1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অলিম্পিকের সময় স্টেডিয়াম ভরাতে লন্ডনের উদ্যোগ

১৫ অক্টোবর ২০১০

নতুন দিল্লির কমনওয়েলথ গেমস মোটামুটি সফল হলেও স্টেডিয়ামে দর্শকদের অভাব দেখা গেছে৷ ২০১২ সালের লন্ডন অলিম্পিক প্রতিযোগিতায় এই ঘাটতি এড়াতে টিকিটের দাম যথেষ্ট কমানো হচ্ছে৷

https://p.dw.com/p/PfCU
ফাইল ফটোছবি: AP

টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেট বা বড় ক্লাবের ফুটবল ম্যাচের সময় কে না চায় মাঠে থাকতে? কিন্তু বাকি খেলাগুলির ক্ষেত্রে তেমন উৎসাহ দেখা যায় না৷ এই বাস্তব মাথায় রেখেই লন্ডন অলিম্পিক্সের উদ্যোক্তারা টিকিটের দাম বেঁধে দিয়েছেন৷ যেমন উদ্ঘাটন অনুষ্ঠানের টিকিটের সর্বোচ্চ দাম ২,০১২ পাউন্ড হলেও বেশ কিছু খেলার জন্য টিকিট বেঁধে দেওয়া হচ্ছে মাত্র ২০ পাউন্ড৷

লন্ডন অলিম্পিকে ২৬টি বিভিন্ন ক্রীড়ার প্রদর্শন দেখা যাবে৷ প্রায় ৮ লক্ষ ৮০ হাজার টিকিট প্রকাশ্যে বিক্রি করা হবে৷ এর মধ্যে প্রায় ২৫ লক্ষ টিকিটের দামই হবে ৫০ এবং ২০ পাউন্ড অথবা তারও কম৷ শুধু তাই নয়, শিশু ও কিশোরদের জন্য থাকছে আরও ছাড়ের ব্যবস্থা৷ যেমন ১০ বছরের কোনো কিশোর ১০ পাউন্ড দিয়ে টিকিট কিনতে পারবে৷ যে কোনো টিকিট দেখিয়ে বিনামূল্যে লন্ডনের ট্রামে-বাসেও ওঠা যাবে৷

আয়োজক কমিটির সভাপতি সেবাস্টিয়ান কো শুক্রবার এই ঘোষণা করে বলেন, ‘‘এ হলো টিকিট বিক্রির সব কৌশলের বাপ'৷ তাঁর মতে, লন্ডন অলিম্পিকের সময় গ্যালারি খালি রাখা কোনমতেই মেনে নেওয়া যাবে না৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক