1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অপ্সরা এ্যাওয়ার্ড ছিনিয়ে নিলেন সলমান, সেরা চলচ্চিত্র ‘দাবাং’

১২ জানুয়ারি ২০১১

শাহরুখ খানকে টপকে মর্যাদাসূচক অপ্সরা এ্যাওয়ার্ড ২০১১ ছিনিয়ে নিলেন সলমান খান ও চলচ্চিত্র ‘দাবাং’৷ ২০১০ সালের সবচেয়ে হিট ছবি ছিল ‘দাবাং’৷ বলিউড কিং শাহরুখ এবং সলমান যথাক্রমে ১৩টি ও ১০টি মনোনয়ন লাভ করেন৷

https://p.dw.com/p/zwYL
সলমান মানছবি: AP

এছাড়াও অপ্সরা এ্যাওয়ার্ড ২০১১-র বিভিন্ন ক্যাটাগরিতে মনোনীত হয়েছে প্রকাশ ঝা-র ‘রাজনীতি' ও অজয় দেবগণের ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বই'৷ ‘মাই নেম ইজ খান' চলচ্চিত্রের জন্যে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন করণ জোহর৷ এই ছবিটির হিরো ছিলেন শাহরুখ খান৷ বিদ্যা বালন ‘ইশ্কিয়া' ছবিতে অভিনয়ের জন্যে পুরস্কার পেয়েছেন৷ একই সঙ্গে ছবিটি সেরা ছবি, সেরা অভিনেত্রী এবং সেরা গানের জন্যেও মনোনীত হয়৷ অনুষ্কা শর্মা ‘ব্যান্ড বাজা বারাত'-এ অভিনয়ের জন্যে পুরস্কার পেয়েছেন৷

সেরা ছবি এবং সেরা অভিনেতা-অভিনেত্রীদের পুরস্কার ছিনিয়ে নেওয়াতে মঙ্গলবার অপ্সরা এ্যাওয়ার্ড আসলে পরিণত হয় দাবাং নাইটে৷ পুরো অনুষ্ঠানে প্রভাব বিস্তার করে থাকেন সলমান খান৷ সলমানের ভাই আরবাজ খান ছিলেন ‘দাবাং'-এর প্রযোজক৷ ২০১০ সালের বক্স অফিসে সবচেয়ে বেশি উপার্জিত ছবিও ছিল ‘দাবাং'৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সঞ্জীব বর্মন