্যবধানে৷ কে জানে মার্কিনিরা ২০০৬ সালে টুরিন গেমসের প্রতিশোধ নিচ্ছিল কিনা৷ সেবার তারা কোয়ার্টার ফাইনালে এই ফিনদের কাছেই হারে৷ এবার ফাইনালে তাদের প্রতিদ্বন্দ্বী হবে ক্যানাডা অথবা স্লোভাকিয়া৷

‘কুইন য়ু-না'

নতুন অলিম্পিক ফিগার স্কেটিং চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার কিম য়ু-না বলেছে, তার এক্ষুণি অবসর নেওয়ার কোনো ইচ্ছা নেই৷ ১৯ বছর বয়সের মেয়ে, সবে অলিম্পিকে এমন একটি পারফরমেন্স দেখিয়েছে, যা অলিম্পিকের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, বলছেন ভাষ্যকাররা৷ সে অবসর নিতে যাবে কোন দুঃখে? দুঃখে নয়, আনন্দে, বিশেষ করে এক ধাক্কায় মাল্টি-মিলিওনেয়ার হওয়ার আনন্দে৷ তার চারজন অলিম্পিকের সোনা জেতা পূর্বসূরিরা যা করেছে: শিজুকা আরাকাওয়া, সারা হিউস, টারা লিপিনস্কি এবং অকসানা বাইউল৷ কিম কিন্তু বলছে, সে মার্চেই টুরিনে বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেবে, এবং সেজন্য এখনই তার মন পড়ে রয়েছে টরোন্টো'র ক্রিকেট, স্কেটিং এবং কার্লিং ক্লাবে, যেখানে সে প্র্যাকটিস করে৷

প্রতিবেদক: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই