1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অর্থনীতির চাকা সচলে ওবামা’র নতুন পরিকল্পনা

৭ সেপ্টেম্বর ২০১০

মার্কিন যুক্তরাষ্ট্রে আর্থিক মন্দার কবলে পড়ে গেল বছরে হাজার হাজার মানুষ চাকরি হারিয়েছে৷ ফলে উন্নয়নের গতি বেশ থমকে দাঁড়িয়েছিল৷ এ অবস্থার অবসান চান প্রেসিডেন্ট বারাক ওবামা৷

https://p.dw.com/p/P5i7
প্রেসিডেন্ট বারাক ওবামাছবি: AP

সে জন্য ওবামা প্রশাসনের উদ্যোগ ছিল বেশ চোখে পড়বার মতো৷

অবকাঠামোর উন্নয়নের সঙ্গে দেশের উন্নতি জড়িত- এমনটাই মনে করেন প্রেসিডেন্ট ওবামা৷ আর তাই সোমবার তিনি ঘোষণা করলেন নতুন এক উচ্চাভিলাষী পরিকল্পনার৷ এই পরিকল্পনা বাস্তবায়নে খরচ হবে পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলার৷ প্রেসিডেন্ট ওবামা তাঁর নতুন এই পরিকল্পনার কথা প্রকাশ করলেন এক অনুষ্ঠানে৷ তিনি বললেন, ‘আগামী ছয় বছরে এই অর্থে আমরা পুনর্নিমাণ করবো এক লাখ পঞ্চাশ হাজার মাইল রাস্তা৷ নতুন করে নির্মাণ এবং পুরনো রেলপথ মেরামত করা হবে চার হাজার মাইল৷ বিমান বন্দরের জন্য নতুন ধাঁচের রানওয়ে নির্মাণ করা হবে দেড়শ মাইল৷ গড়ে তোলা হবে অত্যাধুনিক এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম৷ এর ফলে কমে যাবে যাত্রাকালীন সময়, দ্রুত নির্দিষ্ট স্থানে পৌঁছাতে পারবেন যাত্রীরা৷ আর এসবের সঙ্গে যে বিষয়টি জড়িত তা হলো নতুন কর্মসংস্থান৷' ওবামা বলছেন, ‘এর ফলে একদিকে নতুন কাজের পরিবেশ সৃষ্টি হবে এবং অন্যদিকে অর্থনীতির চাকা ঘুরবে আরও ভালো ভাবে৷'

USA / Washington / Demonstration / Konservative
জনগণের আর্থিক অবস্থা পরিবর্তন করতে চান ওবামাছবি: AP

বলে রাখা ভালো, আর্থিক মন্দার কবলে পড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের চাকুরি বাজারে যে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে, তার রেশ কিন্তু এখনো কাটেনি৷ গত শুক্রবার মার্কিন শ্রম বিভাগের প্রকাশিত প্রতিবেদনে দেখা গেল বেকারের সংখ্যা জুলাই মাসের তুলনায় অগাস্ট মাসে বৃদ্ধি পেয়েছে৷ জুলাই মাসে ছিল শতকরা ৯ দশমিক ৫ শতাংশ আর এর পরের মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৬ শতাংশে৷

তবে ওবামার এই ঘোষণা এক্ষুনি চূড়ান্ত বলে ধরে নেয়া যায় না৷ কারণ তাঁর এই প্রস্তাবে সমর্থন লাগবে কংগ্রেসের৷ ৫০ বিলিয়ন মার্কিন ডলারের সরকারি বিনিয়োগের এই অর্থের যোগান আসবে করের মাধ্যমে৷ কংগ্রেস সাধারণ জনগণের উপর নতুন করে করের বোঝা চাপাতে দেবে কিনা, তাই এখন আলোচনার শীর্ষে৷ প্রেসিডেন্ট ওবামা আগামী বুধবার ওহিয়ো রাজ্যে সফরে যাবেন৷ সেখানেই তিনি তাঁর নতুন কর প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করবেন বলে মনে করা হচ্ছে৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আরাফাতুল ইসলাম