অভিনব বিয়ে | পাঠক ভাবনা | DW | 20.09.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

অভিনব বিয়ে

গতকাল রাতের অনুষ্ঠানে আফ্রিকার একটি দেশে একটি মেয়ে অন্য একটি মেয়েকে বিয়ে করে সংসার করে –এমন অভিনব বিয়ের কথা জানলাম৷ সবুজ ..

পৃথিবীতে, গবেষণায় দেখা গেছে গবাদি পশুর মাধ্যমে কিভাবে জলবায়ু পরিবর্তে প্রভাব পরে৷ এছাড়াও নিয়মিত বাংলা গান প্রচার অসাধারণ লাগছে৷ আব্বাস উদ্দিন এবং আবদুল আলীমের কন্ঠের গান শুনতে চাই৷

শ্রোতাদের মতামতের পাতায় আজকেও দেখলাম অনেক নতুন শ্রোতার মতামত৷ যা দেখে খুব ভালো লাগলো৷ পুরনোদের পাশাপাশি নতুন নতুন শ্রোতারা এখন ডয়চে ভেলের অনুষ্ঠান ও ওয়েবসাইটের সাথে যুক্ত হচ্ছে তা অত্যন্ত আনন্দের৷ আমাদের এলাকাতেও অনেক নতুন শ্রোতা তৈরি হচ্ছে৷ ওয়েবসাইটের তথ্যবান্ডার সমৃদ্ধ হওয়ায় দিনদিন দর্শক সংখ্যা বাড়ছে, ধন্যবাদ৷ মাইকেল ও নরেশ হালদার৷ শম্পা রানী বালা, কানন রানী টিকাদার, ভয়েস অফ জার্মানি লিসনার্স ক্লাব, জলির পাড়, গোপালগঞ্জ, বাংলাদেশ৷

সুপ্রিয় বন্ধুরা, এখন রাত তিনটা বাজে৷ তিন ঘন্টা ব্যাপী আমি আপনাদের ওয়েব সাইট ভিজিট করে সংবাদ, দেশ-বিদেশের চলতি ঘটনা প্রবাহ এবং চমৎকার সব ফিচারঅত্যন্ত ধৈর্য ও মনোযোগ সহকারে পড়লাম৷ যেমন- বিজ্ঞান প্রযুক্তির পাতায় তেলের রাণী মরক্কোর অরগান এখন ইউরোপের বাজারে, ব্রাজিলে গরুর কানের দুলে মাইক্রোচিপ ব্যবহার সম্পর্কে এবং সংস্কৃতি বিনোদনের পাতায় হাত-পা বিহীন ফরাসি প্রতিবন্ধী ফিলিপ ক্রইজেঁর ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার ওপর তথ্যসমৃদ্ধ ও মনোগ্রাহী প্রতিবেদনগুলো আপডেট করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ৷ মোখলেসুর রহমান, কুষ্টিয়া,বাংলাদেশ৷

আমি আমার দুলাভাই বিধান চন্দ্র টিকাদারের সাথে বসে আপনাদের ওয়েবসাইট দেখছি৷ খুব ভালো লাগছে সমস্ত বিষয়৷ সংবাদ, বিনোদন, খেলাধুলাসহ নানা ধরণের তথ্য এখানে দেখছি৷ অনেক অনেক ধন্যবাদ এমন সুন্দর ওয়েবসাইটের জন্য৷ পপি বৈদ্য, ঢাকা, বাংলাদেশ৷

ডয়চে ভেলে একটি সফল প্রচার মাধ্যম তার পাশাপাশি একটি ভালোবাসার নাম৷ নিরপেক্ষ সংবাদ এবং তথ্যপূর্ণ ও বস্তুনিষ্ঠ অনুষ্ঠান প্রচারের নাম৷ আমরা এই সত্য উপলব্ধি করে আসছি তিন দশকেরও বেশি সময় ধরে৷ মোঃ হাফিজুর রহমান, চুপী, বর্ধমান, ভারত৷

নিরপেক্ষভাবে দেশ বিদেশের সংবাদ প্রচার করার জন্য ডয়চে ভেলেকে ধন্যবাদ৷ ফুলেশ্বর বর্মন, দেবিগঞ্জ, পঞ্চগড়, বাংলাদেশ৷

আমার আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা গ্রহণ করবেন৷ আশা করি আপনারা ডয়চে ভেলে বাংলা বিভাগের সবাই ভাল আছেন৷ নিয়মিতভাবে শুনছি আপনাদের সকালের এবং রাতের বাংলা অনুষ্ঠান৷ আজ সকালের অনুষ্ঠানে শুনলাম বিজ্ঞান ডট কম৷ এতে মোবাইল চ্যাটিং সম্পর্কে বলা হলো৷ জানলাম স্কাইপ প্রোগাম মোবাইলে থাকলে সারা বিশ্বে কথা বলা যাবে বিনা খরচায়৷ ভীষণ ভাল লাগলো পরিবেশনাটি৷ ধন্যবাদ ডয়চে ভেলেকে৷ ভাল থাকবেন সবাই৷ মোঃ সাইফুল ইসলাম, ইয়ূথ রেডিও ক্লাব, চাঁদনী বাজার,বগুড়া-৫৮০০ বাংলাদেশ৷

ডয়চে ভেলে থেকে প্রচারিত অনুষ্ঠান খুব ভালো লাগে এবং নিয়মিত শুনি৷ নিয়মিত এসএমএস পাঠাই কিন্তু পড়ে শোনানো হয়না৷ মোঃ দিপু হক, টেরিগঞ্জ, পঞ্চগড়, বাংলাদেশ৷

আমি ডয়চে ভেলের নতুন বন্ধু আর সব অনুষ্ঠানই আমার ভালো লাগে৷ হারুন-উর-রশীদ, কালিগঞ্জ, গাজীপুর, বাংলাদেশ৷