অবশ্যই সরকার দুর্বল, দ্বিমত নাই | পাঠক ভাবনা | DW | 19.02.2016
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

অবশ্যই সরকার দুর্বল, দ্বিমত নাই

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর হাতে বাংলাদেশের নাগরিক হত্যা দিনদিন বাড়ছে৷ হত্যার কারণ হিসেবে একজন পাঠকের মন্তব্য ছিল, ‘‘বাংলাদেশের সরকার হচ্ছে ‘দুর্বল'''৷ এই মন্তব্যের সাথে একমত হয়েছেন ফেসবুক পাতায় বেশিরভাগ পাঠক৷

‘‘বাংলাদেশের সরকার হচ্ছে ‘দুর্বল''' – এই মন্তব্যকে শতভাগ সত্যি বলে মনে করেন পাঠক সাঈদ রহমান সরদার৷ তিনি আরো লিখেছেন, ‘‘গণতন্ত্র যে দেশে দুর্বল, সে দেশের জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়৷''

‘‘বাংলাদেশ সরকার যে দুর্বল এবং অবৈধ তা ভারত ভালো করেই জানে৷'' এই মন্তব্য ডয়চে ভেলের পাঠক সাখাওয়াত হোসেনের৷

ওয়াহিদুল হক তুষারের মন্তব্য, ‘‘অবশ্যই বাংলাদেশের সরকার দুর্বল৷ এটা নিয়ে দ্বিমত পোষন করার সুযোগ নাই৷''

সাইদুর রহমান রিপন, ওমর ফারুক, আশা খান, রাকিব খান, গিয়াস উদ্দিন সৈকত, হাসান আলি, খোকন দেলোয়ার, আবদুল হাকিম, মো. সোহেলেও একই মত, অর্থাৎ ওয়াহিদুল হকের সাথে তাঁরা একমত৷ আর সাইদুর রহমানের মিনতি, ‘‘এ বিষয়ে কিছু একটা করা হোক৷''

অন্যদিকে আলি জাবের ডয়চে ভেলেকে ধন্যবাদ দিয়েছে, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর হাতে বাংলাদেশের নাগরিক হত্যার বিষয়টি নিয়ে এভাবে আলোচনা করার জন্য৷ তিনি লিখেছেন, ‘‘বাংলাদেশের কোনো পত্রিকা এ বিষয়টি নিয়ে লেখার সাহস পায় না৷''

তবে রূপম খানের মতে, শুধু ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর হাতে বাংলাদেশের নাগরিক হত্যার বিষয় নয়৷ তাঁর মতে ‘‘পানির জন্য আগে সব নদীর বাঁধ মুক্ত করা হোক৷ তবে সীমান্ত হত্যা কোনোভাবেই কাম্য নয়৷''

একেবাকেই ভিন্ন মত পোষন করেন পাঠক অনিক বিশ্বাস৷ তাঁর ধারণা, কোনো দেশে চুরি করে ঢুকলে নাকি গুলি চালানো সে দেশের গণতান্ত্রিক অধিকার৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন