অর্থনীতির খবর ভালো লাগে | পাঠক ভাবনা | DW | 04.12.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

অর্থনীতির খবর ভালো লাগে

‘‘এশিয়ার দেশগুলিতে প্রবৃদ্ধির হার বিশ্বের অপরাপর এলাকার চেয়ে বেশি হবে, বলে মনে করেন ওইসিডি-র অর্থনীতিবিদ আলভারো পেরেইরা৷বিশ্ব অর্থনীতি নিয়ে এশিয়ার প্রবৃদ্ধি৷''

এই মন্তব্য পাঠক সোহেল রানা হৃদয়ের৷ তাঁর ভাষায়, ‘‘দারুণ এই খবরটি আমাদের সবাইকে আশ্বস্ত করেছে৷ আমরা এগিয়ে যেতে চাই আরো সমৃদ্ধির পথে৷''

তিনি আরো জানিয়েছেন, ‘‘দাঁতকে সাদা করার জন্য ১০টি খাবোরের ছবিসহ বর্ণনা পেয়ে দারুণ লাগলো, এগুলো আসলেই বেশ উপকারী৷ বিশেষ করে পেয়াজের বর্ণনা বেশ মজার৷ দারুণ সব ছবি দিয়ে এটিকে উপস্থাপন করার জন্য ধন্যবাদ৷''

তাঁর আরো মতামত, ‘‘ভারতের ভোপালের গ্যাস বিপর্যয়ের ৩০ বছর নিয়ে প্রতিবেদনটি থেকে নানা বিষয় নিয়ে জানতে পারলাম৷ আসলেই ব্যপারটি বেশ দুঃখের৷ ভালো থাকবেন সবাই৷ মো. সোহেল রানা হৃদয়, ঢাকা সেনানিবাস থেকে৷''


পরের ই-মেলটি পাঠিয়েছেন হরিপুর, চাটমোহর, পাবনা থেকে ডা. এস এম এ হান্নান৷ তিনি শুরু করেছেন এভাবে, ‘‘বন্ধুরা, ডয়চে ভেলের ওয়েবসাইট ভিজিট করে খুব ভালো লাগে৷ আপনাদের ছবিঘরে আরো বেশি বেশি পর্যটন এলাকা, পুরাকৃর্তির ছবি, বিশ্বের নামকরা মসজিদের ছবি সংযোজন করার জন্য বিনীত অনুরোধ রইল৷ ডা. এস এম এ হান্নান, হরিপুর, চাটমোহর, পাবনা৷''

- লেখার জন্য দু'জনকেই ধন্যবাদ৷ আবারো মতামত জানাবেন, কেমন? অন্য বন্ধুদের কাছেও একই অনুরোধ করছি আমরা৷ সবার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন