1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অর্থ চেয়ে ফেঁসে গেলেন ফিফার নির্বাহী সদস্যদের ক'জন

১৮ নভেম্বর ২০১০

২০১৮ এবং ২০২২ সালে বিশ্বকাপ ফুটবল আসরের আয়োজক নির্ধারণে কর্মরত নির্বাহী কমিটি থেকে দু'জন সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করল আন্তর্জাতিক ফুটবল নজরদারি সংস্থা ফিফা৷

https://p.dw.com/p/QCWQ
আমস আডামু ও রেনাল্ড টেমারিছবি: picture-alliance/Pressefoto ULMER/DW-Montage

ফিফা'র আচরণবিধি লঙ্ঘনের অভিযোগেই তাঁদের এই শাস্তি বলে খবরে প্রকাশ৷

বৃহস্পতিবার সুরিশে এক সাংবাদিক সম্মেলনে ফিফা'র আচরণবিধি বিষয়ক কমিটির প্রধান ক্লাউডিও সুলসার বলেন, আচরণবিধি বিষয়ক কমিটির তদন্তের পর আমস আডামু এবং রেনাল্ড টেমারির বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এছাড়া নির্বাহী পরিষদের সাবেক আরো চার সদস্যের বিরুদ্ধেও একই সিদ্ধান্ত নিয়েছে ফিফা৷ তিন বছরের জন্য যে কোন ফুটবল কার্যক্রম থেকে নিষেধাজ্ঞা আডামুর বিরুদ্ধে৷ সাথে তাঁকে জরিমানা করা হয়েছে ১০ হাজার সুইস ফ্রাঁ, যা ১০,১৩০ ডলারের সমান৷ আর টেমারিকে বরখাস্ত করা হয়েছে এক বছরের জন্য৷ তাঁকে জরিমানা করা হয়েছে পাঁচ হাজার সুইশ ফ্রাঙ্ক৷

বিশ্বকাপ আসর আয়োজনে সমর্থন দেওয়ার জন্য আগ্রহী দেশসমূহের কাছে নাকি অর্থ চেয়েছিলেন এই দুই সদস্য৷ কিন্তু ‘ব্রিটিশ সানডে টাইমস' পত্রিকা গোপনে এই ঘটনার ছবি তুলে প্রকাশ করে দেওয়ার পর ফিফা এই ঘটনার তদন্তে নামে৷ আর তদন্তের পর এমন দণ্ডের বিধান সংশ্লিষ্টদের বিরুদ্ধে৷ তবে ফিফার এই সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁরা আপিল করতে পারবেন৷

Sepp Blatter
এবার ঘর সামলাতে হবে সেপ ব্লাটারকেছবি: AP

ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে শাস্তির সম্মুখীন অপর চার সাবেক সদস্যের মধ্যে রয়েছেন বৎসোয়ানার ইসমাইল ভামজি, মালি'র আমাদু ডায়াকিট, টোঙ্গা'র আহোঙ্গালু ফুজিমালোহি এবং তিউনিসিয়ার স্লিম আলৌলু৷ আগামী চার বছরের জন্য ফুটবল অঙ্গনের সকল কার্যক্রম থেকে নিষিদ্ধ হলেন ভামজি৷ ডায়াকিট এবং ফুজিমালোহির বিরুদ্ধে তিন বছরের নিষেধাজ্ঞা এবং আলৌলু নিষিদ্ধ হলেন দুই বছরের জন্য৷ এই চার জনের প্রত্যেককে জরিমানা করা হয়েছে ১০ হাজার সুইশ ফ্রাঁ করে৷

বৃহস্পতিবারের সিদ্ধান্তের ফলে ২০১৮ এবং ২০২২ সালের বিশ্বকাপ আসরের আয়োজক দেশ নির্ধারণে ভোটাভুটিতে অংশ নিবেন ২২ জন সদস্য৷ আগামী ২ ডিসেম্বর সুরিশে অনুষ্ঠিতব্য এই ভোটাভুটিতে ২৪ জনের অংশ গ্রহণের কথা ছিল৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক